papercraft||11-05-2023|| Flower Shapla is made with colored paper.

আসলামুআলাইকুম কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমিও খুব ভালো আছি, আজ আমি আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

InShot_20230511_002006257.jpg

ফুল টি বানাতে আমাদের যা যা লাগবে তা হল

  • রঙিন পেপার
  • স্কেল
  • পেন্সিল
  • আঠা
  • কাউচি

প্রথম ধাপ

প্রথমে আমরা সবুজ রঙের একটি রঙিন পেপার নিয়েছি।তারপর এই পেপারটির নিচ থেকে একটু এবং উপর থেকে একটু দাগ দিয়ে সেই দাগ অনুযায়ী কেটে নিব। কাটা হয়ে গেলে এটিকে আমরা সম্পূর্ণ মিলে নিয়ে ছোট ছোট করে ভাস করে নিব। যেন এটিকে দেখতে একটি লাভ শেপের মতন লাগে। মূলত এটি হচ্ছে আমাদের শাপলা ফুলের যে পাতা হয়ে থাকে সেটি তারপর এটিকে জোড়া লাগানোর জন্য দুই প্রান্তে আমি পিন আপ করে দিব আপনারা চাইলে আঠা লাগাতে পারেন।

InShot_20230511_002054913.jpg

দ্বিতীয় ধাপ

এবার একটি হলুদ রঙের রঙিন পেপার নিব। সেটিকে আমরা প্রথমে স্কেল ধরে ৬ ইঞ্চি পরিমাণ কেটে নিব। ৬ ইঞ্চি কেটে নেওয়ার পর এটিকে আমরা ছোট ভাস করে নিব। ভাস্করে নাও হয়ে গেলে এটি উপর দিকে আমরা ২ ইঞ্চি পরিমাণে আবার একটি দাগ কেটে নেব। যে 2 ইঞ্চিতে আমরা দাগ কেটেছিলাম এই দুই ইঞ্চি টিকে আমরা একটি কাইসে সাহায্যে কুচিকুচি করে কেটে নিব। এটি হচ্ছে আমাদের মূলত ফুলের ভিতর যে হলুদ অংশটি থাকে সেট। তারপর এটির ভাস্কুলে আমরা একটি টুথপিকার সাহায্য এটিকে ছোট গোল করে ঘুরাতে থাকবো পরের টুথপিকটি বের করে নিব। এভাবে আমরা সম্পূর্ণ কাগজটি মুড়ে ফেলবো। তারপর আমরা হাত দিয়ে উপরের যে অংশটি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটিকে চারি সাইডে মেলে দিব।

InShot_20230511_002120573.jpg

তৃতীয় ধাপ

তারপর আমরা সাদা এবং কচি কলাপাতা রঙের দুইটি কাগজ নিয়ে নেব। সাদা কাগজ টিকেট কেটে ১০/১০ ইঞ্চি করে তিনটি এবং ১৩/১৩ ইঞ্চি করে তিনটি কাগজ কেটে নিব। আর কচি কলাপাতা রং এর যে কাগজটি সেটিকেও ১৩/১৩ ইঞ্চি করে একটি কেটে নেব।

InShot_20230511_002207931.jpg

চতুর্থ ধাপ

এবার এ কাগজগুলিকে আমরা তিন কোনাকুনি করে ভাজ করে নিব। তারপর আবার তিনকোনা করে ভাজ করে নিব। তারপর আবারও তিন কোণা করে ভাজ করে নেব। এভাবে আমরা তিন কোণা করে তিনবার ভাঁজ করে নিব কাগজগুলোকে। তারপর সব কাগজ গুলাকে আমরা একটি পাপড়ির আকারে কেটে নিব। আর নিচে থেকে অল্প পরিমাণে কেটে নিব যাতে ভিতরে গোল করে একটু ফাঁকা হয়ে থাকে।

InShot_20230511_002237890.jpg

পঞ্চম ধাপ

এবার আমরা সমস্ত পাপড়ি গুলো পুরোপুরি মেলে নিব।তারপর যেখানে আমি ১০/১০ ইঞ্চি করে কাগজ কেটে নিয়েছিলাম সেখান থেকে দুইটি টুকরা নিয়ে নিব নিয়ে নিব । প্রথম কাগজ থেকে একটি পাপড়ি কেটে ফেলে দিব।একটি পাপড়ি কেটে ফেলে দিয়ে তার পাশে যে পাপড়িটি থাকবে সে পাপড়িটির সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দিব। তারপর এটিও সেম একইভাবে কেটে নিব। যাতে পাপড়ি গুলি আগের তুলনায় একটু ছোট হয়ে যায়। তারপর হলুদ রংয়ের যে কাগজটি আমরা রেখেছিলাম সে কাগজের ভিতরে এক এক করে সমস্ত পাপড়ি ঢুকিয়ে নেব।আর সবার শেষে কচি কলাপাতা রঙের যে কাগজটি সেটিও ঢুকিয়ে নেব।একটি একটি পাত্রে ঢুকাবো আর নিচের দিকে একটু একটু করে আঠা লাগিয়ে দিব যাতে পাপড়িগুলা খুলে না আসে।

InShot_20230511_002324409.jpg

< center >ষষ্ঠ ধাপ

পাপড়ি গুলা সব যখন লাগানো হয়ে যাবে তখন আমরা আগে থেকে যে পাতাটি বানিয়ে রেখেছিলাম লাভ শেপের সেই পাতাটি নিয়ে নিব। ফুলের যে হলুদ অংশের নিচের বাকি আছে সে অংশটুকু আমরা একটি কাজের সাহায্যে অল্প অল্প করে কুচি কুচি করে কেটে নেব। যাতে ফুলটি দাঁড়িয়ে থাকতে পারে। তারপর সেটির নিচে আঠা লাগিয়ে আমরা পাতার উপরে বসিয়ে দিব। যেটি দেখতে মনে হবে একদমই বাস্তব একটি শাপলা ফুল।যেন পানিতে ফুটে আছে।

IMG_20230510_211512.jpg

এটি কে বানিয়ে আপনারা বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখতে পারেন বা ছোট বাচ্চাদের চারুকারও পরীক্ষায়ও দিতে পারেন।

আশা করি আজকের এই পোষ্টে আপনাদের খুব পছন্দ হয়েছে। আর এই পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

AB
পোস্টের ধরনরঙিন কাগজের শাপলা ফুল
তৈরিকারক@juli009
ডিভাইসvivo y12s
লোকেশনবাংলাদেশ
H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments