Papercraft|| 20-05-2023|| Butterfly made of paper.

আসসালামু আলাইকুম কেমন আছেন সবা। আশা করি ভাল আছেন। আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদের কাগজের প্রজাপতি কিভাবে তৈরি করলাম সেটাই শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।

InShot_20230520_164917316.jpg

উপকরণ

  • রঙিন কাগজ
  • কাউচি

প্রথম ধাপ

প্রথমে আমরা আমাদের পছন্দ মতন একটি রঙিন কাগজ নিব। সে কাগজটিকে আমরা সাইজ মতন কেটে নিব। যেমন ৬ × ৬ ইঞ্চি তারপরটা নিয়ে এসে ৫.৫×৫.৫ ইঞ্চি। এভাবে হাফ হাফ কমিয়ে আমি ছয়টি কাগজ কেটে নিয়েছি। এবার একটি কাগজ আমরা হাতে নিব। তারপর কাগজটিকে কোনাকুনি ভাবে ভাজ করে নেব। একইভাবে উভয় পাশে আমরা কোনাকুনিভাবে ভাজ করে নেব। এমন ভাবে ভাজ করবো যেনভাস গুলা খুব স্পষ্ট ভাবে বোঝা যায়। তারপর কাগজটিকে আমরা সোজাসুজি ভাজ করব। মানে একদম মাছ বরাবর দু-পাশে একইভাবে ভাঁজ করে নিব।

InShot_20230520_165032943.jpg

দ্বিতীয় ধাপ

এবার এই ভাজ অনুযায়ী আমরা এটিকে ত্রিভুজের আকৃতি দিয়ে দিব। তারপর সেটির মাঝে আবারও আরো একটি ভাজ দিয়ে চারকোনা একত্র করে নিব। যার কোন একত্র করে নিয়ে একটি কাইচির সাহায্য কোণাগুলো খুব সুন্দর করে গোল করে কেটে নেব। শেষের দিকে আমরা যে ভাজ দিয়েছিলাম মাঝ বরাবর সেই ভাজটি খুলে নিব।

InShot_20230520_165148894.jpg

তারপর আমরা যে কোণাগুলো গোল করে কেটে নিয়েছিলাম সেই কোণাগুলো একত্র করব। দুইটি দুইটি করে একত্র করব। এমন ভাবে এক জায়গায় করতে হবে যেন উপর দিকে একটি কোন তৈরি হয়। প্রথম দুইটা যখন এভাবে ভাস করব তারপর আমরা পেপারটি উলটে নেব।
এ পার্টি উল্টে নেওয়ার পর দেখব যে উল্টো পাশে মাথার দিকে অল্প একটু কোণা বেরিয়ে আসে। আমরা সেই কোনাটিও হালকা করে ভাস করে দিব যেন সমস্ত কাগজগুলো একসঙ্গে লেগে থাকে। তারপর হাতে সাহায্যে মিডিল বরাবর একটু ভাজ করে দিব যেন ওই কাগজটি আর খুলে না আসে।

InShot_20230520_165247966.jpg

তৃতীয় ধাপ

এইভাবে আমি আমার সবগুলো প্রজাপতি বানিয়ে নিলা। পরে দুই পাশে আঠা যুক্ত যে টেপ আছে সেই টেপ দিয়ে আমি দেয়ালে আটকে দিলাম । আপনারা চাইলে এটি দেয়ালে ফ্রিজে দরজায় পড়ার টেবিলেও লাগাতে পারেন।আমি দেয়ালে লাগিয়েছি। দেয়ালে লাগানোর পরে এটি আরো অনেক সুন্দর দেখাচ্ছে।

IMG_20230520_111411.jpg

আশা করি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে।

ধন্যবাদ সকল বন্ধুদের আমার পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

AB
পোস্টের ধরনকাগজের তৈরি প্রজাপতি
তৈরিকারক@juli009
ডিভাইসvivo y12s
লোকেশনবাংলাদেশ
H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments