The Diary Game/Betterlife || 05/09/2023 || I had a good day today

হ্যালো সবাইকে

প্রথমেই আমি Steem For Bangladesh কমিউনিটি সবাই কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমার ডেইলি ডাইরি গেম নিয়ে, যে দিন কলেজ না থাকে সে দিন সংসার জীবন টা কেমন যায়,,,, আমি আশা করি আপনাদের এই পোস্ট টা ভালো লাগবে।

প্রতি দিনের মতো আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি এবং ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সৃষ্টিকর্তার নাম স্মরণ করে ফজর নামাজ টা পরে নিলাম। আমি কাজে মন দিলাম প্রথমে সকালের সম্পূর্ণ বাঁশি কাজ গুলো শেষ করে নিলাম। এবার সকালে রান্না করার আগে আমি আমার কবুতর গুলো ছেড়ে দিলাম এবং কবুতরের খাবার টা দিলাম। সকালের নাস্তা হিসেবে ছিল কলা এবং বিস্কিট সাথে ছিল রং চা সবাই মিলে সকালের নাস্তা টা করলাম।

সকালের নাস্তা শেষে আমি একটু কাজ করে নিলাম আমাদের নারিকেল গাছ গুলো, ঝরা হয়েছিল। সেখান থেকে পাতাগুলো বের করে নিলাম ঝারু তৈরি করার জন্য, আর এই নারিকেলের ডাল গুলো বের করে নিয়েছি জালানি কাজে ব্যাবহারের জন্য,,,,,,,,,,,,,,

এসব কাজ শেষ করে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিয়েছিলাম,আজ দুপুরের রান্নায় ছিল খাসির গোশ, লাউ,ও পেঁপে ভাজি, লাউ টা আমার হাতে লাগানো গাছের ছিলো এবং আমাদের গাছের থেকে পেরে আনা হয়েছে রান্না করার জন্য। আমি এই ভাবে দুপুরে রান্না টা শেষ করে নিলাম। এবং সবাই একসাথে বসে দুপুরের খাবার টা খেয়ে নিলাম। খাবার শেষে একটু রেষ্ট কররা পাশাপাশি steemit কিছু কাজ করেছি।

দুপুরের বিশ্রাম টা শেষ হতে না হতেই, আমার স্টুডেন্ট চলে এসেছে পড়তে। মূলত আমি বিকালে দিকে কিছু ছাত্র-ছাত্রী পড়াই, তারা সবাই দ্বিতীয় শ্রেণীতে পড়ে। এবং আমার পড়াতে বেশ ভালো লাগলে। পড়ানো শেষ বিকালে আমি এবং মেয়ে কে নিয়ে পুকুর পারে হাঁটতে গেলাম। আমরা আমাদের জমিতে প্রথম আখ লাগিয়ে ছিলাম। কিন্তুু সেই তুলনায়, খেতে সেই পরিমাণে মিষ্টি হয়েছে। এই ভাবে কেটে গেছে আমার আজকের বিকেল টা।

সন্ধ্যা রাতে আমি প্রথমে মেয়ে কে পড়তে বাসায় যদি ও এখনো মেয়ে কে পড়ানোর সময় হয় নি তবুও আমি চেষ্টা করে যাচ্ছি প্রথম থেকেই এরপরে, আমি নিজেও এই আদর্শ দাম্পত্যজীবন বই টা বেশ খানিক টা সময় পড়ে নিলাম। বই টা আমার অনেক পছন্দের একটা বই। সময় পেলে একটু পরে নেই।

এরপরে আমি এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই একসাথে মিলে রাতের খাবার টা খেয়েছি। রাতের খাবার শেষ করার পরে আমি আমার বাবা বাড়ির সবার সাথে একটু ফোনে কথা বলে নিলাম, এতে আমার মন টা অনেক বেশি ভালো হয়ে গেল। এরপরে, আমি আবার steemit এর কিছু। কাজ করি, কমেন্টের রিপ্লাই, ভোট দেই, এবং একটা পোস্ট করেছি Steem For Bangladesh এই বার কাজ করা শেষে আমি পিসি টা অফ করে দিয়েছি,,,আজকের দিনটা আমার এভাবে কেটেছে এবং সারাদিন শেষে ঘুমাতে যাওয়ার আগে আমি আমার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি।এর পর আমি চাঁদ মামা কে বিদায় জানিয়ে ঘুমিয়ে পড়েছি

এই ছিল আজ কে আমার ডেইলি গেমের পোস্ট জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবে, আমি চেষ্টা করেছি আমার বাস্তব জীবনের থেকে সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার আজকে কাজটা কেমন হয়েছে। আর যদি এই পোস্টের মাধ্যমে যদি কোন ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


আজ আর লিখছি না, আবার অন্য কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশেই থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ

Here are my Verified links:

@karobiamin71/achievement-4-by-karobiamin71-task-applying-markdowns

H2
H3
H4
3 columns
2 columns
1 column
5 Comments