Better Life with Steem || THE DIARY GAME || 11/10/2023 ||I went to the court building to correct the certificate🖤

আসসালামু আলাইকুম।

img_1697107243485.jpg

আসসালামু আলাইকুম ।বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও ভাল আছি। আজ দুইদিন পর আমি আবারো চলে এসেছি আপনাদের মাঝে এই দুইদিন একটু ব্যস্ততার কারণে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারেনি আশা করি এখন থেকে আবার নিয়মিত থাকতে পারবো তাহলে চলুন শুরু করা যাক । প্রতিদিনের মতো সকালবেলা আমি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম। এরপর আমি আমার রুমে চলে আসো এসে কিছুক্ষণ মোবাইল দেখলাম এর কিছুক্ষণ পরে আম্মু নাস্তা দিল আমি নাস্তা খেলাম খাওয়া দাওয়া করে আমি আমার ফাইল গোছালাম কারণ আজকে আমাকে সার্টিফিকেট সংশোধন করার জন্য চট্টগ্রাম কোর্টে যেতে হবে তাই আমি সবকিছু ঠিক করে রেডি হয়ে রওনা দিলাম কোর্টে যাওয়ার জন্য । প্রথমে আমি বন্দর নতুন মার্কেট মসজিদের সামনে গিয়ে একটি সিএনজি ভাড়া করলাম এখান থেকে কোর্ট বিল্ডিং সিএনজি ভাড়া নিল ১৫০ টাকা তো এরপর আমি চলে গেলাম চট্টগ্রাম কোর্ট বিল্ডিং।

IMG_2023101 1_114536_002.jpg

ওইখানে গিয়ে সবার আগে আমি আমার উকিলকে কল দিলাম কল দিয়ে জিজ্ঞেস করলাম উনি কোথায় উনি আমাকে বলল উনি Ns2 বিল্ডিং এর ৭১২ নম্বর রুমে আছে। এরপর আরো কিছু মানুষজনকে জিজ্ঞেস করে আমি বিল্ডিংটিতে গেলাম এবং ৭১২ নম্বর রুমে গিয়ে উপস্থিত হলাম ওখানে গিয়ে উনার সাথে কথাবার্তা বললাম এবং উনি আমাকে একটি স্ট্যাম্প পেপার দিল ওখানে আমার সার্টিফিকেটে কি সমস্যা ওগুলো লিখে এবং সবকিছু ঠিকঠাক করে উনি আমার সাইন নিল এরপর আমি স্ট্যাম্প পেপারে সাইন দিয়ে দিলাম। এরপর উকিল সবকিছু চেক করে দেখল এবং আমাকে বলল যেন আমি আমার আম্মুকে নিয়ে আসি বলল পরশুদিন। কারণ আম্মু না থাকলে ম্যাজিস্ট্রেট সাইন করবে না। তো এরপর কাজ শেষ আমি রওনা দিলাম বাসার দিকে।

IMG_20231011_124612_088.jpgIMG_20231011_125355_976.jpg

IMG_20231011_164818_102.jpg

এরপর আমি বেরিয়ে আশেপাশে একটু দেখলাম ঘুরে। জায়গাটি খুবই উঁচা আর এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রামে জিরো পয়েন্ট। এবং আশেপাশে ফুল গাছও রয়েছে সুন্দর জায়গা। পরশুদিন আবার আম্মুকে নিয়ে আসতে হবে। এরপর আমি ওইখান থেকে বেরিয়ে নিচের দিকে যেতে লাগলাম নিচে কোর্ট বিল্ডিং এর মেন গেটে অনেকগুলো সিএনজি ছিল, ওখান থেকে একটি সিএনজিতে উঠে পড়লাম কোট বিল্ডিং থেকে পোটকল নিয়ে আসার সময় ভাড়াটা একটু বেশি নিল ভাড়া নিলো 180 টাকা। তো এরপর সিএনজিতে উঠে পড়লাম বাসায় যাওয়ার জন্য রাস্তায় অনেক জ্যাম ছিল তাই বাসায় যেতে যেতে বিকাল সাড়ে পাঁচটা বেজে গেল।আমি গিয়েছিলাম তো সকাল বেলা কিন্তু আস্তে আস্তে বিকেল হয়ে গেল। কারণ আরো কাজ ছিল কাগজপত্রগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাইন নিতে হলো এবং শেষে মেজিস্ট্রেট সাইন করবে।

IMG_20231011_164747_635.jpg

এরপর বাসায় এসে সবার আগে আমি চলে গেলাম গোসল করতে শেষ রুমে এসে পানি খেয়ে কিছুক্ষণ রেস্ট করলাম সারাদিন অনেক জার্নি করার কারণে শরীরটা বেশ ক্লান্ত হয়ে গেল। এর কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে আম্মু সবাইকে নাস্তা দিল এবং আমাকে দিল ভাত কারণ আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি তাই। আজকে বাসায় মুরগির মাংস রান্না করেছিল ওটা দিয়েই দুপুরের খাবার খেলাম আমার আম্মুর হাতের মুরগির মাংস আমার খেতে বেশ ভালোই লাগে এটা সব সময় সব সময় আমার প্রিয়।খাওয়া-দাওয়া শেষে আমি আমার ছোট ভাই বন্ধুর সাথে শুয়ে শুয়ে কিছুক্ষণ টিভি দেখলাম এবং আম্মুকে সারাদিন কি কি করলাম ওগুলো বললাম। আমি আম্মুকে বললাম পরশুদিন আমার সাথে গিয়ে সাথে দেখা করে ম্যাজিস্ট্রেটের সাইন নিয়ে আনতে। কারণ আম্মুকে ছাড়া ম্যাজিস্ট্রেট সাইন করবে না।

IMG_20231011_151428_784.jpg

সারাদিন অনেক জার্নি করার কারণে আমার শরীরটা বেশ ক্লান্ত লাগছিল তাই আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম তাড়াতাড়ি আমি শুয়ে শুয়ে ফেসবুক দেখছিলাম হঠাৎ করে বেশ ঘুম পাচ্ছিল তাই আমি ঘুমিয়ে গেলাম। এই ছিল আমার কাটানো অন্যতম ব্যস্ত একটি দিন আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
H2
H3
H4
3 columns
2 columns
1 column
5 Comments