Better Life with Steem || THE DIARY GAME || 18/09/2023 ||Some beautiful moments of Cox's Bazar beach trip 🏖️

আসসালামু আলাইকুম।

img_1695024134435.jpg

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে আবার ফিরে এসেছি আমার কাটানো কিছু অসাধারণ মুহূর্ত নিয়ে তাহলে চলুন শুরু করা যাক।

আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবার আগে আমার ব্যাক গোছানো শুরু করলাম কারণ আজকে রাতে আমরা রওনা দিব কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। আমি আমার ভাই-বোনদের সাথে কিছুদিন আগেই প্ল্যান করেছিলাম কক্সবাজার ঘুরতে যাওয়ার তো ওই প্ল্যান অনুযায়ী আজকে আমাদের যাওয়ার ডেট ছিল । চট্টগ্রাম থেকে কক্সবাজার আমাদের থেকে ভাড়া নিয়েছিল ৩৫০ টাকা করে। আমরা সব মিলিয়ে সাতটি টিকেট কিনলাম। এরপর রাতের সাড়ে এগারোটা বাজে বাসে উঠলাম উঠে সবাই নিজের জায়গা মোতাবেক বসে পড়লাম।

IMG-20230918-WA0000.jpg

এরপর প্রায় বারোটার দিকে বাস ছাড়লো এরপর আমি হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম গান শুনতে শুনতে কখন ঘুম চলে এসেছে আমি নিজেও জানিনা কিছুক্ষণ পর ঘুম ভাঙলো দেখলাম আমরা চট্টগ্রাম নতুন ব্রিজের ট্যাক্স বক্সের সামনে ওইখানে টাকা দিয়ে পাস উঠলো নতুন ব্রিজ এরপর বাস ছুটতেই থাকলো আমি মোবাইল দেখালাম এবং চারোদিকে দেখলাম বেশ সুন্দর পরিবেশ ব্রীজের উপর থেকে অনেক কিছুই দেখা যাচ্ছিল দূর দুরান্তের নৌকা টলার ইত্যাদি এভাবেই আমি আমাদের ভ্রমণটি উপভোগ করলাম।

IMG-20230918-WA0001.jpg

এরপর সকাল প্রায় সাড়ে পাঁচটার দিকে আমরা বাস থেকে নামলাম আমরা যে জায়গায় নেমেছি জায়গাটির নাম হল ডলফিন মোড় এটি কক্সবাজারের খুবই পরিচিত একটি জায়গা এই জায়গায় কিছু মাছের মুক্তি রয়েছে যদিও জায়গাটির নাম ডলফিন মোড় কিন্তু আমি দেখলাম ডলফিন এর পরিবর্তে এইখানে কিছু হাঙ্গর মাছের মুক্তি এটা আসলে খুবই হাস্যকর কারণ ডলফিন হল খুবই শান্তি প্রকৃতির প্রাণী আর হাঙ্গর মাছ হল আক্রমণাত্মক প্রাণী দুটোর মধ্যেই খুবই পার্থক্য রয়েছে।

IMG-20230918-WA0003.jpg

এরপর ডলফিন মোড় থেকে দুই চার মিনিট সামনে হাঁটলেই কক্সবাজার সমুদ্র সৈকত ।আমরা সবাই ওইখানে গিয়ে দেখলাম এত সকালেই অনেক মানুষজন রয়েছে , পুরো বাংলাদেশে ঘোরার জন্য কক্সবাজার অন্যতম একটি সুন্দর জায়গা সমুদ্রে ঘুরতে আসতে কার না ভালো লাগে এরপর আমরা এখানে হাটাহাটি করলাম দেখলাম কিছুক্ষণ পা ভেজালাম সমুদ্রের পানিতে খুবই আনন্দ করলাম হয়তো আপনাদের মধ্যে অনেকেই কক্সবাজার সমুদ্র সৈকত এর আগেও গিয়েছেন তবে এটি আমার তৃতীয় বাড়ার মত যতবারই আসি ততবারই আমি মুগ্ধ হই, মুগ্ধ হয়ে এই সাগরের ঢেউ দেখে এই সাগরের বিশালতা দেখে আসলেই প্রকৃতির সৌন্দর্যের কোন শেষ নেই।

IMG-20230918-WA0004.jpg

এরপর আমি আমার বড় আপু এবং আমার বোনদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম ঘুরলাম সকাল সকাল সমুদ্র সৈকতের এই ঠান্ডা বাতাস ঠান্ডা আবহাওয়া সবকিছুই বেশ দুর্দান্ত এত সকাল বেলাও শত শত মানুষ সমুদ্র সৈকতে ঘুরছে ফিরছে আনন্দ করছে সবাই সবার পরিবার আত্মীয়-স্বজন প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসেন কাটাতে আছে কিছু সুন্দর স্মৃতিময় সময়। আমি এর আগে ছোট থাকতে আমার আব্বুর সাথে এসেছিলাম কখনো আমি অনেক আনন্দ করেছি কিন্তু আব্বু ব্যস্ততার কারণে আমাদের সাথে আসতে পারেন তাই আমরা ভাই-বোনরা মিলে চলে এসেছি।

IMG-20230918-WA0002.jpg

এই ছিল আমাদের ভাই বোনদের কাটানো কিছু সুন্দর মুহূর্ত আশা করি আমাদের এই সুন্দর কাটানো মুহূর্তগুলো আপনাদের ভালো লাগবে।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments