Better Life with Steem || THE DIARY GAME || 21/10/2023 ||On the occasion of my birthday, I fed my friends at the restaurant

আসসালামু আলাইকুম।

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন এবং আমিও ভাল আছি। আজকে আমি আবারো চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি কাটানো সুন্দর একটি দিন নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগছে এবং আমি আশা করি আপনাদের আমার পোস্ট এটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

img_1697996890658.jpg

প্রতিদিনের মতোই আমি সকাল বেলা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম। এরপর রুমে এসে জামা কাপড় চেঞ্জ করলাম রেডি হয়ে চলে গেলাম প্রাইভেট পড়তে পড়া থেকে আসলাম সকাল সাড়ে দশটার দিকে। ওখান থেকে এসে কিছুক্ষণ রেস্ট করলাম এরপর আম্মু সকালের নাস্তা দিলাম নাস্তা খেলাম আজকে সকালে নাস্তায় ছিল পরোটা এবং চা। আম্মুর হাতের চাটা খেতে আমার সব সময় মতোই বেশ ভালই লাগে সত্যি আমার আম্মুর হাতে চা খেতে অন্যরকম স্বাদ। এরপর খাওয়া-দাওয়া শেষে আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। এরপর আম্মু হঠাৎ করে বললাম বাজার থেকে আলো এনে দিতে তো আমি বাজারে গিয়ে বাসার জন্য দুই কেজি আলু নিয়ে আনলাম। এরপর দুপুরবেলা গোসল করে নিলাম গোসল করার পর আমি আমার রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে কিছুক্ষণ শুয়ে ছিলাম এরপর আম্মুর দুপুরের খাবার নিয়ে আনলো। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে শুয়ে পড়লাম।

IMG_20231021_195900_274.jpg

আপনাদেরকে তো আরেকটি কথা বলা হলো না এই ২০ তারিখে আমার জন্মদিন ছিল। আজকে নাজিম আমাকে সবার আগে কল দিল বলল বাহিরে আসতে আমার বাসার সামনে এরপর আমি মুমিন এবং আমার বন্ধু রিফাতকে কল দিলাম তারপর সবাই আমাকে বলল যে জন্মদিনের ট্রিট দিতে। অনেক জোরাজোরি করার পর আমি আব্বুর থেকে টাকা নিয়ে সবাইকে নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। আমরা গিয়েছিলাম বড় ফল অ্যাক্সিস রোডের মোড়ে ওরনেট রেস্টুরেন্টে।

IMG_20231021_195555_055.jpg
রেস্টুরেন্টের উপরে তলায় গিয়ে আমরা চারজন বসলাম বসার পর কিছুক্ষণ পরেই ওয়েটার এসে আমাদের অর্ডার নিলো। আমরা লুচি এবং বিফ অর্ডার করলাম। অর্ডার করার প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর আমাদের খাবার আসলো। রেস্টুরেন্টের সার্ভিস দেখে আমি মোটেও খুশি হলাম না। এরপর আমাদের খাওয়ার আসার পর আমরা সবাই মিলে খেলাম খাবার খেতে মোটামুটি বেশ ভালোই ছিল কিন্তু ওনাদের সার্ভিসটা খুব বাজে লেগেছে আমার কাছে। আর খাওয়ার সাথে যেই সালাত ছিল ওটাও খেতে একদম ভালো ছিল না। খাওয়া-দাওয়া শেষে আমাদের বেল দিল খাবার বিল আসলো ৬০৭ টাকা আমি ৬১০ টাকা দিয়ে চলে আসলাম।

IMG_20231021_200337_824.jpgIMG_20231021_201758_536.jpg

IMG_20231021_203901_629.jpg

এরপর আমরা বন্ধুরা সবাই বাহিরে গিয়ে পাশেই একটি চায়ের দোকান ছিল ইয়োলো শোরুমের সামনে এই চায়ের দোকানটির কথা আমি আমার আগেও একটি পোস্টে বলেছি খুবই জনপ্রিয় একটি দোকান পরে আমরা চার বন্ধু এইখানে মালটোবা চা খেলাম সত্যিই এখানে চা খেতে খুবই অসাধারণ অন্যরকম টেস্ট এখানকার চায়ে। আমরা বন্ধুরা সবাই একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিয়ে খুবই ভালো সময় পার করলাম। সত্যিই বন্ধুদের সাথে কাটানো সময় সব সময়ই অসাধারণ হয় যদি বন্ধু ভালো হয়। তো এরপর আমি চলে গেলাম বাসায় বাসায় গিয়ে জামা কাপড় চেঞ্জ করে মুখ হাত ধরলাম এরপর আমি সোজা চলে গেলাম পড়ার টেবিলে কারণ অনেক পড়া বাকি ছিল।

IMG_20231021_203908_840.jpg

এই ছিল আমার কাটানো অন্যতম খুবই সুন্দর একটি দিন আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments