Better Life with Steem || THE DIARY GAME || 21/11/2023 ||Today was a very good day. ❤️

আসসালামু আলাইকুম।

হ্যালো বন্ধুরা সবাই কেমন ? আছেন আশা করি ভাল আছেন। আজকে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি, আমার নতুন কাটানো সুন্দর একটি দিন নিয়ে আজকে খুবই ভালো একটি দিন কাটিয়েছি আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক।

img_1700669852607.jpg

প্রতিদিনের মতোই আমি সকাল বেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম। এরপর রুমে এসে টিভি চালু করে দিলাম টিভি চালানোর সাথে সাথেই আম্মু নাস্তা নিয়ে চলে আসলাম আজকে আম্মুর একটু তাড়া ছিল তাই তাড়াতাড়ি নাস্তা দিয়ে গেল। কারণ আমার ছোট বোন জাইফাকে স্কুল থেকে আনতে হবে আর আমি মাত্র ঘুম থেকে উঠেছি আমাকে ও নাস্তা দিতে হবে তাই আম্মু তাড়াতাড়ি করে নাস্তা দিয়ে চলে গেল আমার ছোট বোন জাইফাকে থাকে স্কুল থেকে আনতে। তো এরপর আমি নাস্তা খেয়ে কিছুক্ষণ শুয়ে শুয়ে টিভি দেখলাম। বাসায় বসে থাকতে ভালো লাগছিল না তাই আমি বন্ধুবান্ধব সবাইকে কল দিলাম এবং সবাইকে ডাকলাম এরপর আমরা সবাই মিলে একসাথে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিলাম অনেকদিন পর বন্ধুদের সাথে একসাথে খেলাধুলা করব সত্যিই বেশ অসাধারণ লাগছে।

IMG_20231121_135519_024.jpg

তো এরপর প্রথমে আরো কিছু পোলাপাইন নিলাম এলাকার এরপর দুটি দলে ভাগ করলাম এরপরই খেলা শুরু করলাম। সত্যি কথা বলতে এই যে খেলাধুলার মধ্যে যে একটা আনন্দ রয়েছে মোবাইলে আমরা যতই গেম খেলি না কেন এরকম আনন্দ কখনো পাবো না। এভাবে নিজে খেলার মত আনন্দ আর মজা মোবাইলে খেলে নেই মোবাইলে যতই সারাদিন গেম খেলি না কেন আমি আজকের মত মজা আর কখনো পাইনি। তো এরপর আমরা খেলা শুরু করলাম প্রথমে টস করলাম টসে আমরা জিতে প্রথমে ৪৫ রানের টার্গেট দিলাম ৫ ওভারে কিন্তু দুর্ভাগ্যবশত চার ওভার তিন বলে তারা ৪৫ রান নিয়ে নিল এবং আমরা ম্যাচটি হেরে গেলাম। খেলার মধ্যে অবশ্যই হার-জিত আছে সেটা কোন ব্যাপার না এরপর এভাবেই আমরা আরো কিছু ম্যাচ খেললাম আমরা টোটাল দুইটি ম্যাচ জিতেছি এবং আমার বন্ধুরা তিনটি ম্যাচ জিতেছে এরপর খেলা শেষে আমরা সবাই সবার বাসায় চলে গেলাম।

IMG_20231121_135517_772.jpg

তো এরপর দুপুর বেলা খেলাধুলা শেষে চলে আসলাম বাসায় বাসায় এসে তাড়াতাড়ি করে জামা কাপড় চেঞ্জ করে চলে গেলাম গোসল করতে। গোসল করে এসে জামা কাপড় চেঞ্জ করলাম এবং শুয়েছিলাম কিছুক্ষণ শরীরটা ক্লান্ত লাগছিল খেলাধুলা করে আসার কারণে। কিছুক্ষণ পর আম্মু দুপুরের খাবার দিল আজকে বাসায় লাল শাক ভাজি তেলাপিয়া মাছ রান্না করেছিল আমি শুধুমাত্র তেলাপিয়া মাছ দিয়ে খেয়ে উঠে গেলাম। শাকসবজি খেতে আমার তেমন একটা ভালো লাগে না যদিও এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং উপকারী। তো এরপর খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে রুমে এসে কিছুক্ষণ রেস্ট করলাম আর মোবাইল দেখলাম। এবং এর কিছুক্ষণ পরে সময় হয়ে গেল আমার প্রাইভেটে যাওয়ার তো আমি সোজা চলে গেলাম প্রাইভেটে। ওইখান থেকে আসলাম সন্ধ্যার দিকে তো বাসায় যখন আসলাম এর কিছুক্ষণ পরেই আমার বন্ধু মমিন আমাকে কল দিল বলল আজকে বড় ফলে গিয়ে ইসলাম ভাইয়ের চটপটি খাবে তো আমি বললাম ঠিক আছে । মুমিনকে বাসার সামনে অপেক্ষা করতে বললাম এরপর আমি নাজিমকেও কল দিয়ে আসতে বললাম এরপর আমরা তিন বন্ধু চলে গেলাম বড় ফল ইসলাম ভাইয়ের চটপটি খাওয়ার জন্য। এটা আমাদের পোর্ট কলোনী ইস্ট কলোনী বড় পুল ছোট পুল হালিশহর সব জায়গায় বলা যায় এটি একমাত্র সবচেয়ে জনপ্রিয় চটপটির দোকান। যদিও দোকানটি তেমন ভালোভাবে সাজানো নেই কিন্তু এই দোকানের চটপটি খুবই বিখ্যাত।

IMG_20231121_204057_965.jpg

ওইখানে প্রথমে আমরা গিয়ে বসলাম কথাবার্তা বললাম এর মধ্য দিয়েই তিন প্লেট চটপটি অর্ডার করে আসলাম প্রতি প্লেট ৩০ টাকা করে দাম তেমন একটা বেশি না। দাম অনুযায়ী চটপটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমরা প্রায় সময় এখানে আসি ইসলাম ভাইয়ের চটপটি খাওয়ার জন্য। সবকিছু মিলিয়ে না চটপটি খুবই সুস্বাদু এবং মজাদার হয় তো আমরা তিন বন্ধু এখানে আড্ডা দিতে দিতে চটপটি খেলাম গল্প গুজব করলাম বেশ ভালই সময় কাটালাম তিনজন একসাথে।

IMG_20231121_201746_639.jpgIMG_20231121_201741_774.jpg

IMG_20231121_205939_578.jpg

ওইখানে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে কথাবার্তা বলে আমরা রওনা দিলাম আমাদের এলাকার দিকে। তো আমাদের এলাকায় এসে আমরা তিন বন্ধু চলে গেলাম একটি ছোট টং দোকানে ওখানে গিয়ে আমরা তিনজন তিন কাপ রং চা অর্ডার করলাম আবারও বেশ অনেকদিন পর বন্ধুর সাথে এরকম ভালো সময় কাটালাম একসাথে বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম দিন পার করলাম সত্যিই খুবই ভালো দিন ছিল। সবসময়ই বন্ধু-বান্ধবের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে। তো দোকানে বসে বসে আমরা দেশ অনেকক্ষণ আড্ডা দিলাম গল্প গুজব করলাম এরপর আমি চলে গেলাম আমার বাসায় এবং তারাও চলে গেল তাদের বাসায়। তো এই ছিল আমার কাটানো অন্যতম সুন্দর একটি দিন আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments