Better Life with Steem || THE DIARY GAME || 25/09/2023 ||Some good moments in this busy life🥰

আসসালামু আলাইকুম।

img_1695629023500.jpg

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারো ফিরে এসেছি। গত দুইদিন একটু ব্যস্ততার কারণে আমি আপনাদের মাঝে থাকতে পারিনি। আশা করি এখন থেকে আবার আপনাদের মাঝে নিয়মিত হতে পারব, তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি ঘুম থেকে উঠলাম সকাল আটটার দিকে উঠে ব্রাশ করলাম মুখ হাত ধুয়ে নিলাম। এরপর ফ্রেশ হয়ে চলে গেলাম রুমে রুমে গিয়ে কিছুক্ষণ বসলাম আম্মু নাস্তা দিল নাস্তা খেলাম সকালে নাস্তা দিয়েছে চা আর পরোটা। নাস্তা খেয়ে আমি কিছুক্ষণ পড়তে বসলাম পড়া থেকে উঠলাম সাড়ে বারোটার দিকে।উঠে কিছুক্ষণ মোবাইল দেখলাম এরপর চলে গেলাম গোসল করতে । গোসল করা শেষে আমি কিছুক্ষণ দোকানে বসলাম আমাদের আমি বসার পর আব্বু চলে গেল গোসল করতে বাসায়। আব্বু আসার পর আমি দোকান থেকে বের হলাম বের হয়ে চলে গেলাম বন্দর নতুন মার্কেট কারন ঐখানে আমার আঙ্কেল আমার জন্য অপেক্ষা করছিল।

IMG-20230924-WA0008.jpg

নতুন মার্কেট আঙ্কেলের কাছে যাওয়ার পর ঐখানে দেখলাম ওনার ছোট ছেলে নাহিদ ও আছে। এরপর আমরা তিনজন চলে গেলাম আগ্রাবাদ আঙ্কেলের অফিসের ওইদিকে আগ্রাবাদে একটি ব্যাংকে অনেক কাজ করে। ওইখানে আজকে একটি অনুষ্ঠান ছিল তাই আঙ্কেল আমাকে নিয়ে গেল উনার সাথে ওনারা ব্যাংকে আগ্রাবাদ ওয়ার্ডটা সেন্টার এর ছয় তলায়। জায়গাটা খুবই সুন্দর জায়গা দেখে বেশ ভালো লাগলো এর আগে আমি কখনো এই জায়গায় আসিনি আঙ্কেলের সাথে এই প্রথম এসেছি। বিল্ডিং এর সামনের সুপারি গাছ গুলো দেখতে বেশ ভালই লাগছিল। এবং যাওয়ার সময় খেয়াল করলাম বিল্ডিং এর ঢোকার সময় দেওয়ালে কিছু সুন্দর ডিজাইন করা ছিল দেখতে ও বেশ সুন্দর লাগছে এইজন্য আমি একটি ছবি তুলে নিলাম ডিজাইনগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে।

IMG-20230924-WA0003.jpgIMG-20230924-WA0005.jpg

IMG-20230924-WA0002.jpg

এরপর আমি আঙ্কেলের সাথে ভিতরে গেলাম এরপর লিফটে করে উপরে উঠলাম উপরে উঠার পর দেখলাম ওইখানে আরো অনেক মানুষজন ছিল। আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল তাই আমাদের আগে কিছুক্ষণ অপেক্ষা করা লেগেছিল ।ওইখানে গিয়ে কিছুক্ষণ বসলাম জায়গাটি দেখলাম ভালো করে মানুষজন তাদের বন্ধুদের সাথে কথা বলছিল আড্ডা দিচ্ছিল আবার আরো মানুষজন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল। এর কিছুক্ষণ পর টেবিল খালি হয় এবং আমরা ওইখানে গিয়ে বসলাম কিছুক্ষণ পর ওইখানের লোকজন এসে টেবিল পরিষ্কার করল।

IMG-20230924-WA0000.jpg

কিছুক্ষণ পরেই টেবিল পরিষ্কার করে , এরপর খাবার আনল তোমাদের টেবিলে একজন মুরব্বি ছিল উনি সবাইকে খাবার বেড়ে দিল। খাওয়ার আইটেম ছিল গরুর মাংস সাদা ভাত এবং বুটের ডাল দিয়ে গরুর গোস্ত। খাওয়ার মোটামুটি ভালো ছিল খারাপ না এরপর আমি খাওয়া-দাওয়া শেষ করলাম শেষ করে উঠে পড়লাম এর কিছুক্ষণ পর আংকেল উনার কাজ শেষ করে আমাদের নিয়ে চলে গেল বাসার দিকে। আমাদের বাসা হচ্ছে পোর্ট কলোনি ১ নং রোড তো ওইখানেই আমরা চলে আসলাম আঙ্কেল চলে গেল উনার বাসায়। খাওয়া দাওয়া করার পর আমার বেশ ক্লান্ত লাগছিল তাই আমি শুয়ে পড়লাম এর কিছুক্ষণ পরেই আমার ঘুম চলে আসলো এবং আমি ঘুম থেকে উঠলাম সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। ঘুম থেকে উঠে আমি মুখের ধুয়ে নিলাম ফ্রেশ হলাম। এরপর গিয়ে বসে আমার ভাই বোনের সাথে কথা বললাম কিছুক্ষণ ওদেরকে ও সময় দিলাম ভাই বোনের সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে আমরা সবাই একসাথে বসে অনেক দুষ্টুমি করি মজা করি। এ কিছুক্ষণ পর আম্মু নাস্তাগুলো এবং নাস্তা খেয়ে আমি চলে গেলাম আমার পড়ার টেবিলে।

IMG-20230924-WA0004.jpg

IMG-20230924-WA0010.jpgIMG-20230924-WA0009.jpg

আমি পড়া শেষ করে উঠলাম সাড়ে নয়টার দিকে রাতে বাসায় ইলিশ মাছ রান্না করেছিল। তাই আমি বাসায় কিছু না খেয়ে ফুডপান্ডা থেকে পাওয়া এবং রোস্ট অর্ডার করলাম। পোলাও রোস্ট অর্ডার করার কারণ আমি ইলিশ মাছ একদমই খেতে পারি না আমি জানি অনেকের ইলিশ মাছ খুবই প্রিয় কিন্তু আমার ইলিশ মাছ খেতে একটুও ভালো লাগে না কারণ এই মাছের কাঁটার পরিমাণ অনেক বেশি এজন্য আমি ইলিশ মাছ খেতে পছন্দ করি না তাই আমি ফুডপান্ডা থেকে বলা এবং রোস্ট অর্ডার করলাম। আমার অর্ডারটি আসতে সময় নিলো প্রায় ৩০ মিনিটের মত এরপর আমি রাতের খাওয়া-দাওয়া শেষ করে সাড়ে দশটার দিকে চলে গেলাম আমার রুমে রুমে গিয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ ফেসবুক দেখলাম এরপর প্রায় একটার দিকে ঘুমিয়ে গেলাম। এই ছিল আমার কাটানো অন্যতম সুন্দর একটি দিন আশা করি আপনাদের ভালো লাগবে।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
H2
H3
H4
3 columns
2 columns
1 column
6 Comments