Better Life with Steem || THE DIARY GAME || 25/11/2023 ||Today I spent a very good day with my friend.

আসসালামু আলাইকুম।

হ্যালো বন্ধুরা সবাই কেমন ? আছেন আশা করি ভাল আছেন । আজকে আমি আবারো আপনাদের মাঝে ফিরে এসেছি আমার নতুন কাটানো সুন্দর একটি দিন নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে, তাহলে চলুন শুরু করা যাক।

img_1701013821643.jpg

প্রতিদিনের মতোই আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম। এরপর রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে রেডি হলাম এর কিছুক্ষণ পরেই আম্মু নাস্তা দিল নাস্তা খেতে চলে গেলাম। এরপর চলে গেলাম প্রাইভেটে ওইখান থেকে আসলাম সকাল সাড়ে দশটার দিকে। দেশের রুমে শুয়ে ছিলাম টিভি দেখতে লাগলাম টিভিতে একটি মুভি দেখছিল আমার ছোট ভাই আমিও ওর সাথে শুয়ে শুয়ে মুভি দেখলাম। তোরে কিছুক্ষণ পরে আব্বু আমাকে কল দিয়ে বলল দোকানে যেতে আব্বু বাজারে যাবে বাজার করতে। আমিও চলে গেলাম দোকানে আর আব্বু চলে গেল বাজারে। এরপর আমি দোকান করতে থাকলাম দুপুর ১ঃ০০ টার দিকে আব্বু আসলো সবকিছু শেষ করে এরপর আমি চলে গেলাম বাসায়। বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম এরপর জামা কাপড় চেঞ্জ করে চলে গেলাম গোসল করতে গোসল করে এসে আমি আমার রুমে কিছুক্ষণ শুয়ে ছিলাম।

IMG_20231125_170523_992.jpg

তো এরপর আমি আম্মুকে জিজ্ঞেস করলাম আজকে বাসায় কি রান্না করেছে আম্মু আমাকে বলল মুরগির বিরিয়ানি আজকে রান্না করেছে এটা শুনেই তো আমি খুশি হয়ে গেলাম কারণ আপনারা সবাই জানেন বিরিয়ানি আমার খুবই প্রিয় একটি খাবার। বিরানির প্রতি আমার আলাদা একটা আকর্ষণ আর লোভ কাজ করে বিরিয়ানি দেখলে আমি কখনো নিজেকে সামলাতে পারিনা। তো এরপর আমি আম্মুকে বললাম তাড়াতাড়ি যেন আমাকে বিরিয়ানি দেয় কই কিছুক্ষণ পরে আম্মু আমার জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে আনলো এবং আমি একটু তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম। আরেকটা কারণ হচ্ছে আমার আম্মু আর আব্বুর বিরিয়ানি পছন্দ না তাই আমাদের বাসায় তেমন একটা বিরিয়ানি রান্না করা হয় না বেশিরভাগ সময়ই আমি বাহির থেকে অর্ডার করে এনে খাই। এরপর আমি বিরিয়ানি খাওয়া শুরু করলাম সত্যিই খুবই ভালো হয়েছিল আর খুবই সুস্বাদু খেতে অনেক মজার ছিল। আমি একবার এক প্লেট খেয়ে আবার ,নিলাম আমার কাছে বেশ মজার লেগেছে আমার আম্মুর হাতের রান্না করা বিরানি।

IMG_20231125_232317_117.jpg

তো খাওয়া-দাওয়া শেষে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম কিছুক্ষণ মোবাইল দেখতে থাকলাম এর মধ্যেই আমার ঘুম চলে আসলো আর আমার ছোট ভাই প্লাস বন্ধু বলতে পারেন রাজ অনেকদিন পর আমাকে কল দিল কল দিয়ে বলল আজকে নাকি জাম্বুরি পার্কে যাবে অনেকদিন যাইনা তাই। আর এতদিনই যোগাযোগ না থাকার কারণ হলো ওর বার্ষিক পরীক্ষা চলছিল তাই। এরপর আমি আর ও রেডি হয়ে বেরিয়ে গেলাম জামরুল পার্ক যাওয়ার উদ্দেশ্যে আমাদের যদিও একটু বের হতে দেরি হয়ে গেল তারপর আমরা দুজন তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম জাম্বুরি পার্কের দিকে প্রথমে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম বড়পোল এক্সেস রোড ওইখান থেকে অটোতে উঠে চলে গেলাম আগ্রাবাদ। ওইখানে লাকি প্লাজা মার্কেটের সামনে নামলাম নেমে চলে গেলাম জামরুল পার্কের দিকে যদিও আমরা অনেক বেশি দেরি করে ফেলেছি।

IMG_20231125_170523_066.jpg

আমাদের যেহেতু বের হতে দেরি হয়ে গেছিল তাই গিয়ে দেখি চারদিক অন্ধকার হয়ে গেছে কিন্তু মানুষজন অনেক ছিল তখনও সবাই ঘুরতেছে আড্ডা দিচ্ছে গল্প গুজব করছে। আমাদের যেহেতু বের হতে দেরি হয়ে গেছে তাই আমরা ওখানে গিয়ে আর কোনো ভালো ছবি তুলতে পারলাম না কারণ অন্ধকার হয়ে গেছিল। এরপর আমরা পার্কের হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে দুনোজন অনেক কথাবার্তা বললাম অনেকদিন পর দেখা হওয়ার কারণে বেশ ভালোই সময় কাটালাম এরপর দেখলাম পার্কের একটি জায়গায় কিছু ছেলেপেলে গান গেছিল বেশ ভালোই গান গেছিল অনেক মানুষের ভিড়ও জমে গিয়েছিল সেখানে আমরাও গিয়ে তাদের সাথে গান গাইলাম। পার্কটিতে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে খুবই সুন্দর একটি জায়গা প্রাকৃতিক আর কৃত্রিম সৌন্দর্য মিলিয়ে খুবই সুন্দর হয়েছে পার্কটি । এরপর আমরা এখানে আরো কিছুক্ষণ সময় কাটালাম কাটাটি করলাম বেশ ভালই সময় কাটালাম সুন্দর ছিল মুহূর্তগুলো।

IMG_20231125_175120_737.jpgIMG_20231125_174343_360.jpg
IMG_20231125_173751_845.jpgIMG_20231125_173534_360.jpg

তো এরপর আমরা দুইজন বাসার দিকে রওনা দিলাম ও চলে গেল ওর বাসায় আর আমি চলে আসলাম আমার বাসায়। বাসায় এসেই প্রথমে মুখে ধুয়ে ফ্রেশ হলাম এরপর রুমে গিয়ে বসলাম টিভিতে আমার ছোট ভাই পিএসজি ভার্সেস এসি মিলনের খেলার হাইলাইট দেখছিল আমিও তার সাথে বসেই তাই দেখলাম আমার ছোট ভাই আবার একটু বেশি ফুটবল ভালোবাসে ও সারাদিন ফুটবলের ভিডিও দেখে। আর ফুটবলটা আমিও বেশ ভালবাসি বেশিরভাগ ছেলেরই পছন্দের খেলা হলো ফুটবল। তো বাসায় এসে আমি বসলাম এর কিছুক্ষণ পর আম্মু নাস্তা নিয়ে আসলো সন্ধ্যার নাস্তা খেলাম বাহির থেকে কিছু খেয়ে আসি নাই আজকে আমরা আমারও বেশ খিদা লাগছিল তাই তাড়াতাড়ি করে নাস্তা খেয়ে নিলাম।

IMG_20231125_214145_335.jpg

তো এই ছিল আমার কাটানো অন্যতম সুন্দর একটি দিন ।আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এবং আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments