Better Life with Steem || THE DIARY GAME || 30/09/2023 ||One of the best days I've ever had 🥰

আসসালামু আলাইকুম।

বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন আজকে আমি আবারো উপস্থিত হয়েছি আমার কাটানো সুন্দর একটি দিন নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক।

যেহেতু দিনটি ছিল শুক্রবার তাই এই দিন আমি সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। আমি ঘুম থেকে উঠলাম প্রায় সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে নিলাম ফ্রেশ হলাম। এরপর আমি বসে বসে মোবাইলে কিছুক্ষণ ফেসবুক দেখছিলাম। কেউ কিছুক্ষণ পরেই আমি সকালের নাস্তা নিয়ে এলো আজকে সকালে আম্মু পরোটা এবং চা বানিয়েছে। আম্মুর হাতের পরোটা এবং চা খেলাম খাওয়া-দাওয়া শেষ করে আজকে আম্মুকে কিছু কাজে সাহায্য করলাম কাম শুক্রবার বাসায় অনেক কাছে থাকে তাই আমি আম্মুকে কাজে একটু সাহায্য করলাম। এরপর সাড়ে বারোটার দিকে আযান দিলো আমি আমি এর কিছুক্ষণ পরে ই গোসল করে নিলাম। বাসায় এসে আমার পাঞ্জাবি আলমারি থেকে বের করলাম এরপর রেডি হয়ে চলে গেলাম মসজিদে।

IMG_20230929_132303_140.jpg

IMG_20230929_132250_615.jpgIMG_20230929_132616_055.jpg

আজকে আমরা সবাই ঠিক করলাম বাসা থেকে একটু দূরের মসজিদে যাব তাই আমরা চলে গেলাম আমাদের এলাকার আট নাম্বার মসজিদে ওখানে গিয়ে বসলাম এবং হুজুরের কথাগুলো শুনলাম এ কিছুক্ষণ পর আমাদের আরো বন্ধুবান্ধব আসলো বড় ভাইয়েরাও আসলো আমরা সবাই মিলে একসাথে জুমার নামাজ আদায় করলাম। এরপর মসজিদে বসে ই মোনাজাত শেষ করলাম। এরপর মসজিদ থেকে বেরিয়ে আমরা আট নাম্বার মাঠে কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই কথা বললাম এখানে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম গল্প গুজব করলাম। এই কিছুক্ষণ পরে ই আমাকে বাসা থেকে ফোন দিল তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য তো এরপর আমি বাসার দিকে চলে গেলাম।

IMG_20230929_140955_469.jpg

বাসায় এসে কিছুক্ষণ বসলাম রেস্ট করলাম এরপর আম্মু দুপুরের খাবার খেতে ডাকলো আজকে বাসায় পোলাও এবং গরুর মাংস ভুনা করেছিল পোলাও এর সঙ্গে গরুর মাংস ভুনা খেতে বেশ ভালোই লাগে আমার বিশেষ করে আমার আম্মুর হাতে রান্না করা গরুর মাংস ভুনা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আম্মুর হাতের রান্না সবচেয়ে আলাদা মনে হয় আমার কাছে। গরুর মাংস ভুনার সঙ্গে সালাতও ছিল সবকিছু মিলে খেতে বেশ ভালই লাগছিল খাওয়া-দাওয়া শেষে আমি উঠে জামা কাপড় চেঞ্জ করে চলে গেলাম আমার রুম। রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম দুপুরবেলা অনেক ঘুম আসছিল তাই আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম।

IMG_20230929_140942_240.jpg

এরপর আমি ঘুম থেকে উঠলাম বিকেল চারটা বাজে ঘুম থেকে উঠেই মুখ হাত ধুয়ে বাহিরে গিয়ে দেখলাম আকাশে একদম ঘন কালো মেঘ। আমরা বন্ধুরা প্ল্যান করেছিলাম আজকে চট্টগ্রাম বোট ক্লাবে যাব কিন্তু আমাদের আর যাওয়া হলো না কারন কিছুক্ষণ পরেই অনেক জোরেশোরে বৃষ্টি নামলো। তাই তাই খুবই দুঃখজনক ভাবে আমাদের বোট ক্লাব যাওয়ার প্ল্যানটি নষ্ট হয়ে গেল। দেখা যাক হয়তো আমরা সামনের সপ্তাহে আবার যেতে পারি। তো যেহেতু বোর্ড ক্লাব যাওয়া হলো না তাই বাসায় বসে বসে আমি টিভি দেখলাম আর তো কিছু করার ছিল না। আজকে হয়তো আসলে আমার ভাগ্য খারাপ সন্ধ্যার দিকে আমার চার্জার টি শর্ট-সার্কিটের কারণে নষ্ট হয়ে গেল। এরপর আর কি করার সুন্দর নাস্তা করলাম নাস্তা করে কিছুক্ষণ পড়তে বসলাম।

IMG_20230929_153221_848.jpg

পড়া থেকে উঠে আমি চলে গেলাম আব্বুর কাছে আব্বুর কাছ থেকে নতুন চার্জার কিনার টাকা নিয়ে চলে গেলাম মার্কেটে মার্কেটে গিয়ে আমার ফোনের জন্য একটি ভাল চার্জার কিনে নিলাম চার্জারটির দাম নিলো 400 টাকা দেখলাম যে ভালোই তাড়াতাড়ি চার্জ হয়। আমি বাসায় চলে আসলাম বাসায় এসে সবার সাথে বসে কিছুক্ষণ কথাবার্তা বললাম পরিবারকে সময় দিলাম এরপর সবাই মিলে টিভি দেখলাম ভালোই লাগে পরিবারের সাথে সময় কাটাতে। এরপর আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া-দাওয়া শেষ করে জামা কাপড় চেঞ্জ করে আমি চলে আসলাম আমার রুমে রুমে এসে শুয়ে পড়লাম।

IMG_20230929_211236_587.jpg

এই ছিল আমার কাটানো অন্যতম সুন্দর একটি দিন আশা করি আপনাদের সবার ভালো লাগবে ।এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments