টাটকিনি মাছের ঝোল ঝোল রেসিপি

আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা কেমন আছেন আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি তৈরি করব। এটি একটি টাটকিনি মাছের ঝোলের রেসিপি।

প্রথমত, আমরা তাজা মাছ ভালভাবে পরিষ্কার করব। এই মাছ সাধারণত আকারে ছোট হয় এবং মাছের আকার ছোট হয়, তাই এই মাছের আঁশ দূর করতে একটু কষ্ট করতে হয়।

IMG_20231221_090838.jpg

IMG_20231221_091726.jpg

প্রথম ধাপ ।

টাটকিনি মাছ নিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
তারপর এই মাছগুলো তেলে ভাজতে হবে, তবে মনে রাখবেন মাছগুলোকে হালকা ভাজাতে হবে, বেশি ভাজা হলে মজা নেই। আর সুস্বাদু খেতে চাইলে হালকা ভাজা করে নিতে হবে।

IMG_20231221_093914.jpg

দ্বিতীয় ধাপ

TitleTitle
রসুন বাটাএক পিস রসুন
পেঁয়াজের কুচি২পিস পেঁয়াজ
কাঁচা মরিচ কুচি৫০গ্রাম মরিচ
আদাবাটাপরিমান মত
জিরা বাটাপরিমান মত
সিম কুচি২৫০ গ্রাম
টমেটো কুচি২৫০ গ্রাম
হলুদের গুঁড়াপরিমান মত
মরিচের গুঁড়াপরিমান মত
দুনিয়ার ঘোড়াপরিমান মত
ধনিয়া পাতাপরিমান মত
স্বাদমতো লবণপরিমান মত
সয়াবিন তেলপরিমান মত

IMG_20231221_090929.jpg

IMG_20231221_094427.jpg

IMG_20231221_095748 (1).jpg

তৃতীয় ধাপ ।
পেঁয়াজ কুচি , কাঁচা মরিচ কুচি , আদা বাটা , রসুন বাটা, দনিয়ারগুড়া, গুড়া মরিচ ,গুঁড়ো হলুদ , লবণ এগুলো দিয়ে এবং তেল দিয়ে একটু লালসা ভাব করে ভেজে নিবে ।

IMG_20231221_094919_1.jpg

IMG_20231221_100350.jpg

চতুর্থ ধাপ ।
এই ধাপে আমরা সিম কুচি টমেটো কুচি মসলা গুলো বাজা বাজা হলে সিম কুচি টমেটো কুচি দিয়ে দিব ।দেওয়ার পরে ঢাকনা দিয়ে ৫ মিনিট ঢেকে রাখবো ।ঢেকে রাখার পরে টাটকিনি মাছগুলো দিয়ে দিব পরে পরিমাণমতো পানি দিয়ে আবারো ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মত ।তারপরে স্বাদমতো লবণ হয়েছে কিনা দেখব দেখার পরে আরো পাঁচ মিনিট ঢেকে রাখব ।সর্বশেষ হয়ে গেলে দুনিয়া কুচিগুলো দিয়ে দিব ।

IMG_20231221_102015.jpg

পরিশেষে টাটকিনি মাছের ঝোল ঝোল রেসিপি গুলো অনেক মজাদার ।আর এর ঝোল রেসিপি খেয়ে দেখতে পারেন আপনারা ও আপনার বাসায় আপনি নিজেও তৈরি করতে পারবেন।
আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments