Betterlife : The Diary Game | Saturday / 27 May / 2023 - A beautiful day


হ্যালো বন্ধুরা, আমি @memamun
বলছি প্রিয় মাতৃভূমি #bangladesh থেকে

Picsart_23-05-28_21-22-15-991.jpg Edited By Picsart App

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর কৃপায় ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর এই সুস্থতা নিয়ামত অনেক বড় একটা নিয়ামত যা শুকরিয়া আদায় করলেই আদায় পরিপূর্ণ হবে না, বরং আল্লাহর বিধান মেনে চলতে হবে। যাই হোক আজ চলে এলাম গতকালকের সারাদিনের কিছু মুহুর্ত শেয়ার করতে। তো দেরি না করে চলুন শুরু করি।


সকালের কিছু মুহুর্ত

প্রতিদিনের ন্যায় আজও ফজরের নামাজের আগে ঘুমকে বিদায় জানিয়ে অযু করে নামাজ আদায়ের প্রস্তুতি নিলাম। সকল ছাত্রদেরকে প্রস্তুত করলাম। তারপর সবাইকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলাম। নামাজ আদায়ান্তে কিছু দোয়া দরুদ পড়ে ক্লাসে বসে পরলাম। তারপর ছাত্রদের কুরআন মুখস্থ পড়া শুনলাম।

শুনতে শুনতে হটাত কারেন্ট চলে গেলো। মাদ্রাসায় নতুন মিটার লাগানোর কারনে জেনারেটরের সাথে এখনো মিটার সেট করা হয়নি। তাই কারেন্ট চলে যাওয়াতে আমাদের মোমবাতি লাগানো হয়েছে। এই মোমবাতি লাগিয়েই ছাত্রদের পড়া শুনতে ছিলাম। যদি তাও না থাকতো তবুও আমি ক্লাস চালিয়েই যেতাম কারন আমিও মুখস্থই পড়া শুনছিলাম।

হোক অন্ধকারাচ্ছন্ন তবুও হৃদয়ে গেথে রয়েছে পরিপূর্ণ আল কুরআন। ক্লাস করতে করতেই প্রায় শেষ সময়ে এসে গেলাম। সকাল ৮ টা পর্যন্ত আমাদের ক্লাস। তাই ছুটি দিলাম এবং সবাই সকালের খাবার গ্রহণ করলো। আমিও আমার রুমে গিয়ে সকালের খাবার গ্রহণ করলাম।

IMG_20230528_214008.jpg
এখানে আমার সেই সময়ের কিছু ছবি শেয়ার করলাম। location


দুপুর, দুপুর পেরিয়ে বিকেল।

সকালে খাবার খেয়েই ঘুমিয়ে পরলাম। ঘুম থেকে প্রায় সাড়ে ১১ টার দিকে উঠলাম। তারপর কিছুক্ষণ শুয়ে শুয়েই স্টিমিট প্লাটফর্ম ঘুরলাম, পছন্দ মতো পোস্ট গুলো পড়লাম এবং কমেন্ট, আপ ভোট করলাম। তারপর প্রায় ১২:৩০ টার দিকে উঠে গোসল করলাম। গোসল সেরে ছাত্রদেরকে ঘুম থেকে ডেকে উঠালাম।

ওদেরকে উঠিয়ে যোহরের নামাজ আদায় করলাম। নামাজ আদায়ান্তে সবাইকে নিয়ে দুপুরের খাবার গ্রহণ করলাম। তারপর খাওয়া শেষ করে আবারও ক্লাস করলাম ঠিক আসর নামাজ আগ মুহুর্ত পর্যন্ত। তারপর নামাজ পড়ে সবাই মাঠে চলে গেলাম।

বিকেলের এই মুহুর্তে খেলাধুলা ছারা যেন কিছুই ভালো লাগে না। ছোট বেলা থেকেই ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। সব খেলাকে বিদায় জানিয়ে ছোট বেলা থেকেই ক্রিকেটকে প্রিয় খেলা বানিয়ে নিয়েছিলাম। তাই তো শিক্ষকতা সময়ও খেলার প্রতি ভালোবাসা রয়েই গেছে ।

Picsart_23-05-28_21-42-59-729.jpg
আমি আর আমার সহপাঠী শিক্ষক, বড় ছাত্র ও মাদ্রাসার স্টাফদেরকে নিয়ে ক্রিকেট খেলার মুহুর্তে কিছু ছবি ধারণ। location


রাতের কিছু মুহুর্ত।

খেলা শেষ করে এসে মাগরিবের নামাজ আদায় করলাম। তারপর ছাত্ররা তাদের পড়া পড়তে থাকলো। আমিও কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলাম। সারাদিন ক্লাস আর ছাত্রদের পড়া শুনতে শুনতে নিজে পড়ার সময় পাইনা। তাই এই সময় একটু পড়ি। কারন এখন সবাই পড়া মুখস্থ করে।

এর মধ্যেই আমার এক সহপাঠী এসে বলতেছে, বাহিরে আসেন একটা খাবার বানিয়েছি। যাই হোক আমি গিয়ে দেখি, মুড়ি, কলা, আপেল আংগুর আর হালকা দুধ দিয়ে ফালুদা বানিয়েছে। মুড়ি দিয়েছে বলে অবাক হচ্ছেন? আসলে সবকিছু কম তো তাই মুড়ি দিয়ে বেশি বানিয়ে নতুন আইটেম করা হয়েছে। যাইহোক খেয়ে ভালোই লাগলো।

তারপর আবার ক্লাসে গেলাম। ক্লাস শেষে ইসলামিক কিছু দোয়া মাসায়েল নিয়ে ছাত্রদের পড়ালাম, যাতে সুন্নাহ ও মাসায়েল অনুযায়ী জীবনযাপন করতে পারে। তাই কুরআনের পাশাপাশি এই শিক্ষা দিয়ে থাকি কিছু সময়। তারপর রাতে নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে সারাদিনের ক্লান্তি দুর করে ঘুমিয়ে পরলাম । আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহয়া। বিদায় আল্লাহ হাফেজ।

Picsart_23-05-28_22-34-24-063.jpg
আমি আর আমার সহপাঠী মিলে সেই বানানো ফালুদা খাচ্ছি, তারপর ছাত্রদের কে দোয়া মাসায়েল পড়াচ্ছি। যার ধারন করা হয়েছে ফটোগ্রাফিতে location

সবাইকে ধন্যবাদ মুল্যবান সময়কে ব্যায় করে পোস্টটি পড়ার জন্য।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddc7kmirM62LniYU4Tn1FyRDx3nNFQtn7ZntR7YK7CVnc7aDDhGxZSikZ7nVUF...upfTTzGb2sA9C3sU58TPFgNnkuDQ78KEksZWuyCCvpNxDVsxyFxDWtC7T7xyTGExbUZ9VpywG5rS2aM71iyo5fsgLHwkBG65RYQdfZ9RxFe6yJCx6Br67iM2qt (1).png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
7 Comments