"contest: How do you celebrate your Eid day."



আসসালামু আলাইকুম /আদাব

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টি কর্তার কৃপায় সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আমার ঈদেরদিন সম্পের্ক শেয়ার করবো। সবাইকে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো ।




20230426_144735_0000.png

ইডিট করা হয়েছে ক্যানভা অ্যাপ দিয়ে

অসংখ্য ধন্যবাদ এই কমিউনিটির সম্মানিত বড় @solaymann ভাইকে। যিনি আমাদের জন্য এরকম একটা প্রতিযোগিতার ব্যবস্থা করে দিছেন। আর সেই প্রতিযোগিতার বিষয়বস্তু হলো আমার ঈদের দিন সম্পর্কে।

ইনশাল্লাহ আমি এই কমিউনিটির দেওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টায়, আপনাদের সামনে আমার প্রিয় ঈদের দিন সম্পর্কে সুন্দর ভাবে উপস্থাপন করবো ।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjNK3xjmiUNdyCimB7T27Busjo9kQcYRdyRq4ppSBMza8BGKytydGJVZ88AoguL278FMJB4NzKk9.gif


ঈদের দিন কিভাবে পবিত্রতা অর্জন করবেন?

prayer-7220277_1280.jpgsrc

ধন্যবাদ প্রিয়। সুন্দর একটি বিষয় জিজ্ঞেস করেছেন। ইদেরদিন একটি বাৎসরিক উৎসবের দিন৷ এ দিনটি আল্লাহর দেওয়া পবিত্র একটি দিন।এদিনটির বিষয়ে আমাদের বিশ্ব নবী সাঃ এর অনেক স্মৃতি রয়ে গেছে। ইদেরদিন তিনি কী কী করতেন, কী করে পবিত্রতা রক্ষা করা উচিত। সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

আমি তেমনিভাবে পবিত্রতা রক্ষা করি, সেটার কথাই আপনাদের সামনে উপস্থাপন করবো৷ বিশেষ করে ইদের দিনটিতে আমার বাবা আমাকে ফজরের আগেই উঠিয়ে দেন। নামাজ পরে আমার দাদা দাদীর খবর জিয়ারত করি আমি নিজেই। তারপর বাসায় এসে সুরা ইয়াসিন তেলাওয়াত করি এবং গোসল করি৷ এরপর সুরমা, টুপি, আতর পান্জাবী পরিধান করে ইদের নামাজের জন্য মাঠে যাই।


ঈদের ঐতিহ্যবাহী খাবারগুলো কী কী? আপনি কি তাদের খেতে পছন্দ করেন?

salad-2756467_1280.jpgsrc

আসলে আমাদের এদিকে ছোটবেলা থেকেই দেখে আসতেছি যে ইদেরদিন অন্যরকম কিছু খাবার পাকানো হয়। যেমন ; সেমাই, লাচ্ছা, ফুল পিঠা, কুশলী পিঠা এসব মিষ্টি জাতীয় খাবার পাকানো হয়। কারন ইদের নামাজের পুর্ব মুহুর্তে মিষ্টি খাওয়া সুন্নাত। তবে ইদুল আজহাতে ইদের পুর্বে না খাওয়া মুস্তাহাব।

আমাদের এদিকে ইদের নামাজের পুর্বে মিস্টি খেয়ে নামাজে যায়, আর নামাজ শেষ করে, ভাতের সাথে গরুর গোস্ত বা মুরগীর গোস্ত। মোটামুটি সামর্থ্য অনুযায়ী ভালো খাবার আপ্যায়ন করে। এর সাথে আরো কিছু আইটেম করা হয়, যেমন; হালিম, বিরিয়ানি এসব খাবার।


ঈদের দিনে আপনি যে নতুন পোশাক পরেছিলেন সে সম্পর্কে বলুন। আর পোশাকের দাম কত? স্টিম দামে প্রকাশ করুন।

kids-4263581_1280 (1).jpgsrc

ইদের দিনের সুন্নাতসমূহের মধ্যে রয়েছে সামর্থ্য অনুযায়ী সুসজ্জিত কাপর পরিধান করা। সেটা হোক নতুন বা পুরোনো। যেহেতু এমনিতেই আমি একজন মাদ্রাসা পড়ুয়া একজন ছাত্র, তাই পাঞ্জাবী জুব্বা বানাতে ইদের আগে ঝামেলা পোহাতে হয়। তাই রমজানের আগেই জুব্বা বানিয়ে নিয়েছিলাম।

আরো কিছু ক্রয় করেছিলাম। যেমন; জুতা, গেঞ্জি, আতর ও টুপির মত কিছু জিনিসপত্র। সব মিলিয়ে মোটামুটি স্টিম কয়েন হিসেবে ২০০ স্টিমের মত খরচ হয়েছিলো। যা আলহামদুলিল্লাহ অনেক কম খরচের মধ্যেই মার্কেট করতে পেরেছিলাম।


ঈদের দিনে ভ্রমণের কোনো মুহূর্ত থাকলে আমাদের সাথে শেয়ার করুন।

IMG20230422173911.jpg

হ্যা, ঈদের দিন ছোট্ট একটা ভ্রমন করেছিলাম। আসলে ছোটবেলার বন্ধুরা সবাই জীবিকা নিয়ে ব্যস্ত, তাই তো সবাইকে আর আগের মতো উৎসবের সময় পাওয়া যায় না। যাইহোক মোট তিনজন বন্ধু মিলে ঈদেরদিন বিকেল বেলা।

আমাদের সিরাজগঞ্জের কাজিপুর থানার ঐতিহ্যবাহী এক নদীর ঘাট পার্কে ভ্রমন করতে গেছিলাম। নদীর তীরে দাঁড়িয়ে বিশুদ্ধ বাতাসের স্পর্শ পেতে হাজার হাজার মানুষের ঢল পরেছিলো সেদিন। তবে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা শতগুন বেশি।

IMG20230422181624.jpg

যাইহোক, আসর নামাজ পর সেখানে পৌঁছে একটু নদীর তীরে সময় কাটালাম। মাগরীবের ঠিক পুর্ব মুহুর্তে নৌকায় উঠে একটু ঘুরাঘুরি করলাম। এতে নৌকাতে মানুষের সংখ্যা বেশি হওয়াতে ভয় ভয়ও কাজ করছিলো বেশ।

মোটামুটি আনন্দ উপভোগ করেছিলাম সেদিন। বেশি দেরি না করে বাড়ির পথ ধরলাম, বাসায় এসে মাগরীব আর ইশার নামাজ একসাথে পড়ে নিলাম। সেদিনের মোমেন্ট টা হয়তো অনেকদিন স্মৃতি হিসেবে রয়ে যাবে। মনে থাকবে দিনটির কথা।

IMG20230422175227.jpg

IMG20230422180709.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzayCb4h2ia6LdFiDsdGJAVhJQgYvEDAC6gBvmMb5d2oHjLzkz1S75V5AJGW8...NUggcLKBUSAbCSmuLDQ7gGJrAgn7dyk5pc2eC9kTR8Dyx4QwxxzYcAfJjFx9WRiByFFC9N7JVdhKK9UnPgk7psGnpGthfqqnpFVEzv1DAi8sHs9PooJyz3mP6E.png

ডিভাইসনাম
এন্ড্রয়েডoppo a95
দিনঈদুল ফিতর ২০২৩
লোকেশনমেঘাই ঘাট, কাজিপুর, সিরাজগঞ্জ
ক্লিক ম্যান@memamun

পরিশেষে, আমার তিনজন বন্ধুকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। @obiking, @karimshah@yourloveguru

সবাইকে ঈদ মুবারক। ভালো থাকবেন আসসালামু আলাইকুম।

ধন্যবাদ

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments