Contest "Will you miss any people this Eid"



আসসালামু আলাইকুম /আদাব

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টি কর্তার কৃপায় সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে প্রতিযোগিতার বিষয়বস্তু সম্পর্কে শেয়ার করবো। সবাইকে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো ।



Picsart_23-04-18_11-25-53-416.jpg

ইডিট করা হয়েছে ক্যানভা ও পিক্সআর্ট অ্যাপ দিয়ে

সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, যিনি সমগ্র মহাবিশ্বের প্রতিপালক। Steem for Bangladesh কমিউনিটির এডমিন মহোদয়, দায়িত্বশীল ও প্রানপ্রিয় সদস্যগনকে জানাই রমজান মাসের মুবারকবাদ।

কমিউনিটির আয়োজিত এই ইদ সম্পর্কে যে বিষয়টি সম্মানিত @mostofajaman ভাই প্রতিযোগিতার আয়োজন করেছেন, তা সত্যিই অনেক ভালো একটা উদ্যোগ। পবিত্র ইদকে নিয়ে লেখাটাও আমার কাছে অনেক আনন্দের। তো চলুন তাহলে শুরু করি।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjNK3xjmiUNdyCimB7T27Busjo9kQcYRdyRq4ppSBMza8BGKytydGJVZ88AoguL278FMJB4NzKk9.gif

এই ঈদে কাকে সবচেয়ে বেশি মিস করবেন এবং কেন?

brothers-and-sisters-692822_1280.jpgsrc

আসন্ন ইদুল ফিতর দিনটিতে, যাকে আমি খুব করে মিস করবো, সে হলো আমার একমাত্র আদরের ছোট বোনকে। একসাথে বড়ো হয়েছি, একসাথে খেলা খেলেছি। যদিও সে আমার থেকে ৪ বসরের ছোট বয়সে। জন্মের পর থেকে ওর সাথেই ইদের দিন আনন্দ উল্লাস, খুনসুটি করেছি। কিন্তু আমার বোনের বিয়ে হওয়াতে আর একসাথে ইদ করার আনন্দ উপভোগ করতে পারবো না৷ সেই সব স্মৃতি কখনোই ভোলার মত নয়। একটা মাত্রই বোন ছিলো, সে-ও চলে গেলো। হ্যাঁ, এটাই নিয়ম। তাই এই ইদে আমি সবচেয়ে বেশি মিস করবো আমার বোনটাকে।


এই ঈদে আপনি কি আপনার প্রিয়জনকে কাছে পাবেন নাকি তার সাথে ঈদ কাটাবেন?

kids-4263581_1280.jpgsrc

প্রিয়জনকে বলতে আসলে অনেককেই বুঝায়, যেমন ; মা বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আবার বউ বা স্বামীও হতে পারি। তবে আমি যেহেতু অবিবাহিত এবং বোন হীন মানুষ, সেক্ষেত্রে অবশ্যই আমার আব্বু আম্মুকে নিয়েই ইদ উদযাপন করবো। তবে তারা হয়তো সেভাবে আজকালকার যুবকদের আনন্দে বিমোহিত হবেন না। তাই শেষমেষ আমার প্রিয়জন থাকলো বন্ধু-বান্ধব। হ্যাঁ, আমি আমার বন্ধুদের নিয়ে ইদ কাটাবো। তাদের সাথে ইদের মাঠে নামাজে যাবো, মাঠ শেষে ঘুরাঘুরি করবো ইনশাআল্লাহ।


ছোটবেলায় তার সঙ্গে কোনো ঈদের গল্প আছে কিনা বলুন?

children-2178857_1280.jpgsrc

আমার বোনকে নিয়ে প্রায় ইদেই আমার কোনো না কোনো গল্প রয়েছে। সেখান থেকে একটা আপনাদের মাঝে শেয়ার করছি; ইদের আগের দিনগুলোতে অনেক মজা হতো ইদ আসবে বলে! সেই আগের দিনটিতে আমার বোন আমাকে হাতে মেহেদি দিয়ে দিতো। এমনও হতো যে সারারাত ঘুমাতামই না। সেই মেহেদি রাঙ্গা হাত নিয়ে ইদের আমেজে গল্প করতেই কেটে গেলো। ঘুম থেকে উঠেই দেখি আমার বোনটি আমার জন্য নাস্তা, মিস্টি, পিঠা ইত্যাদি নিয়ে হাজির। এবং বড় বিষয় হলো আমার হাতে ও ২০০ টাকা দিলো। অবাক করা বিষয় হলো তখন ওর বয়স মাত্র ১১ বসর। সেই সময়টাতে সে টাকা গুছিয়ে আমাকে ইদ সালামী করলো। সেই দিনের গল্প টা আমি সারাজীবন মনে রাখবো। ভালোবাসি বোন তোকে....!


এই ঈদে আপনার কোন আত্মীয়কে আপনি বেশি মিস করবেন? আমাদের বিস্তারিত বলুন.

man-2915187_1280.jpgsrc

মিস করার মতো আত্মীয় আসলে নাই বললেই চলে। আমার আত্মীয়দের মধ্যে আমার সমবয়সী ভাই বোন নাই। তাই তাদের সাথে যে আলাদা ভাবে ইদের দিনটিতে সময় কাটাবো তাও না। আমার আত্মীয় আমার বোন,,আমার মা আর আমার বাবা। এরাই আমার সবকিছু। তাই এরা থাকলে আমার ইদ উদযাপন সুন্দর ভাবে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ ।


এই ঈদে যদি সে/তিনি আপনার সাথে থাকতেন, আপনি তার জন্য কী পরিকল্পনা করতেন?

eid-mubarak-5210294_1280.jpgsrc

এই ইদে যদি আমার বোনটি থাকতো, তাহলে তার জন্য প্রথমত ইদ মার্কেট করে দিতাম। তাকে সালামি দিতাম। কারন আমাকে সেই সময়টাতে সমর্থন করতো। আমার প্রয়োজনে সহযোগী হতো। নিজে না খেয়ে, না খরচ করে আমার জন্য যোগাইয়া রাখতো। বাট ওকে দেওয়ার মতো কোন সামর্থ্য আমার ছিলো না। কিন্ত আমি এখন ওকে দিতে সামর্থ্য রাখি। তাই এই ইদে যদি সে থাকতো, তাহলে তাকে নিয়েই এই ইদের পরিপূর্ণ প্লান টা ঘিয়ে নিতাম।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjNK3xjmiUNdyCimB7T27Busjo9kQcYRdyRq4ppSBMza8BGKytydGJVZ88AoguL278FMJB4NzKk9.gif

সর্বশেষ আমি এই কমিউনিটির কনটেস্টে অংশগ্রহণ করার জন্য, আমি আমার স্টিমিয়ান বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। @shariful12, @hafizur46n এবং @hasina78 কে

বন্ধুরা, আজ আর লিখছিনা। আজ এপর্যন্তই লিখে ইতি টানলাম। আবারও দেখা হবে অন্য কোন দিন, অন্য কোন টপিক নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম / আদাব।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...sr5sC7AjPpmonwcuktnMXD4KT9R9VZ4QRPff1f3zAVN8nkgKZTEjVSA1jq7C5vkNiysauCDS3guP24QBoCJVzjb6QsWf4DnpDbWibGMRdFyyPmsRHepuoaA1jk.png

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments