একটি চায়ের কাপের মেন্ডেলা আর্ট

স্টিমিটের বন্ধুরা,

"আসসালামুয়ালাইকুম"

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ।আজকে আমি একটি চায়ের কাপের মেন্ডেলা আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আমি আর্ট করতে খুবই পছন্দ করি। আমার পছন্দের তালিকার মধ্যে আর্ট ও আছে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করতে বসে যায়। আমি অবসর সময় বসে বসে আর্ট করি। ছোটবেলায় আমার স্কুলে যখন চিত্র অংকন অনুষ্ঠান হতো ,আমি চেষ্টা করতাম প্রত্যেকটা চিত্র অংকন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। যাইহোক আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন আমার মেন্ডেল আর্ট টি শুরু করা যাক।

ম্যান্ডেলা আর্টির সর্বশেষ ফটোগ্রাফি

IMG_20231228_175320.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • একটি ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • রাবার
  • চাঁদা
  • সাদা একটি মার্কার পেন
  • কালো একটি মার্কার পেন
  • একটি জেল পেন

IMG_20231228_190057.jpg

ধাপ১

প্রথমে আমি বৃত্তের মতো করে কাপের কিছু অংশ অঙ্কন করে নিয়েছি।

IMG_20231228_174236.jpgIMG_20231228_174413.jpg
ধাপ-২

তারপর আমি চাঁদা দিয়ে গোল করে কাপ এর মত করার চেষ্টা করেছি।

IMG_20231228_174437.jpg

ধাপ-৩

এরপর আমি কাপের কিছু পাশের অংশ এবং নিচের কিছু অংশ অংকন করে নিয়েছি।

IMG_20231228_174458.jpgIMG_20231228_174531.jpg
ধাপ-৪

তারপর আমি গরম চা এর উপরে ধৌওয়া উড়ার মত কিছু অঙ্কন করে নিয়েছি।

IMG_20231228_174604.jpg

ধাপ-৫

তারপর আমি কাপের সাইডের অংশে ফুলের মত করে কিছু ডিজাইন করে নিয়েছি।

IMG_20231228_174303.jpgIMG_20231228_174329.jpg
ধাপ-৬

তার নিচের অংশে আরো কিছু ডিজাইন করে নিয়েছি।

IMG_20231228_174112.jpg

ধাপ-৭

তারপর প্রথম ডিজাইনের নিচে আমি পাতার মতো আবারও কিছু ডিজাইন করে নিয়েছি।

IMG_20231228_174031.jpgIMG_20231228_173958.jpg
ধাপ-৮
তারপর পাতার মত ডিজাইন গুলার নিচে আমি আবারো ছোট ছোট ঘর করে কিছু ডিজাইন করে নিলাম।

IMG_20231228_173922.jpg

ধাপ-৯
তারপর আমি কাপের নিচ অংশে মার্কার দিয়ে কিছুটা ভরাট করে এবং পুরো শেষ অংশ টা ঘর ঘর করে কাপের টোটাল নিচ অংশের কাজটা আমি সম্পূর্ণ করলাম।

IMG_20231228_173832.jpg

ধাপ-১০

তারপর আমি কাপের ধৌওয়ার অংশের ডিজাইন টা মার্কার দিয়ে ভরাট করে নিলাম।

IMG_20231228_174919.jpg

ধাপ-১১

তারপর আমি কাপ ধরার অংশটা ডিজাইন করে নিলাম।

IMG_20231228_173808.jpg

ধাপ-১২
তারপর আমি কাপের উপরের অংশ টা কালো মার্কার দিয়ে ভরাট করে নিয়েছি। তারপর সাদা একটি মার্কার দিয়ে কালো অংশটার উপরে বিন্দু বিন্দু করে দিয়ে কিছু ডিজাইন করে নিয়েছি।
IMG_20231228_173452.jpgIMG_20231228_173321.jpg

এভাবে হয়ে গেল আমার আজকের চায়ের কাপের মেন্ডেল আর্ট।

IMG_20231228_173300.jpg

IMG_20231228_175320.jpg

এই ছিল আমার মেন্ডেল আটটি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। কার কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আমি আপনাদের এখানে নতুন একজন সদস্য। তাই আমার ভুল ত্রুটি হতেই পারে, তাই আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

Art Source

H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments