Power Up // My first power up 5.063 Steems.

স্টিমিটের বন্ধুরা,

"আসসালামুয়ালাইকুম"

কেমন আছেন সবাই? আশা করি সবাই সৃষ্টিকর্তার পরম কৃপায় ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সৃষ্টিকর্তার অপার কৃপায় ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে পাওয়ার আপের একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। যেহেতু আমি এখানে সম্পূর্ণ নতুন তাই পাওয়ার আপ সম্পর্কে আগে আমার তেমন কোন ধারণা ছিল না। আমার কাজিনের মাধ্যমে এই পাওয়ার আপ সম্পর্কে আমি পুরোপুরি জানতে পারি এবং বুঝার চেষ্টা করি।

আমার কাজিনের মাধ্যমে এই পাওয়ার আপ সম্পর্কে আমি যা জানালাম বা যা বুঝতে পারলাম তা হলো হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য আমরা যেরকম অল্প অল্প করে মাটির ব্যাংকে টাকা পয়সা জমা করি অথবা ব্যাংকের মাধ্যমে ও ডিপোজিট করি তারই একটি সিস্টেম। তবে এই ডিপোজিট আমরা যেমন বেশ কিছুদিন পর অনেকগুলো টাকা একসাথ করে কিছু কাজ করতে পারি বা নিজের বা পরিবারের বিশেষ প্রয়োজনে কাজে লাগাতে পারি সেরকমই স্টিম পাওয়ার ও আমাদের ভবিষ্যতের জন্য ভালো একটি এমাউন্টের তৈরি করবে। তাছাড়াও এর মাধ্যমে আমরা সকল কমিউনিটিতে ডেলিগেশন করার মাধ্যমেও আমাদের ইনকাম বাড়াতে পারবো। এছাড়াও আরো যা জানতে পারলাম এই স্টিম পাওয়ারের মাধ্যমে আমরা যদি নিজের একাউন্টে স্টিম পাওয়ার বৃদ্ধি করি তাহলে স্টিমিট প্ল্যাটফর্মে আমাদের ভালো একটি অবস্থান তৈরি হবে ও বড় একটি এমাউন্ট তৈরি হলে আমরা অন্যান্য ব্যবহারকারীদের পোস্টে আপভোট দেওয়ার মাধ্যমেও কিউরেশন রিওয়ার্ড অর্জন করতে পারবো।

IMG-20231226-WA0002.jpg
Made it Canva
Photo Source

এবার আমি আপনাদের মাঝে কিভাবে এই পাওয়ার আপ করেছি তা ধাপে ধাপে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি এই পাওয়ার আপ করেছি তা আপনারা দেখে আসবেন।

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি স্টিমিট ওয়ালেটের ইন্টারপেজটি ওপেন করলাম। তারপর আমি আমার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে স্টিমেট ওয়ালেট লগইন করে নিলাম।

IMG_20231226_214845.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার আপ করার আগে আমার স্টিমের পরিমাণ হচ্ছে ৫.০৬৩। এরপর আমি পাশে যে এরো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে পাওয়ার আপ অপশনে চলে যাই।

IMG_20231226_190321.jpg

তৃতীয় ধাপঃ

  • এরপর যেই ইন্টারপেজটি আসে সেখানে আমি আমার স্টিমের ব্যালেন্সটা লিখে দিলাম। তারপর পাওয়ার আপ অপশনে ক্লিক করে দিলাম।

IMG_20231226_190347.jpg

চতুর্থ ধাপঃ

  • এরপর যে ইন্টারপেজটি আসলো সেখানে আমি সব দেখে চেক করে ওকেতে ক্লিক করে দিলাম।

IMG_20231226_190410.jpg

পঞ্চম ধাপঃ

  • তারপর যে ইন্টারপেজটি আসলো সেখানে আমি আমার একটিভ কি দিয়ে দিলাম।

IMG_20231226_190446.jpg

চূড়ান্ত ধাপঃ

  • এরপর আমার পাওয়ার আপ প্রসেসটি সম্পন্ন হয়ে গেল।

IMG_20231226_190503.jpg

পাওয়ার আপ সম্পূর্ন হওয়ার পর আমার একাউন্টে স্টিম পাওয়ার হলো সর্বমোট ৯.৬৬১ স্টিম। আমি এই পাওয়ার আপ করে খুবই আনন্দিত উচ্ছসিত কারণ স্টিমিট প্ল্যাটফর্মে আমি আমার ভবিষ্যতের সঞ্চয় করার প্রসেসটা এরই মাধ্যমে শুরু হয়ে গেল।

আজ এ পর্যন্তই পরবর্তী পাওয়ার আপ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সকলের জন্য শুভ কামনা আমার পক্ষ থেকে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments