আমার তোলা মৌচাকের ফটোগ্রাফি|| steem4bangladesh|| @ monikaislam||

আজকের তারিখ:২২/১২/২৩
রোজ: শুক্রবার।

দেখুন কিভাবে একটি লোক মৌমাছি চাক কাটে।

IMG_20231222_081222.jpg

আসসালামু আলাইকুম কেমন আছেন স্টিমিট প্লাটফর্মে সকল বন্ধুরা আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা লোক কিভাবে গাছে উঠে মৌমাছি চাক কাটে।তো বন্ধুরা আমিও কখনো যানতাম না বা দেখিও নাই কীভাবে মৌচাক কাটে। তো আমার চাচাতো জায়ের গাছে মৌচাক বাসা বেঁধেছে তো একটা লোক কিছু দিন পর পর দেখতে আসে কতোটুকু মধু হয়েছে তো সেই অনুযায়ী শুক্রবার তারিখ দিয়েছিলেন,তো সেই শুক্রবার আজকে এবং সকাল বেলা চলে এসেছে সেই লোক।

IMG_20231222_082339.jpg

আমি তো সেই লেভেলের কাজে বেস্ত তাও আমি নিয়ত করেছি যে আমিও দেখবো কিভাবে মৌমাছি চাক কাটে এবং সাথে আমার স্টিমিট প্লাটফর্মে সকল বন্ধুদেরো দেখাবো তো অবশেষে ইচ্ছে টা পুরন হয়েছে আমি তো দেখেছি এখন আপনাদের দেখানো বাকি,সেটা দেখানোর জন্য আমি এই পোস্ট করতেছি আপনাদের সকলের ভালো লাগবে ইনসআআল্লহ।তো তারপর লোকটা এসে ভাবির কাছে রশি চাইলো ভাবী দিলেন এরপর দেখলাম আতা ফল গাছের ডাল কেটে আনলো আর সাথে খ্যার ও আনলো এনে একদম সুন্দর করে গুছিয়ে রশি দিয়ে বেঁধে নিল । আমি জিজ্ঞেস করলাম ভাই এটা দিয়ে কী করবেন?এই পাতা কি মৌমাছি শুকতে পারে না? আমাকে সে উওর দিলেন যে গাছে উঠে আগুন ধরিয়ে দিবেন এই খ্যার আর পাতার মধ্যে শুধু খ্যার থাকলে তারাতাড়ি পুরে জাবে আর এই পাতা থাকলে বেশি তারাতাড়ি পুরবে না।এই পাতা ছেড়ে অন্ন পাতা আনলে তাড়াতাড়ি পু্রে যাবে তাই আমি আতাফল গাছের ডাল এনেছি । শুনে তো আমি হতাশ যে কতটা বুদ্ধি।

IMG_20231222_080924.jpg

এরপর সে ওই উঁচু জায়গায় উঠে যেখানে চাক বসেছে সেখানে গিয়ে আগুন ধরিয়ে দিলেন তখন আমি ছিলাম একটু আড়াল জায়গায় অনেক রিস্ক নিয়ে ছবি গুলো তুলেছি শুধু আপনাদের জন্য এবং আপনাদের ভালোবাসার জন্য।

IMG_20231222_092211.jpgIMG_20231222_081207.jpg

তো আল্লাহর অশেষ রহমতে ওই লোক টাও চাক কেটে আনলেন আমিও দেখলাম সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম।তো দেখতে পাচ্ছেন কতো টা আঠালো মধু আমি খেয়েও টেস্ট করেছি খুব অসাধারণ খেতে। এরপর সবাই ওনার কাছে থেকে মধু কিনে রাখলেন পাঁচশত টাকা কেজি। সবাই মধু খাওয়ার জন্য অনেক পাগল কারণ মধু আমাদের অনেক উপকার করে শরীর সুস্থ রাখে আবার এটা মুখের জন্য অনেক কার্যকর। সেজন্য আমি অল্প একটু রেখে দিয়েছি ।
তো বন্ধুরা এই ছিল আমার দেখা মৌচাক কাটা।তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নাহলে আমি বুঝতে পারবো না কেমন লেগেছে আপনাদের।তো বন্ধুরা এখানে শেষ করছি। নিয়ে আসবো নতুন কোনো পোস্ট সেই পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ।

আমার পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments