|| আমার তোলা কিছু ফটোগ্রাফি|| steem4bangladesh||@ monikaislam||

ভূমিকা

IMG_20231218_153325.jpg

আসসালামু আলাইকুম। হ্যালো স্টিমিট প্লাটফর্মে সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভাল আছি। কালকের মতো আজকেও আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি, ফটোগ্রাফি করেছি আমার আপুর বাগান থেকে,ওই আপু ফুল গাছ রোপণ করতে অনেক পছন্দ করে। আমিও ভাবলাম এত সুন্দর ফুল গুলো আমি একা একা কেন দেখবো আমার স্টিমিট প্লাটফর্মে সকল বন্ধুদের সাথে আমি শেয়ার করবো সেজন্য আমি কিছু ফটোগ্রাফি করি।আমি আসলে ফটো তুলতে বেশি পছন্দ করি সেটা যেকোনো ধরনের জিনিস যেমন কোনো পাখির ফটো, কোনো হিংস্র পশুর ফটো, কোনো এক বিকেলের সুন্দর প্রকৃতি ফটো, কোনো ফুলের ফটো মানে এক কথায় বলা যায় যে সব কিছুরি ছবি তুলতে পছন্দ করি সাথে আমার নিজের ফটো তুলতে আরো ভালোবাসি।তো যাই হোক বন্ধুরা চলুন তাহলে এখন আমি যে ফুলের ফটো আপনাদের দেখাবো সেটার সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেই।

১-স্টেপ

কাঞ্চন মলিকা গাছের একটি ফটো।

IMG_20231218_153517.jpg

আমি এখন যে ফুল নিয়ে আলোচনা করবো সেই ফুলের নাম আমরা জেনে নেই, ফুলটির নাম হচ্ছে কাঞ্চন মলিকা। অনেক সুন্দর একটি নাম ।এই ফুল গাছ টি তেমন লম্বা হয় না , আমি যে গাছের ফটো তুলেছি সেই গাছটি ২ ফুট লম্বা হবে আমি অনুমান করে আপনাদের বললাম।

২-স্টেপ

কাঞ্চন মলিকা ফুল গাছের পাতারো আমি কিছু ফটো তুলেছি।

IMG_20231218_153408.jpg

কাঞ্চন মলিকা ফুল গাছের পাতা তেমন বড় না ছোট ছোট আকৃতির পাতা,এগুলো করলা গাছের পাতার মতো কাটা কাটা আকৃতি পাতা হয়ে থাকে,করলা গাছের পাতা বড় থাকে আর কাঞ্চন মলিকা ফুল গাছের পাতা একটু ছোট সাইজের হয়।

৩-স্টেপ

কাঞ্চন মলিকা ফুলের কিছু ফটোগ্রাফি।

IMG_20231218_153342.jpgIMG_20231218_153325.jpgIMG_20231218_153354.jpg

এই ফুলটি অনেক রঙের হয়ে থাকে যেমন হলুদ, সাদা গোলাপি,নিল রঙ ইত্যাদি ইত্যাদি। আমি যেটার ফটো তুলেছি সেই ফুলের রঙ হচ্ছে সাদা। আমি মনে করি সব কালার এর চেয়ে সাদা টা বেশি ভালো লাগে তার মধ্যে আবার থাকে হলুদ রঙের রঙ। একদম ফুটে উঠেছে দেখতে অসাধারন।

৪-স্টেপ

কাঞ্চন মলিকা ফুলের পাপড়ি ফটোগ্রাফি।

IMG_20231218_153342.jpgIMG_20231218_153325.jpg

কাঞ্চন মলিকা ফুলটি সূর্যমুখী ফুলের মতো প্রায় দেখতে। সূর্যমুখী ফুলের পাপড়ি গুলো বড় বড় হয় আর কাঞ্চন মলিকা ফুলের পাপড়ি ছোট ছোট।তবে এগুলো ফুলের তেমন সুভাষ নেই কিন্তু দেখতে অসাধারন সুন্দর।

উপসংহার

IMG_20231218_153334.jpg

ফুল নিয়ে আসলে পৃথিবীতে কোনো মানুষেরই পুরো পুরি ধারনা নেই, আমি যত টুকু জানি সব টুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আবার আমার থেকেও আরও বেশি ধারনা রয়েছে অন্ন লোকের এটাই আমাদের পৃথিবী বানিয়েছেন আল্লাহ তায়ালা কতো সুন্দর প্রকৃতি কতো সুন্দর এই গাছ পালা, ফুল ফল, নদী নালা খাল বিল আল্লাহ তায়ালা কাছে হাজার হাজার শুকরিয়া এত সুন্দর পৃথিবীতে পাঠানো জন্য।তো বন্ধুরা কেমন লাগলো আমার তোলা সুন্দর ফটোগ্রাফি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে আর ভোট দিয়ে উৎসাহিত করুন এবং সাপোর্ট করে উৎসাহিত করুন। তাহলে আমি সুন্দর সুন্দর পোস্ট নিয়ে হাজির হতে পারবো। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি নিয়ে আসবো নতুন কোনো পোস্ট। সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

আমার লেখা ব্লগ টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

 </div>
H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments