Better Life with Steem" ||"THE DIARY GAME"|| 6 December 2023 ||

আজকের তারিখ: ৬/১২/২৩
রোজ: বুধবার।

The Diary Game

Gallery_1701870946971.jpg

আসসালামু আলাইকুম সকল স্টিমিট বন্ধুদের । কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।তো কালকের মতো আজকেও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সারা দিন আমি কীভাবে কাটিয়েছি। তো আমি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে এবং আপনাদের সুন্দর করে গুছিয়ে স্টেপ বায় স্টেপ বুঝাতে পারবো আর আপনারাও বুঝবেন।তো বন্ধুরা চলুন এবার শুরু করি।

সকালের কিছু মুহূর্ত।

Gallery_1701870946971.jpg

আমি আজকে অনেক ভরে উঠেছি। উঠে ওয়াশ রুমে গেছি,ওয়াশ রুম থেকে বের হয়ে উঠান ঝাড়ু দিই, থালা বাটি ধুয়ে ঘরে নিই। শ্বাশুড়ি রান্না করছে সেখানে সাহায্য করছি। রান্না শেষ হলে খেতে বসি। আমি একটা চিন্তার মধ্যে পড়ে গেছি, আপনারা জানেন আমি কিছু মুরগি পালন করি সেগুলো নিয়ে চিন্তা হচ্ছে কারণ আশে পাশে বাড়িতে ৪-৫ মুরগি জুমে জুমে পরছে এবং সেগুলো আর নেই আমার মুরগি অল্প সময়ের এবং আমি এগুলো কে অনেক যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝে বড় করছি এগুলো জন্য খুব মায়া হয়। এজন্য খুব চিন্তা হচ্ছে।

সকাল বেলা কিছুক্ষণ পরের মুহূর্ত।

Gallery_1701871174378.jpgIMG_20231206_102359.jpg

এরপর আমি খাওয়া দাওয়া শেষ করে মুরগির ঔষধ এর জন্য রওনা হলাম রসুলপুর বাজারে।খয়ারি রঙের বোরখা পরে এবং সাথে কালো রঙের হিজাব ওড়না সিস্টেম ব্যবহার করেছি।তো বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ীর ছেড়ে সামনে এগোতে দেখি ঝালমুড়ি দোকান,দেখে আর তর সইছে না অমনি বললাম ভালো করে বেশি করে বুট দিয়ে , ঝাল দিয়ে মুড়ি বানিয়ে দেন পাঁচ মিনিট ওয়েট না করতে করতে ঝাল মুড়ি বানিয়ে দিলেন এবং আমি টাকা টা ওনাকে দিয়ে মনের আনন্দে হাঁটতে হাঁটতে খেতে শুরু করলাম। অনেক দিন হলো খাইনি ঝালমুড়ি স্কুলে থাকাকালীন বান্ধবী রা মিলে খেতাম মজাই আলাদা ছিল বাট এখন আর সেটা হয় না,তাই অনেক অনেক মিস করি। আমার জীবনে আমি অনেক সখ আল্লাদ হারিয়েছি একমাত্র বিয়ের কারণে, বিয়ের পর মানুষের জীবন একদম শেষ হয়ে যায়, আবার সবার ক্ষেত্রে তা হয় নি যার স্বামী ভালো তাকে যদি এক বেলা যদি কম ও খায় মানসিক একটা শান্তি থাকে আর যার স্বামী ভালো নেই তার বিয়ের পর কারো সামনে দাম নেই এই কপাল টা হইছে আমার। আমার সখ আল্লাদ পুরন করার জন্য কোনো মানুষ নেই। নিজের ইচ্ছে গুলো নিজের পুরন করবো বলে এই স্টিমিট প্লাটফর্মে আমি আমার ননদের সাহায্য ঢুকি।যাই হোক তাও আলহামদুলিল্লাহ।

বাজারে পৌঁছানোর পর আমার কিছু মুহূর্ত।

IMG_20231206_105835.jpgIMG_20231206_103706.jpgIMG_20231206_103451.jpg

এরপর আমি যেতে যেতে বাজারে পৌঁছে গেলাম। প্রথমে আমি ওষদের দুকানে গেলাম গিয়ে একটি কেলসিয়াম মেডিসিন নিলাম আমার জন্য এবং সেখান থেকে আরেক মুনাহারের দুকানে গেলাম সেখান থেকে মুরগির ঔষধ কিনলাম ৫০ টাকা দিয়ে অনেক উপকার সেটাতে নাম হচ্ছে সেফা ওষুধের নাম এদিকে আদারো ফুরিয়ে গিয়েছে আবার টাকাও শেষ আল্লাহ রহমত আছে ওমনি আমার মা কল করেছে পরে কথা বললাম বলল মাও বাজারে আছে তারপর গম,ভুষি ইত্যাদি ইত্যাদি কিনে নিয়ে বাড়ি দিকে রওনা হলাম।

আমার স্কুল নিয়ে অনুভূতি।

IMG_20231206_105801.jpgIMG_20231206_105756.jpg

বাজার থেকে বের হওয়ার পরে সামনে পড়লো স্কুল। বাজারে সাথে আমাদের রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় এবং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এক সাথে। বারান্দায় দেখি বান্ধবীরা দারিয়ে আছেন আমাকে দেখে শুধু সুমাইয়া,রিম এবং মুনা এগিয়ে আসলো অথচ আমাদের গ্ৰুপে বান্ধবী ছিলাম ৮-১০ জন তার ৩-৪ জনের বিয়ে হয়েছে আরো ৫-৬ জন রইলো তাদের মাঝে শুধু ৩ জন আমার সাথে দেখা করতে আসলো আর বাকি সব বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ধান্দায় ছিল, আর ক্লাস মেট বন্ধুরা বলল কেমন আছিস মনিকা এই টুকু শেষ। খুব খারাপ লাগলো স্কুলের জন্য বাট কিছু করার নাই ভাগ্য আমাকে টেনে এনেছে।
কথা বলা শেষে আমি বাড়ির দিকে রওনা দিলাম।

দুপুরে কিছু মুহূর্ত।

IMG_20231206_165807.jpgIMG_20231206_113929.jpgIMG_20231206_111119.jpg

এরপর বাড়িতে এসে মুরগি কে ওষুধ দিয়ে খাবার এর সাথে মিশিয়ে খেতে দিলাম আল্লাহ ভালো জানেন কি হবে। এরপর আমি গোসল করে খাওয়া দাওয়া শেষ করে স্টিমিটে সবার পোস্ট দেখি এবং পরি পড়ার পর যাই হোক একটু একটু জ্ঞান অর্জন হচ্ছে।

বিকেলে কিছু মুহূর্ত ‌।

IMG_20231206_165802.jpgIMG_20231206_160255.jpgIMG_20231206_144546.jpg

তারপর আমি ভাবিদের উঠনে গেলাম তার মেয়েকে দেখতে আসছে ওখানে ওকে সারি পরিয়ে দিলেন আপু আর আমি ওকে হালকা করে সাজিয়ে দিলাম। এবং ওকে দেখলো পছন্দ হয়েছে নাকি তা এখনো জানায়নি।যাই হোক সারা দিন ধরেই বৃষ্টি বৃষ্টি ভাব অনেক শীত লাগছিলো বাহিরে তাই আমি তাড়া হুড়ো করে মুরগি গুলো কে সেফা ওষুধের সাথে ভুষি মিশিয়ে খেতে দিই খাওয়া শেষে ঘরে নিয়ে রাখি। এই হলো আমার সকাল থেকে বিকেল বেলার পর্যন্ত মুহূর্ত। তো বন্ধুরা কেমন লাগলো আমার সারা দিনের মুহূর্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন প্লীজ।আর আমাকে সাপোর্ট করুন। নিয়ে আসবো নতুন কোনো পোস্ট। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ ‌

আমার পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment