Better Life with Steem" ||" THE DIARY GEAM"|| 26 December 2023 ||

আজকের তারিখ:২৬/১২/২৩
রোজ: মঙ্গলবার

The Diary Game

1703591820810.jpg

আসসালামু আলাইকুম।

হ্যালো স্টিমিট প্লাটফর্মে সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি,তো বন্ধুরা গত দুইদিন যাবত আমি কোনো পোস্ট করি নি তার কারণ আমি খুবই বেস্ততার মাঝে দিন কাটিয়েছি যার কারণে পোস্ট করতে পারি নি সেজন্য আমি খুবই আন্তরিক ভাবে দুঃখিত।তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার সারা দিনের মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করবো আমি আশাবাদী যে আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা এবার আমি শুরু করলাম।

আজকের সকাল।

IMG_20231226_093829.jpg

আজকে আমি সকাল ৬:৩৩ এ ঘুম থেকে উঠে গেছি এরপর আমি আগে উঠান ঝাড়ু দিই সবার আগে উঠান ঝাড়ু দেওয়া কারণ সকাল বেলা ওনেক শীত লাগে তাই উঠান ঝাড়ু দিতে দিতে শরীরে তখন গরম অনুভব হয় সেজন্য আমি উঠান আগে ঝাড়ু দিই। তারপর আমি থালা বাসন বার করে সেগুলো ভিম সাবান দিয়ে ধুয়ে ঘরে নিয়ে রাখি, এরপর ঘরে পানি আনি এবং শ্বাশুড়ি রান্না করছে সেখানে সাহায্য করি এরপর আমি গোসল করব বলে কাপড় বের করলাম আমি শীত মৌসুমে সকাল সকাল গোসল করতে পছন্দ করি। এরপর আমি বেগুন ভর্তা এবং আলু ভর্তা দিয়ে ভাত খাই শীতের মৌসুমে ভর্তা ভাত খেতে বেশী ভালো লাগে।

IMG_20231226_103706.jpgIMG_20231226_091553.jpg

এরপর আমি খাওয়া দাওয়া শেষ করে থালা বাটি আবার ধুয়ে ঘরে নিয়ে রাখি এবং রেকেট খেলতে যাই পোলাপান এর সাথে যেন শীত কম লাগে তাই রেকেট খেলতে যাই।
এরপর আমি সবার সাথে গল্প করি।

আমার আজকের দুপুর

IMG_20231226_091550.jpg

দুপুর হয়ে আসলো তখন দেখি কেম্পাস করতে আসছে ঈগল পাখি মার্কার তো রাস্তায় ছিলাম আমাকে মার্কা হাতে দিলেন। আমিও হাতে নিলাম নিয়ে পড়তে শুরু করলাম । আমি আবার আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন কে সাপোর্ট করি ওনাকে আমাদের এলাকার রাস্তা ঘাট উনি ঠিক করে দিয়েছন তারপর যেকোনো অনুষ্ঠানে উনাকে আমরা ডাকলে উনি আমাদের সারা দেন, সেজন্য বেশি ভালো লাগে। তো যাই হোক এরপর আমি দুপুরে খাবার খাই এবং অলসতা ধরলো শরীর এ তাই আমি ২ ঘন্টা ঘুমিয়ে রইলাম। উঠে দেখি ৪ টা বেজে গেছে বিকেলি হয়ে গেছে।

আমার আজকের বিকেল

IMG_20231226_161630.jpgIMG_20231226_160955.jpg

বিকেল বেলা আমি সদাই খেতে দুকানে গেলাম গিয়ে চানাচুর খেতে মন চাইল তাই আমি চানাচুর কিনলাম পেকেটের টা , এরপর রাস্তা দিয়ে খেতে খেতে আসতেছিলাম ওই সময় দেখি পাশের বাড়িতে চিল্লাচিল্লি শব্দ তারপর আমি সেখানে গিয়ে দেখি মৌমাছি একজন মহিলাকে অনেক কামড়েছে এরপর তাকে অটোতে নিয়ে ডাক্তার এর কাছে যাচ্ছে এর পর আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়িতে এসে পড়লাম। তারপর আমি বাড়িতে এসে ঘরে মুরগি নিই। তো বন্ধুরা এই ছিল আমার সারা দিনের মুহূর্ত গুলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে আর অবশ্যই ভোট ও সাপোর্ট করুন। আজকের মতো এখানেই শেষ করছি নিয়ে আসবো নতুন কোনো পোস্ট।সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

আমার পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments