MS Word Tutorial|| How to Recover Unsaved Word Document .

maxresdefault.jpg

হ্যালো বন্ধুরা কেমন আছেন। আশাকরি ভাল আছেন। বন্ধুরা আমরা যখন এমএসওয়ার্ডে নিউ পেজ নিয়ে কাজ করি তখন হয়তো আমরা অনেক সময় লেখাটি Save করে কাজটা করি না। যার ফলে অনেক সময় আমাদের কম্পিউটারটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় কিংবা কারেন্ট চলে যায় তখন কম্পিটার বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের লেখাটি Save থাকে না কিংবা আপনি হয়তো এমএস ওয়ার্ডে কাজ করার সময় ভুলে আপনার লেখাটি Save না করে ক্লোজ করে দিয়েছেন। ফলে আপনি যে কষ্ট করে অনেকগুলো কাজ করেছেন সেগুলোর চলে যায়। আজকে পোষ্টে আপনি যদি ভুলে এমএসওয়ার্ডটি ক্লোজ করে দেন অথবা কারেন্ট চলে যায় বা পিসি বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে আপনি Unsave ডকুমেন্টটি ফিরে পাবেন সেটা শিখাবো। আপনি যদি ছোট এই ট্রিকসটি না জেনে থাকেন তাহলে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তাই নিচের লেখাগুলো এবং স্ক্রিনসটগুলো দেখে শিখে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে আপনি Save না করা ফাইল আপনি তুলবেন।

Screenshot_3.jpg
প্রথমে আমরা ms-word টি ওপেন করে একট নতুন পেজ নিবো এবং আপনার প্রয়োজনীয় লেখাগুলি লিখবেন।

এখন দেখাগেল যে, আপনি লেখা ফাইলটি এখনো Save করা হয় নাই।। আমি এখানে একটা কাজ করলাম অনেক কষ্ট করে কিন্তু এই ফাইলটি আমরা Save দেয় নাই। এখন এই মুহূর্তে যদি আমাদের পিসিটি বন্ধ হয়ে যায় বা কারেন্ট চলে যায় কিংবা আমরা যদি এখানে ভুলে এটা Save না করে ক্লোজ করে দি, তাহলে এখন আমরা কিভাবে ফাইলটি ওপেন করব বা দেখব, এক কষ্ট করে করা কাজগুলো আমাদের নষ্ট হয়ে যাবে।

তাই পুনরায় আপনার আগের কাজটি ফিরে পাবার জন্য আবার আমরা কম্পিউটার ওপেন করব। কিংবা ভুলে যদি ms-word ক্লোজ করে দিই তাহলে আমরা আবার আগের মতো ms-word টি ওপেন করবো।

Screenshot_4.jpg

পুনরায় এমএসওয়ার্ডটি ওপেন করে আপনি উপরে বাম পাশে File এ ক্লিক করবেন, তারপর Info তে ক্লিক করবেন। তারপর Mange Versions এ ক্লিক করবেন । ক্লিক করার পর Recover Unsaved Documents অপশনে ক্লিক করবেন।

Screenshot_5.jpg

ক্লিক করার পরে উপরের চিত্রের মত আপনার যে ফাইগুলো Unsave অবস্থায় আছে সেগুলো দেখাবে। দেখুন আমার এখানে ৫টি ফাইল রয়েছে। আপনার ওখানে অনেক বেশি বা কমও থাকতে পারে কারণ আমি আগের ৫টি ফাইল সেভ না করে ক্লোজ করে দিয়েছি তাই ৫টি ফাইল দেখা যাচ্ছে।

আপনি এখানে ফাইলগুলোর তারিখ দেখতে পারবেন, আপনার ফাইলটি কোন তারিখে ছিল, টাইম কত ছিল সেগুলোও আপনি দেখতে পারবেন। আমি যে লাস্ট কাজটি করেছি সে্ই ফাইলটি আমি Save না করে ক্লোজ করে দিয়েছিলাম কিংবা কারেন্ট যাওয়ার পর অটো বন্ধ হয়ে গিয়েছিল। আমরা এখন যে ফাইলটি দরকার সেই ফাইলের উপর ক্লিক করবেন।

Screenshot_7.jpg

ক্লিক করার পর উপরের চিত্রের মত এমএসওয়ার্ড ফাইলটি ওপেন হবে এবং Save As বাটনে ক্লিক করবেন।

Screenshot_8.jpg
Save As বাটনে ক্লিক করার পর একটা বক্স আসবে । এখান থেকে আপনি আপনার কম্পিউটারের যে ফোল্ডারে সেভ করতে চান সেখানে Save করবেন। এভাবে আপনি Unsave
ফাইল রিকভার করে Save করতে পারবেন।


----ধন্যবাদ-----

result.gif
H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments