Some important guidelines about [Tags, Titles and voting CSI] - [ট্যাগ, শিরোনাম এবং ভোটিং CSI] সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা


Hello Everyone. I am @msharif
From #Bangladesh

Some important guidelines for everyone about [Tags, Titles and voting CSI]

Hello everyone. Today I am here with an important topic. For a long time, I have noticed that many users of this platform have been making such mistakes. The number of making these mistakes is increasing day by day. Today I will try to give you some important guidelines which I hope you will follow.

Copy of Blue and White Calm Education YouTube Thumbnail(108).jpg
Made From

First I want to talk about tags. When we post, we use different tags depending on the type of post. Besides, I use different tags. We should all take care when we put the tags that they are correct and spelled correctly and first of all get the right idea about the tag.

There are many of us who do not support #burnsteem25 but use this tag in our posts which should not be done at all. So far, we have informed many users about these mistakes in different ways, many have corrected them and many have made the same mistakes again and again.

Not only me, @steemcurator01, @steemcurator02 accounts also caught those who made such mistakes. So I will tell everyone you must use burnsteem25 tag only when you share 25% beneficiary @null account.

Also I have seen many others who give 25 percent beneficiary to @null account but they don't use burnsteem25 tag in their post tag option. I will tell them to use it when they support burnsteem25.

image.pngimage.png

Besides, we can see that there are many users who are not associated with different clubs but are using the tags of that club. To them I would like to say that you must use the tag of your club status. There will be many benefits for those who will come to support your post.

image.png


Next I want to talk about the title. There are many people who write a lot of extra things in the title other than the important title. Like own username, support to burnsteem, 100% power up post with many such things we use in our title which spoils the beauty of our title. So I would encourage everyone not to add things like titles.

image.png


Finally, I want to say about voting CSI. Voting CSI means the more you vote on other users' posts and comments, the more your voting CSI will increase. In that case we should all support other users with good posts and comments. and keep their voting CSI above at least five.

We are constantly encouraging everyone to increase their voting CSI. Our community moderator @solaymann and other moderator admins are encouraging each and every one of us to support each other and increase our voting CSI. If we support each other we can all move forward very quickly.

image.png



[ট্যাগ, শিরোনাম এবং ভোটিং CSI] সম্পর্কে প্রত্যেকের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা

হ্যালো সবাইকে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। অনেকদিন ধরেই খেয়াল করছি এ প্লাটফর্মের অনেক ইউজার এ ধরনের ভুলগুলো করে আসছে। যত দিন যাচ্ছে ততই এই ভুল করার সংখ্যা বেড়ে চলেছে। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা সেগুলো ফলো করবেন।

প্রথমে কথা বলতে চাই ট্যাগ নিয়ে। আমরা পোস্ট করার সময় সে পোষ্টের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করি। এছাড়া আরো বিভিন্ন ট্যাগ ব্যবহার করি। আমাদের সকলের উচিত আমরা যখন ট্যাগগুলো বসাই তখন সেগুলো ঠিক আছে কিনা এবং বানান ঠিক লিখছে কিনা সেদিকে খেয়াল রাখা এবং সবার আগে সেই ট্যাগ সম্পর্কে সঠিক ধারণা নেওয়া।

আমরা অনেকেই আছি যারা #burnsteem25 সাপোর্ট না করেও আমাদের পোস্টে এই ট্যাগ ব্যবহার করি যেটা একদমই উচিত নয়। এ পর্যন্ত অনেক ইউজের কে আমরা বিভিন্নভাবে তাদের এই ভুলগুলোর কথা জানিয়েছি অনেকেই শুধরে নিয়েছে আবার অনেকে একই ভুল বারবার করেছে।

শুধু আমি নয় @steemcurator01, @steemcurator02 একাউন্ট থেকেও যারা এই ধরনের ভুলগুলো করেছে তাদেরকে ধরিয়ে দিয়েছে। তাই আমি সবাইকে বলব আপনারা অবশ্যই শুধুমাত্র তখনই burnsteem25 ট্যাগ ব্যবহার করবেন যখন আপনি ২৫% বেনিফিশিয়ারি @null একাউন্টে শেয়ার করবেন।

এছাড়া আরো অনেককে দেখেছি যারা @null একাউন্টে ২৫ পার্সেন্ট বেনেফিশিয়ারী দেওয়ার পরেও তারা তাদের পোস্টের ট্যাগ এর অপশনে burnsteem25 ট্যাগ ব্যবহার করেন না। আমি তাদেরকে বলব এটি ব্যবহার করার জন্য যখন তারা burnsteem25 সাপোর্ট করবে।

image.pngimage.png

এছাড়া আমরা দেখতে পাচ্ছি অনেক ইউজার আছেন যারা বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত না হয়েও সে ক্লাবের ট্যাগ ব্যবহার করছেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা অবশ্যই আপনাদের যে ক্লাব স্ট্যাটাস সেই ট্যাগ ব্যবহার করুন। এতে যারা আপনার পোষ্টের সাপোর্ট দিতে আসবে তাদের জন্য অনেক সুবিধা হবে।

image.png


এরপর আমি বলতে চাই টাইটেল নিয়ে। অনেকে আছে যারা টাইটেল এর মধ্যে গুরুত্বপূর্ণ টাইটেল ছাড়া অতিরিক্ত অনেক কিছু লিখে থাকে। যেমন নিজের ইউজার নেম, বান স্টিমের সাপোর্ট করেছি, ১০০% পাওয়ার অফ পোস্ট সহ এরকম অসংখ্য জিনিস আমরা আমাদের টাইটেলে ব্যবহার করে থাকি যেটা আমাদের টাইটেলের সৌন্দর্য নষ্ট করে। তাই আমি সবাইকে উৎসাহিত করবো টাইটেল এ ধরনের জিনিসগুলো যুক্ত না করার জন্য।

image.png


সবার শেষে আমি বলতে চাই ভোটিং সিএসআই এর ব্যাপারে। ভোটিং সিএসআই হলো আপনি অন্য ইউজারের পোস্টে এবং কমেন্টসে যত বেশি ভোট দিবেন আপনার ভোটিং সিএসআই তত বেশি বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমাদের সবার উচিত অন্যান্য সকল ইউজারের ভাল পোস্টগুলোতে এবং কমেন্টগুলোতে সাপোর্ট করা। এবং নিজেদের ভোটিং সিএসআই কমপক্ষে পাঁচ এর উপরে রাখা।

আমরা প্রতিনিয়ত সবাইকে তাদের ভোটিং সিএসআই বৃদ্ধি করার জন্য উৎসাহিত করছি। আমাদের কমিউনিটি মডারেটর @solaymann আরো অন্যান্য মডারেটর এডমিনরা আমরা সবাই ও সবাইকে উৎসাহিত করছে একজন অন্যজনকে যেন সাপোর্ট করে এবং নিজেদের ভোটিং সিএসআই বৃদ্ধি করে। আমরা যদি একজন অন্যজনকে সাপোর্ট করি তাহলে আমরা সবাই খুব দ্রুত এগিয়ে যেতে পারবো।

image.png



Best Regards,
@msharif
Steem Representative, From Bangladesh.

Thank you for reading my diary game post. Stay safe, stay happy

image.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
9 Comments