জীবনের প্রত্যেকটা ক্ষেত্র থেকে শিক্ষা গ্রহণ করা উচিত

আসসালামু আলাইকুম আরো একটি নতুন লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভাল আছেন সবার সুস্থতা কামনা করছি। এ পৃথিবী বিচিত্রময় একটি জায়গা। আমার পৃথিবীর প্রত্যেকটা ধাপে শিক্ষার কোন শেষ নেই। ঠিক কাজে কোন সময় যেকোনো বয়সে যে কোনো কারো কাছ থেকে আপনি গ্রহণ করতে পারবেন। কোন কিছু শিক্ষার ক্ষেত্রে কোন লজ্জা থাকা উচিত নয়।

20230302_123200.jpg

Cox's BazarLocation Map

পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমপরিমাণ জ্ঞানী হতে পারে না। তাইতো পৃথিবীতে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। এক প্রেসার মানুষের মাধ্যমে যে কাজ করা সম্ভব সেই একই কাজ অন্য ভাষার মানুষ করতে পারে না। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তির জ্ঞান ভিন্ন রকম এবং তাদের কর্মদক্ষতা ও ভিন্ন ভিন্ন। তাই যখনই আপনার নতুন কিছু শিক্ষা কিংবা জ্ঞান অর্জন করার সুযোগ থাকবে তখন সেটা কখনোই হাতছাড়া করা উচিত নয়। একজন ছোট বাচ্চা থেকে শুরু করে আপনার অবস্থানের চেয়ে পুরো অবস্থানে আছে এরকম ব্যক্তির কাছ থেকেও আপনারা শিকার অনেক কিছু আছে।

20230302_123206.jpg

Cox's BazarLocation Map

শিক্ষা দিয়ে শুধু মাত্র পাঠ্যপুস্তক কিংবা প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্জন করা সম্ভব এটা নয়। আমরা যেই শিক্ষাটা প্রতিষ্ঠান থেকে অর্জন করি যদি বাস্তবায়নে করতে পৃথিবীতে ছড়িয়ে পড়ি তখন দেখি ।প্রতিষ্ঠানিক শিক্ষা থেকে আমরা যাওয়ার জন্য করেছি তা বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই কোন মূল্যই নেই। আপনার বাস্তব জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে দক্ষতার গুরুত্ব ও মূল্যায়ন সবচাইতে বেশি। আর সময় আমরা শিক্ষিত ও জ্ঞান অর্জন করি কিন্তু বাস্তব জীবনে এসে সেটার কোনো সঠিক মূল্যায়ন কিংবা বাস্তবায়ন করতে পারে না।

20230302_123211.jpg

Cox's BazarLocation Map

একটি কঠিন জীবন আপনাকে জীবনযাপন করার চেয়ে শিক্ষা দিবে সেই শিক্ষা আপনি কখনোই পাঠ্যপুস্তক থেকে অর্জন করতে পারবেন না। কথা বোঝা যাচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় শিক্ষা গুলো বাস্তব জীবনে অতিবাহিত করতে গিয়েই আমরা অর্জন করতে পারি। আমাদের চারপাশের মানুষজন আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি সামাজিক অবস্থা সবকিছু থেকেই শিক্ষা গ্রহণ করা যায়। যে জায়গাটাকে কিংবা যে ব্যক্তি কে বা যে সমাজকে আপনি একসময় এক রকম মনে করতেন বাস্তবতায় এসে সেটা পুরোটাই উল্টো দিকে বদলে যাবে। নিজেকে সব রকমের পরিবেশ পরিস্থিতির জন্য তৈরি করতে হবে এবং সব পরিস্থিতিতে নিজেকে মজবুত করে দাঁড়াতে হবে। তখনই একজন প্রকৃত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন।

20230302_123204.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।
আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment