সাগরে নামার আগে অবশ্যই নির্দেশনা জেনে রাখুন ।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্থান। প্রতি বছর লক্ষ লক্ষ ও পর্যটক সাগরের টানে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় জমায়। কারণ কক্সবাজার সমুদ্র সৈকতের সাথে পাহাড়ের একটা আলাদা সম্পর্ক রয়েছে যে দৃশ্য বাংলাদেশের অন্যান্য জেলায় দেখা যায় না। কক্সবাজার সমুদ্র সৈকতে এসে মানুষ যেমন আনন্দময় স্মৃতি কুড়িয়ে নেয় ঠিক সেই সাথে কিছু দুঃখের স্মৃতি বহন করে নিয়ে যায় অনেকে। কারণ কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরে ডুবে যাওয়ার মত ঘটনা প্রতি বছরে ঘটে।

20230509_110156.jpg

Cox's BazarLocation Map

কক্সবাজার পর্যটকরা সাধারণত যখন প্রথমবার ভ্রমণের উদ্দেশ্যে আসে তখন সাগরের সৌন্দর্য দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না সরাসরি পানিতে লাফিয়ে পড়ে। কক্সবাজার সমুদ্র সৈকতের নির্ধারিত সময়ে জোয়ার ও নির্ধারিত সময়ে ভাটা থাকে। জোয়ার ও ভাটার উপর সাগরের গতিবেগ নির্ণয় হয়। জোয়ারের সময় পানিতে নামাটা নিরাপদ হলেও ভাটার সময় কিন্তু গভীর পানিতে যাওয়াটা নিরাপদ নয়। আর অবশ্যই কক্সবাজার সমুদ্র সৈকতে পানিতে নেমে গোসল করার আগেই নির্ধারিত যে নির্দেশনা গুলো আছে সেই নির্দেশনাগুলো যদি ভালোভাবে ফলো করা যায় তাহলে বিপদজনক এলাকা গুলো চিনতে আমাদের সহজ হয়। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় কয়েকটি বিপজ্জনক স্থান রয়েছে যেখানে সমতল ভূমি নেই অনেকগুলো গর্তে পরিপূর্ণ।

20230509_110024.jpg

Cox's BazarLocation Map

আর প্রত্যেকটা বিপজ্জনক স্থানে life guard এর পক্ষ থেকে চিহ্নিত কিছু পতাকা নির্ধারণ করা আছে। আর যেসব স্থানে গোসল করা যায় এবং গোসল করার নির্দেশনা দেওয়া আছে সেইসব স্থানে লাইফ গার্ডের পাহারা রয়েছে। হলুদ জার্সি পরা লাইভ গার্ডরা কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট লাবনী পয়েন্ট এবং কলাতলী পয়েন্টে অবস্থান করে। পানিতে গোসল করতে নামার সময় অবশ্যই লাইভ গার্ডের নির্দেশনা মানতে হবে। যখনই লাইফ গার্ড হুইসেল বাজাবে তখন আর গভীর সমুদ্রে যাওয়া উচিত নয়। কিন্তু অনেক সময় পর্যটকরা লাইফ গার্ডের কোন নির্দেশনা ফলো করে না এবং লাইফ গার্ড যখন তাদেরকে হুইসেল দেয় তখন তারা সেই নির্দেশনা না মেনে গভীরের দিকে যেতে থাকে। যার ফলে এক সময় তারা গভীর সমুদ্রের দিকে এগিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সাগরের গভীরে তলিয়ে যায়।

20230509_110115.jpg

Cox's BazarLocation Map

কক্সবাজার সমুদ্র সৈকতে নামার সাথে সাথেই কিন্তু বড় বড় বোর্ডের মধ্যে সমুদ্র সৈকতে নামার নীতিমালা এবং নির্দেশনা দেওয়া আছে। কোন কোন সাইন ও কোন কোন পতাকা গুলো দেখে আপনারা পানিতে নামতে পারবেন এবং জোয়ার ভাটা এবং পানিতে নামার বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য নির্ধারিতভাবে চিহ্নিত করা দেওয়া আছে। সাগরে নামার আগে আমরা যদি এই ভুলগুলো একটু ভালোভাবে পড়ি এবং নির্দেশনা গুলো যদি সুন্দরভাবে ফলো করি তাহলে অবশ্যই বিপদ এড়ানো সম্ভব। আপনাদের আনন্দময় যে ভ্রমণ রয়েছে সেই আনন্দময় ভ্রমণ যেন দুঃখে পরিণত না হয় সেটার জন্য অবশ্যই সাগরে যথাযথ নির্দেশনা মেনে চলা উচিত। দেশকে ভ্রমণ করুন দেশ সম্পর্কে জানুন এবং অবশ্যই পর্যটন স্পটে যখন বেড়াতে যাবেন তখন সেখানকার নির্দেশনা মেনে চলুন। নির্দেশনা মানা আপনার জন্য কল্যাণকর।

20230509_105859.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment