সুন্দর সমাজ গঠন করার ক্ষেত্রে সবাইকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আরো একটি নতুন লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি চেষ্টা করি প্রতিদিন কিছু নৈতিক বিষয়ে আলাপ করার জন্য। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আরেকটি বিষয় নিয়ে ক্ষুদ্রভাবে লিখার চেষ্টা করছি।

IMG_20200904_175331.jpg

Cox's BazarLocation Map

আমাদের সমাজে বিভিন্ন রকমের মানুষের বসবাস রয়েছে। মানুষগুলোর মধ্যে কেউ সৎ কাজের মধ্যে নিজের জীবন অতিবাহিত করে এবং কেউ আবার জীবন অতিবাহিত করার জন্য অসৎ পথ বেছে নেয়। প্রত্যেকটা মানুষ যেভাবেই জীবন অতিক্রম করুক না কেন এর একটি বিরাট প্রভাব আমাদের সমাজের উপরে পড়ে। যেমন একজন ব্যক্তির সৎ কাজের মাধ্যমে একটি সমাজ সুন্দর হয়। ঠিক তেমনি সমাজের যখন অসৎ লোকের বসবাস বেড়ে যায় তখন সমাজ ক্ষতিগ্রস্ত হয়। সমাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে আসলে কি শুধু মাত্র অসৎ লোকেরাই দায়ী???
নাকি এর পেছনে সমাজের সাধারণ সৎ ব্যক্তিরাও সমপরিমাণ অপরাধী??

20230210_134417.jpg

Cox's BazarLocation Map

একটি সমাজ যেহেতু সৎ এবং অসৎ ব্যক্তি দ্বারা পরিচালিত হয়। সুতরাং একটি সমাজ পরিবর্তনের পেছনেও সৎ এবং অসৎ উভয়কেই সংশোধন হতে হবে। একজন সৎ ব্যক্তি যে কিনা প্রতিনিয়ত সৎ কাজ করে যাচ্ছে। এবং অসৎ ব্যক্তি ও তার দায়িত্ব পালন করে যাচ্ছে অসৎ কাজ পরিচালনা করার মাধ্যমে। কিন্তু সৎ ব্যক্তি কিংবা সাধারণ জনগণ যারা রয়েছে তারা অসৎ ব্যক্তির কাজে কোন রকমের বাধা বিভেদ করছে না। যার কারনে সমাজে অসৎ ব্যক্তিটা অসৎ কাজ পরিচালনা করার সাহস পাচ্ছে এবং সে সেটাকে আরও বৃদ্ধি করে যাচ্ছে।

20230210_172220.jpg

Cox's BazarLocation Map

সমাজে অসৎ ব্যক্তিরা যখন দেখে যে তাদের অন্যায় আচরণ কিংবা অন্যায় কাজে বাধা প্রদান করার মতো কেউ নেই তখন তাদের সাহস বেড়ে যায়। আর যখন সাহস বেড়ে যায় তখন তারা অন্যায় অপরাধ করার আগে দ্বিতীয়বার চিন্তা করে না। কিন্তু যদি অন্যায় কাজ করার আগে কিংবা অপরাধ করার আগে যদি সে বাধার সম্মুখীন হত তাহলে কিন্তু সে অন্যায় কাজটা পুনরাবৃত্তি করার সাহস পেত না। কিংবা পুনরায় অন্যায় ও জুলুম করার আগে সে ভাবতো যে তাকে বাধার সম্মুখীন হতে হবে। আমাদের সমাজে আমরা যে যার যার মত করে কাজ করে যাচ্ছি এবং কেউ অন্যায় করলে তাকে বাধা দিচ্ছি না।

IMG_20191202_163006-01.jpeg

Cox's BazarLocation Map

আমাদের মধ্যে একটি ভয় কাজ করে যে অন্যায়কারী হয়তো বা প্রভাবশালী কিংবা ক্ষমতাধর ব্যক্তি আমি যদি কিছু বলতে যাই তাহলে আমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চিন্তা ভাবনা থেকে আমাদের সমাজের বেশিরভাগ সাধারণ অসৎ মানুষ অন্যায়কারের বিরুদ্ধে কথা বলতে পারে না। কিন্তু সবাই যদি সমন্বয় হয় একত্রিত হয়ে যদি অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা দাঁড়াই তাহলে কিন্তু সমাজ থেকে অনলাইনের মূল করা সম্ভব। কিন্তু দিনদিন মানুষের মধ্যে অজ্ঞতাব পথ ভ্রাতৃত্ববোধ এবং একটা সামাজিক বন্ধন যা সমাজকে অগ্রগতির দিকে নিয়ে যায় সেটা দিন দিন কমে যাচ্ছে। দিন দিন খারাপ আগে দেখা যাচ্ছে। সুতরাং আমার না যদি সচেতন হই এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখি ও অন্যায়ের প্রতিবাদ করতে শিখি তাহলে অবশ্যই একটি সমাজ সুন্দরভাবে গঠন করা সম্ভব।
সুতরাং আসুন আমরা আমাদের অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখি এবং সৎ কাজে মানুষকে সহযোগিতা করতে শিখি তবে একটি সুন্দর সমাজে আমরা বসবাস করতে পারব। ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য ।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment