নৈতিক শিক্ষার মাধ্যমে একটি সমাজ সুন্দরভাবে গঠন করা সম্ভব

আসসালামু আলাইকুম
আবারো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

আমাদের প্রত্যেকের জীবনের সাথে আমাদের শৈশব জড়িয়ে আছে। শৈশবে আমরা যে এলাকায় বড় হয়েছি এবং যে পরিবেশে বড় হয়েছে সেটার উপর ভিত্তি করে আমাদের জীবনটা গড়ে ওঠে। তাই যদি শৈশবকালটা সুন্দর একটা পরী আছে না থাকে তাহলে কিন্তু আমাদের জীবন যাত্রার মানটাও কঠিন হয়ে যায়। কঠিন হয়ে যায় বিষয়টা এজন্যই বলছি কারণ পরিবেশ এবং সুন্দর এক যদি শৈশব না কাটে তাহলে একটা বাচ্চা বিশৃংখলিতভাবে বড় হয়। আর কেউ যখন ভাবে সমাজে বড় হয় তখন সে সমাজের জন্য একটা বড় বোঝা। তাই সুন্দর সমাজ গঠন করার ক্ষেত্রে সুন্দর একটা পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ।

20231111_163126.jpg

20231111_164241.jpg

AnowaraLocation Map

যেমন আমাদের কিছুটা অবলা থেকেই একত্রে থাকার একটা বিষয়ে শেখাতে হবে। একে অপরের জিনিস ভাগাভাগি করে নেওয়া এবং একসাথে খেলাধুলা ও সাহায্য সহযোগিতা করা এই জিনিসটা ছোটবেলা থেকে যদি আমরা না শিখে তাহলে ভবিষ্যতে গিয়ে আমরা ব্যতিক্রম ভাবে বড় হব। এদের মধ্যে একটা এককেন্দ্রিক চিন্তাভাবনা চলে আসবে। গ্রামের পরিবেশটা একত্রিত হয়ে বসবাস করা এবং নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ তৈরি করার একটা সুন্দর জায়গা। এখানে আসলে দেখা যায় প্রত্যেকটা শিশুর একে অপরের সাথে খেলাধুলা করছে এবং মিলেমিশে থাকবে। গ্রামীণ পরিবেশের মধ্যে আরও একটা বিষয় সুন্দর দেখতে পাওয়া যায় এখানে যেকোন কেউ একে অপরের সহযোগিতার জন্য পাশে দাঁড়ায়। প্রতিযোগিতা আমলক চিন্তা ভাবনা কিংবা একে অপরকে টপকে যাওয়ার চিন্তা-ভাবনাটা শহরের জীবনে যেমনটা আছে তেমনটা গ্রামীণ পরিবেশেও কমবেশি রয়েছে। কিন্তু শহরের জীবনে একে অপরের পাশে থেকে সহযোগিতা করার চিন্তাভাবনাটা খুবই কম সমাজের দেখা যায়। পরিবেশে দেখা যায় একে অপরকে যেকোন বিপদে কিংবা পারিবারিক অনুষ্ঠানে সবাই সবার পাশে থাকে।

20231111_163234.jpg

AnowaraLocation Map

এভাবেই প্রত্যেকটা সমাজের মধ্যে একে অপরের পাশে থেকে সহযোগিতা করাটা নৈতিকতার অন্তর্ভুক্ত। আরে এই শিক্ষা গুলো সাধারণত শৈশবকাল থেকেই দিয়ে আসতে হয়। মানুষের প্রয়োজনে তার পাশে থাকা অর্থনৈতিকভাবে সহযোগিতা করা অর্থনৈতিকভাবে যদি সহযোগিতা করা সম্ভব না হয় তাহলে মানসিকভাবে কিংবা সুন্দর পরামর্শ দিয়ে সহযোগিতা করার একজন আদর্শ মানুষের দায়িত্ব। এভাবেই সমাজে একে অপরের পাশে থেকে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো ইনশাআল্লাহ।

20231111_165601.jpg

AnowaraLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment