সব সময় উৎসাহ দিয়ে মানুষের পাশে থাকি

আসসালামু আলাইকুম

আশা করি করে সবাই ভালো আছেন।
আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
বর্তমান বেকারত্বের যুগে মানুষ হিমশিম খাচ্ছে কি করবে কি করবে না সেটা ভেবে। চাকরির যেমন অভাব ঠিক তেমনি একটি মানসম্মত ব্যবসা তৈরি করার পুজী মানুষের হাতে নেই বললেই চলে। তাই অনেকেই অল্পস্বল্প পুঁজি ম্যানেজ করে অনলাইনে ক্ষুদ্র উদ্যোগ নিয়ে কাজ করা শুরু করেছে।

FB_IMG_1675522204847.jpg

Cox's BazarLocation Map

অনেক শিক্ষিত ছেলে মেয়ে এখন নিজের অবস্থান তৈরি করার জন্য ছোট বড় উদ্যোগ নিয়ে কাজ করছে। কেউ একা এবং কিছু কিছু একত্রিত হয়ে কাজ করছে। বেকারত্বের এই সময়ে যারা নিজেদের অবস্থান তৈরি করার জন্য ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করছে তাদের পাশে থাকা উচিত। আমাদের সমর্থ্য অনুযায়ী নতুন নতুন উদ্যোক্তা দের কাজ থেকে পন্য কেনা প্রয়োজন।
সেই সাথে সব সময় নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতে হবে।

FB_IMG_16755805101845304.jpg

Cox's BazarLocation Map

তার বয়সে অন্যান্যদের মতো বেকার বসে না থেকে সে যে নিজের অবস্থান থেকে কিছু একটা করার চেষ্টা করছে সেটার জন্য তাকে প্রশংসা করা দরকার। একজন মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাকে উৎসাহ দিলে তার কাজের প্রতি আগ্রহ আরো বেড়ে যায় এবং সে সাহস পায়।

FB_IMG_16755804951669128.jpg

Cox's BazarLocation Map

উৎসাহ অনেক বড় একটা বিষয় যে কোন উদ্যোগের জন্য। যখন উদ্যোগ শুরু করবেন তখন নিজেই নিজেকে উৎসাহ দিতে হবে। কারণ আপনার আশেপাশের বেশিরভাগ মানুষ উদ্যোগ নিয়ে আপনাকে উৎসাহ দিবেনা। আবার কিছু সংখ্যক মানুষ থাকবে যারা নেগেটিভ ভাবে আপনার বিষয়টা দেখবে।
হ্যাঁ কিছু সংখ্যক মানুষকে অবশ্যই পাবেন যারা আপনার পাশে থাকবে এবং আপনাকে সাপোর্ট করবে। তাই মানুষের নেগেটিভ বিষয়ে দিকে নজর না দিয়ে যারা আপনাকে উৎসাহ দিচ্ছে ও আপনার পাশে থাকতে তাদের সাপোর্ট নিয়ে এগিয়ে যান। এদের অবস্থান থেকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজ করুন। কারণ বেকারত্বের চেয়ে নিজস্ব উদ্যোগ নিয়ে কাজ করা অনেক ভালো।
আপনার আশেপাশের উদ্যোক্তাকে সব সময় সাপোর্ট করুন এবং তাকে উৎসাহ দিন।

FB_IMG_1675522161590.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাকে সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য ।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment