প্রত্যেকটা মানুষকে সম্মানের মাধ্যমে জীবন পরিচালনা করি

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে পুনরায় উপস্থিত হয়েছি। এ পৃথিবী তে প্রত্যেকটা মানুষ একটা মিথ্যা রিত অবস্থানে বসবাস করে। এক এক মানুষের অবস্থান এক এক রকম। কেউ সমপরিমাণ অবস্থানে বসবাস করতে পারে না। পৃথিবীতে শান্তিপূর্ণ ভালোবাসা বাস করার ক্ষেত্রে প্রত্যেক মানুষের একে অপরের সহযোগিতা প্রয়োজন। বিপদে আপদে মানুষকে সহযোগিতা করা প্রত্যেক মানুষের একটি নৈতিক দায়িত্ব। কাজে কোন প্রস্তুতি নেই নিজের অবস্থান থেকে মানুষকে সহযোগিতা করা উচিত।

20221218_165023.jpg

Cox's BazarLocation Map

সহযোগিতা পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ ধাপ। সহযোগিতা ছাড়া মানুষ পৃথিবীতে বসবাস করতে পারে না। প্রত্যেক মানুষ কারো না কারো উপর নির্ভরশীল। সব কাজ এক মানুষের পক্ষে একা করা সম্ভব নয়। তাই এই পৃথিবীতে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন পাছায় নিয়োজিত রয়েছে। আর আমরা আমাদের অবস্থান থেকে প্রত্যেক মানুষের সহযোগিতা নিয়ে থাকি। মানুষদের বাসায় নিয়োজিত থাক না কেন আমাদের সবারই একদিন না একদিন তাদের সহযোগিতার প্রয়োজন পড়ে। তাই প্রত্যেক পেশার মানুষদের আমাদের সম্মান করা উচিত।
কিন্তু আমাদের সমাজে আমরা আমাদের অবস্থানে যারা রয়েছে তারা ছাড়া অন্যান্য প্রচার মানুষদেরকে নিম্ন ভাবে দেখি। যেমন একজন সরকারি চাকরিজীবী যেমন সম্মান পায় ঠিক তেমন সম্মান কিন্তু আমরা একজন রিক্সা চালককে প্রদান করি না। কিন্তু তার কর্মস্থল থেকে সে একজন হালাল উপার্জনকারী।

IMG_20200702_112609-01.jpeg

Cox's BazarLocation Map

একজন ব্যক্তি হয়তোবা ভালো কোন কিছু অর্জন করার মত যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু সে তার অবস্থান থেকে যদি হালাল পথে থাকে তবে আমাদের অবশ্যই তাকে সম্মান করা উচিত। আজকে কখনো ছোট করে দেখা উচিত নয়। মনে রাখতে হবে কর্মজীবী মানুষগুলো যদি তাদের ভাষাগুলো বাস্তবায়ন না করত তাহলে আমরা যারা আরামে আগে তারা কিন্তু স্বাভাবিক ভাবে থাকতে পারতাম না। কিছু কিছু কঠিন কাজ এই সমাজে শ্রমজীবী মানুষরা যদি না করতো তাহলে আমাদের জীবনটা কঠিন হয়ে যেত। ভেবে দেখেন একজন রিকশা চালক যদি রিক্সা না চালাতো কিংবা একজন শ্রমিক যদি পাথর ভেঙে আপনার অট্টালিকা তৈরির কাজ না করত তাহলে আপনার জীবনটা কেমন হতো। আজ এপাশার মানুষগুলো শ্রম দিয়েই আমাদের জন্য বাড়ি নির্মাণ করছে বিনিময়ে আমরা তাদের হয়তো অর্থ দিচ্ছি। কিন্তু এই শ্রেণীর মানুষগুলো যদি না থাক তাহলে আজকে আমরা অট্টালিকায় থাকতে পারতাম না। তাই সব শ্রেণীর মানুষকেই সম্মান করা মানুষের দায়িত্ব। তারা যেমন মানুষকে সম্মান দিয়ে কথা বলে ঠিক তেমনি তারাও সম্মানের আশা করে। আমরা যদি আমাদের চেয়ে নিম্ন শ্রেণীর মানবতার সাথে সম্মানের সাথে কথা বলে তাহলে আমাদের সম্মান কমবে না বরং আমাদের সম্মান বৃদ্ধি পাবে। তাদের দৃষ্টিতে আমরা আরও সম্মানিত হয়ে উঠবো।

IMG_20200520_151749-01.jpeg

Cox's BazarLocation Map

সুতরাং আসন এ সমাজে প্রত্যেকটা মানুষকে আমরা সম্মানের চোখে দেখি এবং সব রকমের পেশাকে সম্মান করি। ততো বেশি আমরা বৈষম্য কমাতে পারবো ততই আমাদের এই সমাজ সুন্দর হয়ে যাবে। একে অপরকে সম্মান করার মাধ্যমেই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। শচীনকালে একটি সমাজ বজায় রাখতে আপনার প্রতি সম্মান টাকা খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা আমাদের অবস্থান থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করে এবং প্রত্যেকবার মানুষকে সম্মান করতে শিখি। তবে আমরা আমাদের দেশ ও সমাজ এবং রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো।

CYMERA_20161118_215805.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি মনোযোগ সহকারে পড়ার জন্য ।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now