কক্সবাজারের অন্যতম সৌন্দর্যমন্ডিত স্থান পাতোয়ারটেকগভ্রমন করে আসন

আসসালাম ওয়ালাইকুম
দীর্ঘদিন পর্যন্ত আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারেনি।
অনেকদিন পর ফিরে এলাম নিজের ব্লগে কিছু লেখার উদ্দেশ্যে। আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। দীর্ঘদিন পর্যন্ত আমার মোবাইলটা ডিস্টাব ছিল যারা কারণে নিয়মিত লেখালেখি করতে পারেনি। এর মাঝে অনেকগুলো নতুন জায়গায় ভ্রমণ করা হয়েছে ধীরে ধীরে প্রত্যেকটা সম্পর্কে আপনাদের জানাতে চেষ্টা করব।

20231018_172403.jpg

IMG_20231016_113738.jpg

Cox's BazarLocation Map

আমার প্রিয় শহর কক্সবাজার যার সৌন্দর্য প্রতিবারই আমাদেরকে সবাইকে মুগ্ধ করে। তাই আমি এসে চেষ্টা করি যখনই ফ্রি থাকি তখন কক্সবাজারের বিভিন্ন সৌন্দর্যমন্ডিত স্থানে ভ্রমণ করার। কক্সবাজারের বিখ্যাত কয়েকটি চিহ্নিত স্থান রয়েছে যে স্থানগুলো পর্যটকদের কাছে চেনা। স্থানগুলোতে সবাই যেতে পছন্দ করে। কিন্তু আজকে কক্সবাজারের এপ্রিল নতুন পর্যটন স্থান সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেবো। অনেকে হয়তোবা এই জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ এই দিকে আসা-যাওয়া করে না। বিশেষ করে স্থানীয় যে মানুষগুলো আছে তারা এই জায়গাতে এসে সময় কাটাতে পছন্দ করে। কক্সবাজারের ইনানী পার হওয়ার পর আরো দুই থেকে তিন কিলোমিটার পথ অতিক্রম করলে পাতুয়ারটেক নামে একটি চমৎকার স্থান রয়েছে। যারা একই সাথে ইনানী হিমছড়ি এবং লাবনীর পয়েন্টের মত সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ স্থান হতে পারে। অনেকদিন পরে বাসায় এক বড় ভাই বেড়াতে আসলো যার সাথে পরিকল্পনা করলাম কক্সবাজারের নতুন কোন এলাকায় ভ্রমণ করতে যাওয়া যায়। যেই চিন্তা ভাবনা সেই কাজ বাস্তবায়ন করে আমরা দুইজন চলে গিয়েছিলাম পাতুয়ারটেক।

20231018_172336.jpg

Cox's BazarLocation Map

কক্সবাজার কলাতলী পয়েন্ট থেকে আপনারা চাইলে সিএনজিতে করে কিংবা কিছু মিনি বাস রয়েছে যেগুলোর মাধ্যমে সরাসরি এই স্থানে চলে যেতে পারবেন। সিএনজি করে প্রতিদিন ১৫০ টাকা এবং মিনিবাসে করে যদি আপনারা যান তাহলে ১০০ টাকা খরচ পড়বে। আর যারা সরাসরি রিজার্ভ গাড়ি নিয়ে যেতে চান তারা হয়তো বা মোটামুটি এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে যাওয়া আশা করে নিতে পারবেন। তবে অবশ্যই সেটা যদি একটা বড় টিম হয় বিশেষ করে যদি আপনারা টমটমে করে যান সেই ক্ষেত্রে আটজনের জন্য একটি বড় মাপের টমটম নেওয়া উচিত। আর যদি আপনারা পাঁচজনের টিম হয়ে থাকেন সেই ক্ষেত্রে সিএনজিতে করে চলে যেতে পারবেন এক্ষেত্রেও আপনারা ৮০০ থেকে ১০০০ এর মধ্যে আসা-যাওয়া করতে পারবেন।পাতোয়ারটেক যাওয়া পর্যন্ত আপনার কক্সবাজারের বিখ্যাত যে মেরিন ড্রাইভ রয়েছে সে মেরিন ড্রাইভের উপর দিয়ে এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে যেতে পারবেন। মেরিন ড্রাইভ এর একদিকে সাগর এর সুন্দর ঢেউ যেমন আপনাকে মুগ্ধ করবে ঠিক তেমনি অপর পাশে উঁচু পাহাড় দেখে আপনার মন আনন্দিত হবে। কোথায় ২৫ থেকে ৩০ মিনিটের এই জার্নিতে আপনি যেদিকেই তাকাবেন আপনার দৃষ্টি ফেরাতে পারবেন না। আর সেই সাথে এই মেরিন ড্রাইভ রোড কিন্তু একদম শান্তি এস শীতল কোন রকমের সরল এবং কোলাহল নেই।

যারা কক্সবাজার শহরের নিয়মিত আসেন এবং একই জায়গায় বারবার ভ্রমণ করতে করতে বোরিং লাগছে তারা চাইলে মেরিন ড্রাইভ রোডের বিভিন্ন স্পটগুলোতে ভ্রমণ করে আসতে পারেন। এখানে ইনানের পর থেকে আরও বেশ কয়েকটি সুন্দর সুন্দর স্থান রয়েছে যেগুলো আপনাদের ভালো লাগবে। এর মধ্যে রয়েছে মিনিবান্দরবন পাতুয়ারটেক শাপলাপুর সমুদ্র সৈকত ইত্যাদি।

20231018_172313.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment