কোরআনকে অনুসরণের মাধ্যমে সঠিক ধর্ম বাস্তবায়ন করার চেষ্টা করি

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আরও একটি নতুন লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশাকরি সবাই ভাল আছেন সবার সুস্থতা কামনা করছি। এ পৃথিবী বড়ই বৈচিত্র্যময়। দিন দিন এই পৃথিবী যত অগ্রগতির দিকে যাচ্ছে ততই এই পৃথিবীর মানুষের জন্য পরিবর্তন হচ্ছে। এক একটি সভ্যতা থেকে আমরা এক একটি নতুন সভ্যতা তৈরি করেছি।

IMG_20200219_112951-01.jpeg

Cox's BazarLocation Map

পৃথিবীর উন্নত যেসব দেশ ও সভ্যতা গুলো রয়েছে সেই দেশগুলো দেখে আমরা আমাদের অবস্থান পরিবর্তন করতে চাই। অর্থাৎ প্রত্যেক নিম্নবর্তী দেশ বা উন্নয়নশীল দেশ চাই উন্নত দেশগুলোর মত হতে। উন্নত সভ্যতা কিংবা উন্নত দেশ গুলোর যে অবস্থা স্থানে রয়েছে সে অবস্থা নিয়ে নিজেদেরকে রাখার চিন্তা করাটা ও কিন্তু দোষের কিছু নয়। কিন্তু প্রত্যেকটা পৃথিবী ও প্রত্যেকটা দলের একটা নিজস্ব নীতিমালা ও বিধি-বিধান রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা সম্প্রদায় আলাদা আলাদা ধর্মের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছে। অর্থাৎ প্রত্যেকটা সম্প্রদায়ের আলাদা আলাদা ধর্ম ও নির্দিষ্ট নীতি রয়েছে।

IMG_20200605_172912-01.jpeg

Cox's BazarLocation Map

এ পৃথিবী আলাদা আলাদা ধর্মের মধ্যেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আত্মা প্রত্যেকটা ধর্ম কিন্তু আবার বিভিন্ন ভাগে ভাগ হয়েছে। সনাতন ধর্ম মধ্যে যেমন তিন-চার রকমের ক্ষুদ্র রয়েছে ঠিক তেমনি বর্তমান সময়ে এসে ইসলাম ধর্মের মধ্যে অনেক ভাগে ভাগ হয়েছে। প্রত্যেকটা ভাগ কিংবা মতবাদের উপর আলাদা আলাদা যুক্তি রয়েছে। প্রত্যেকদের যারা প্রধান কিংবা যারা পরিচালক তারা তাদের বিষয়টাকে সঠিক বলে বাস্তবায়ন করছে। এক মতভেদের মানুষের সাথে অন্য মানুষের কোন মিল নেই। হত বর্তমান প্রজন্মে এসে আমরা ধর্মের অনেকগুলো অংশের মধ্যে কোনটা গ্রহণ করব সেটা নিয়েই দ্বিধা দ্বন্দ্বে রয়েছি।

IMG_20200219_113144-01.jpeg

Cox's BazarLocation Map

ধর্মের বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মত পোষণ করে। যার কারণে বর্তমানে এসে ইসলাম ধর্মের সঠিক বিষয়টা জানা এবং সেটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। অতীতের ভু ভবিষ্যৎ বানিয়েছিল যে শেষ যুগে এসে ইসলাম বিভিন্ন ভাবে ভাগ হবে এবং এই সময়ে ঈমান রক্ষা করাটা কষ্টকর হবে। অতএব এই সময়ে অনেকগুলো দলে ভাগ হবে এবং কোন দলটা সঠিক কোন দলটা ভুল সেই বিষয়টা পার্থক্য করাটা মুশকিল হয়ে যাবে। যার কারণে সবাই ইসলাম ধর্মের মধ্যেই থাকবে এবং সবাই নিজেকে সঠিক মনে করবে কিন্তু আসলে তারা পরিচালিত হচ্ছে ভুল পথে। সুতরাং ঘণ্টা ফুল ও কোনটা সঠিক এবং কোন নিয়মে আমরা সঠিক ইসলাম মানতে পারব সেটা আদায় করার জন্য কিন্তু আমাদের কাছে পবিত্র কোরআন রয়েছে।

IMG_20200219_112934-01.jpeg

Cox's BazarLocation Map

পবিত্র কোরআনকে সমন্বয় করে সত্য মিথ্যা পার্থক্য করে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে অবশ্যই আমরা সঠিক বিষয়টা জানতে পারবো। আর আমরা যখন সঠিক বিষয়টা জানতে পারবো তখন সত্য মিথ্যা পার্থক্য হয়ে যাবে এবং আমাদের ভুল ত্রুটি গুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। পবিত্র কোরআনে একমাত্র নিঃসন্দেহ ও নির্ভুল কিতাব যেখানে ইসলামের পরিপূর্ণতা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর প্রত্যেক মুসলিমের কাছেই পবিত্র কোরআন পড়ার সংরক্ষণের ও এটা নিয়ে স্টাডি করার একটা সুযোগ রয়েছে। ধর্ম নিরপেক্ষভাবে মানতে চাইলে আমাদের অবশ্যই কোরআনিক নিয়ম অনুসরণ করতে হবে এবং এই নিয়ম-নীতি অনুসরণ করে যদি আমি আমরা বাস্তবায়ন করতে পারে তাহলে আমরা পথ প্রদর্শন করতে পারব।
ইনশাল্লাহ আমরা সবাই সঠিক নিতে সোনা মেনে যদি ইসলাম বাস্তবায়ন করতে পারি তাহলে অবশ্যই আমরা সরল পথে পরিচালিত হতে পারব। ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখারে পড়ার জন্য ।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment