সুন্দর ব্যবহারের মাধ্যমে একজন প্রকৃত মুসলিমের পরিচয় পাওয়া যায়

আসসালামু আলাইকুম আরো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভাল আছেন সবার সুস্থতা কামনা করছি। পৃথিবীর এই জীবনে আমরা এক এক জন মানুষ এক এক রকম ভাবে জীবন অতিবাহিত করি। প্রত্যেকটা মানুষ বিভিন্ন চিন্তাভাবনা রাখে। মানুষের চিন্তা ভাবনা আচার ব্যবহার এক এক রকম।

20230127_173101.jpg

Cox's BazarLocation Map

পৃথিবীর প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা বিভিন্ন রকম হবে এটাই স্বাভাবিক। একজন মানুষের চিন্তা ভাবনা কখনো আরেকজন মানুষের সাথে অবিকল মিলবে না। তবে আচার ব্যবহারের ক্ষেত্রে এটা ভিন্ন হওয়া দরকার। আপনার চিন্তাভাবনা যেমনই হোক না কেন সমাজের প্রত্যেকটা মানুষের সঠিক আচরণের অধিকারী হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয় হল আমরা মানুষের সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে আমাদের আচরণ বদলায়। একেক শ্রেণীর মানুষকে আমরা এক এক রকম সম্মান প্রদর্শন করি। কেমন সমাজের একজন নিম্ন শ্রেণীর মানুষের সাথে আমরা যেমন আচরণ করি ঠিক তেমন আচরণ কিন্তু আমরা উচ্চ শ্রেণীর মানুষের সাথে করি না।

20230201_165705.jpg

Cox's BazarLocation Map

কিন্তু সমাজ নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাইকে সমন্বয় করে গঠিত হয়। একেকজনের আয়ের উৎস ও সামাজিক মান ভিন্ন হতে পারে কিন্তু সবার সাথে সমান পরিমাণ আচরণ করা প্রত্যেক ব্যক্তির নৈতিক দায়িত্ব। আপনার সুন্দর ব্যবহার ও আচরণ কখনোই আনার মান সম্মান কমাবে না মনে রাখতে হবে এতে আপনার সম্মান বাড়বে। আপনি যখন নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার সাথে সুন্দর আচার ব্যবহার ও সুন্দরভাবে কথা বলবেন তখন মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে। আর যদি আমরা এটা না করতে পারি তাহলে আমরা সমাজের সম্মানিত হতে পারবো না।

20230201_165700.jpg

Cox's BazarLocation Map

সমাজে সে ব্যক্তি তাই অধিক গ্রহণযোগ্য যে প্রত্যেক মানুষের সাথে সৎ ব্যবহার ও সুন্দর আচরণ ও সঠিক কথাবার্তা বলে। যে নাই কথা বলে এবং ন্যায় বিচার করে ও ন্যায়ের পক্ষে থাকে। এটা ঠিক যে বর্তমান পরিবেশ ও বর্তমান সমাজে এসে ন্যায় অন্যায় পার্থক্য করাটা অনেক মুশকিল হয়ে পড়েছে। অথবা ন্যায়ের পক্ষে কথা বলাটা বর্তমান সময়ে কোন বড় বিপদের চেয়ে কম নয়। কিন্তু তবুও মনে রাখবেন মহান আল্লাহ আপনাকে সৎ বোনের পথে চলার জন্য নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ সব কর্মীদের পছন্দ করেন।

এই সমাজের মানুষকে কিভাবে চলল এবং কে আপনার সম্পর্কে কি মন্তব্য করছে সেটা চিন্তা ভাবনা না করে।
সব সময় মহান আল্লাহ আপনার সম্পর্কে কি ভাবছে সেটা নিয়ে চিন্তা করা উচিত ।কারণ পৃথিবীর এখনো অস্থায়ী জীবন পার করার পর আখিরাতে আপনার যে জীবনটা রয়েছে সেটাই চিরস্থায়ী জীবন। সেখানে আপনার সদ্ব্যবহার ভালো আচরণ ও সুন্দর কথা ও অসৎ উপদেশই কাজে আসবে। আপনি কতটা বিলাসিতা বা সুন্দর জীবন যাপন করেছেন সেটা সেখানে কোন কাজে আসবেনা। সুতরাং একজন মুমিন ও প্রকৃত মুসলিম হতে হলে আমাদের অবশ্যই সমাজের প্রত্যেক স্তরের মানুষের সাথে সুন্দর ব্যবহার ও সঠিক উপদেশ দেয়ার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে।।

IMG_20200710_161629-01.jpeg

Cox's BazarLocation Map

আশা করি আপনাদের বিষয়টা আমি স্পষ্টভাবে বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ আমরা সবার সাথে সুন্দর ব্যবহার ও সঠিক আচরণের মাধ্যমে জীবন অতিবাহিত করব। ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য ।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments