নৈতিক শিক্ষার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব

আসসালামু আলাইকুম সবার সুস্থতা কামনা করছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আজকে আরো একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে লিখতে চেষ্টা করছি। আমাদের দৈনন্দিন জীবন পর্যালোচনা করলে অনেকগুলো বিষয় আমাদের চোখের সামনে পড়ে। একই সমাজে বসবাস করতে করতে কিছু বিষয়ে আমরা প্রতিদিন দেখতে দেখতে এই বিষয়ের উপর থেকে আমাদের আবেগ উঠে গেছে। অনেক সময় আমাদের সহযোগিতা করার মন-মানসিকতা থাকলেও আমরা সহযোগিতা করতে পারি না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবন একই রকম হয় না।

20210821_111134.jpg

Cox's BazarLocation Map

এক এক মানুষ এক এক রকম পরিবেশে জন্মগ্রহণ করে। এ পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ রয়েছে। উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। সৃষ্টির শুরু থেকে যখন মানব সমাজ তৈরি হয় তখন থেকেই এই বৈষম্য আমাদের সমাজের মধ্যে বিরাজমান। প্রত্যেক মানুষের জীবন যাত্রার মান এক রকম নয়। কোন ব্যক্তির যদি ধনী পরিবারের জন্মগ্রহণ করে থাকে তাহলে সেটা তার অপরাধ নয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে আমরা যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত আমরা ধনী মানুষদের একটু বাঁকা চোখে দেখি।
অর্থাৎ আমাদের চেয়ে যারা অর্থনৈতিক কিংবা মান মর্যাদার দিক থেকে এগিয়ে আমরা সব সময় তাদের কে একটু এড়িয়ে চলে কিংবা হিংসা করি। একজন মানুষের ব্যক্তিত্বের উপর তার যোগ্যতা নির্ভর করা উচিত।

IMG_20200217_214544-01.jpeg

Cox's BazarLocation Map

আমাদের সমাজের মধ্যে ধনী মানুষরাই আবার মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষকে ঘৃণা করে বেশি। ধনী মানুষদের মধ্যবিত্ত ও নিম্নপ্রাপ্ত পরিবারের মানুষজনের প্রতি এই বৈষম্যের কারণে এই দুই শ্রেণীর মানুষ ধনী মানুষগুলোকে পছন্দ করে না। আসলে আমাদের সমাজের দিন দিন সুশিক্ষার অভাবে বিশৃঙ্খলার দিকে ধাবিত হচ্ছে। আমরা পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষা অর্জন করলেও আমাদের মধ্যে নৈতিক শিক্ষার চরম অভাব রয়েছে। সমাজের মধ্যে যদি আমরা সঠিক নৈতিক শিক্ষা অর্জন করতে পারতাম তাহলে মানুষের মধ্যে আমরা বৈষম্য তৈরি করতাম না। পৃথিবীতে উচ্চ বৃত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণি থাকবেই এবং এটা কেয়ামত পর্যন্ত বজায় থাকবে। এই তিন শ্রেণীর মানুষের সমন্বয় করে এই পৃথিবী পরিচালিত হবে এটাই নিয়ম। কিন্তু সমাজের মধ্যে একটা নৈতিকতার ভাব থাকতে হবে যেটা বর্তমান সমাজের মধ্যে নেই।

IMG_20200421_191302.jpg

Cox's BazarLocation Map

নৈতিকতার অভাবেই আজ সমাজে মানুষের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে এবং একে অপরের প্রতিহিংসা বিদ্বেষ তৈরি হচ্ছে। তোমরা যদি আমাদের সমাজে নৈতিকতার শিক্ষা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে প্রত্যেক শ্রেণীর মানুষ একে অপরের সাথে সমন্বয় করে বসবাস করতে পারবে। একটি সুন্দর সমাজের ক্ষেত্রে নৈতিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। কোন সমাজে নৈতিকতা শিক্ষা না থাকলে সেই সমাজ সফল ও সুন্দরভাবে পরিচালিত হয় না। তাই আমাদের একে অপরের সাথে সমন্বয় করে এই সমাজে চলতে হবে। এবং আমাদের পরিবার পরিজনকে নৈতিক শিক্ষার ব্যাপারে সচেতন করতে হবে। তবে আমরা একটি সুন্দর সমাজে বসবাস করতে পারবো।

IMG_20200211_184751-01.jpeg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাকে সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment