বই পাঠের মাধ্যমে জ্ঞান অর্জন করি।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। অনেকদিন পর একটি নতুন লিখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি।
আসলে ধারাবাহিকভাবে লেখার ইচ্ছা থাকলেও দীর্ঘদিন যাবত মোবাইলটা সমস্যা করার কারণে লিখতে পারছিনা। কিন্তু দীর্ঘদিন কোন বিষয় নিয়ে না লেখাটাও খারাপ লাগছে।
তাই অনেক চিন্তাভাবনা করার পর আজকে আবার নতুন করে লিখতে বসছি।

20221218_165522.jpg

Cox's BazarLocation Map

মানুষ তার জীবন যাপনের জন্য বিভিন্ন রকমের পেশায় নিয়োজিত থাকে। প্রত্যেকটা পেশার জন্য মানুষকে বিভিন্ন রকমের অভিজ্ঞতা অর্জন করতে হয়। একেক পেসারের জন্য এক এক অভিজ্ঞতা ও এক এক রকমের শিক্ষা ও জ্ঞানের প্রয়োজন। একই রকম জ্ঞান নিয়ে বিভিন্ন রকমের কাজ করা সম্ভব নয়। তাই তাই বিভিন্ন রকমের মানুষ পৃথিবীতে ভিন্ন ভিন্ন কাজ করে থাকে।
যার যে বিষয়ে দক্ষতা রয়েছে সে চেষ্টা করে সেই বিষয়টাকে কাজে লাগিয়ে কিছু একটা করার জন্য। অর্থাৎ বুঝাই যাচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা ধাপে কাজের জন্য আপনার জ্ঞান কিংবা শিক্ষা প্রয়োজন। যদি আপনার সঠিক জ্ঞান ও শিক্ষা না থাকে তাহলে আপনি যথাযত ভাবে কোন কাজ গুছানোভাবে করতে পারবেন না। আর যদি আপনি গোছানোভাবে কোন কাজ করতেন না পারেন তবে সে বিষয়ে আপনার দক্ষতা অর্জন করা অসম্ভব নয়। সুতরাং দক্ষতা অর্জন এবং কোন একটি কাজ গোছানোভাবে করতে চাইলে সে কাজ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা প্রয়োজন।
আর জ্ঞান অর্জন করার জন্য বেশি বেশি করে পড়ালেখা প্রয়োজন।

20221218_172315.jpg

Cox's BazarLocation Map

জ্ঞান অর্জনের লক্ষ্যে আমাদের দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে উচ্চতর ডিগ্রী অর্জন করার ব্যবস্থা রয়েছে। প্রথম শ্রেণী থেকে মাস্টার্স শেষ করা পর্যন্ত একজন ব্যক্তি বিভিন্ন বিষয়ে পাঠ্যপুস্তক থেকে জানতে পারে। কিন্তু শুধু মাত্র পাঠ্যপুস্তক এর জ্ঞানের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে পৃথিবীর অনেক অজানা বিষয়ে আমাদের জানা হবে না। পাঠ্যপুস্তকে শুধু সেইসব বিষয়গুলোই উল্লেখ করা থাকে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন। যে বিষয় নিয়ে আমরা পড়ালেখা করছি সেই বিষয়ের বাহিরে পাঠ্যপুস্তকে আলাদা কোন বিষয় উল্লেখ করা থাকে না। তাই আলাদা কোন কিছু শিখতে চাইলে কিংবা জানতে চাইলে আমাদেরকে অবশ্যই বাহিরের কোন বই পড়া প্রয়োজন।
বই পড়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের বিষয় যদি আমরা নির্ধারণ করে থাকি তাহলে সে ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করা সম্ভব। পৃথিবীর বিভিন্ন স্থান সম্পর্কে জানতে চাইলে আমাদের উচিত বিভিন্ন ভ্রমণ কাহিনী নিয়ে যে বইগুলো লেখা রয়েছে সেই বইগুলো পড়া। বিশেষ করে যারা ভ্রমন প্রিয় মানুষ এবং বিভিন্ন স্থানে ভ্রমন করতে পছন্দ করেন তাদের জন্য এই বইগুলো বেশি প্রয়োজন। এই বইগুলোর মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন স্থান সম্পর্কে জানতে পারব এবং সেই স্থান এর মানুষ ও সংস্কৃতি সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। এছাড়াও জ্ঞান অর্জনের জন্য আমাদের উচিত বিভিন্ন গবেষণামূলক বই পড়া যাবতীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আমাদের জ্ঞানমূলক যে বইগুলো পড়া উচিত সেই বইগুলো কিন্তু আমরা বিভিন্ন লাইব্রেরীতে পেয়ে যাব। যেই বইগুলোতে সাধারণ জ্ঞান রয়েছে এবং প্রত্যেকহটা দেশের ও জনগণ সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে বিশেষ করে যানা অজানা বিশ্ব বিচিত্রা বিভিন্ন রকমের বই রয়েছে যেই বইগুলোর মাধ্যমে আমরা পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশের সম্পর্কে তাদের জনগণ সম্পর্কে তাদের রাস্তা আয়তন প্রভৃতি বিষয় জানা সম্ভব।

IMG_20200709_163644-01.jpeg

Cox's BazarLocation Map

এছাড়া সর্বশেষ আপনাদের মানসিক শান্তির জন্য আমরা অনেক সময় বিভিন্ন রকমের গল্পের বই পড়ি। এই গল্পের বইগুলো পড়ার মাধ্যমেও কিন্তু আমরা অনেক ধরনের তথ্য এবং সমসাময়িক কিছু জ্ঞান অর্জন করতে পারব। কারণ গল্পের বইগুলো কাল্পনিক কাহিনী হলেও এখানে বাস্তবতার সাথে মিল রেখে কিছু ঘটনা উল্লেখ করা হয়। এই বইগুলো পাঠের মাধ্যমে যেমন আমরা মানসিক শান্তি অর্জন করতে পারব ঠিক তেমনি আমরা জ্ঞান অর্জন করতে পারব । আমাদের দেশে রয়েছে বিখ্যাত বিখ্যাত লেখক যারা দারুন দারুন সব উপন্যাস ও ছোট গল্প লিখেছে ।
যাদের উপন্যাস ও ছোটগল্প গুলোর মধ্যে এক আলাদা পশান্তি কাজ করে ।এত লেখকগুলোর মধ্যে রয়েছে জহির রায়হান হুমায়ুন আজাদ হুমায়ূন আহমেদ জাফর ইকবাল এবং তরুণ প্রজন্মের মধ্যে আয়মান সাদিকের বইগুলো কিন্তু দারুন।
এ বইগুলো পাঠের মাধ্যমে আপনারা অনেক তথ্য অর্জন করতে পারবেন এবং সেই সাথে মানসিক প্রশান্তি লাভ করা সম্ভব ।
বর্তমান সময়ের যে বইগুলো পড়েছি তার মধ্যে আইমান সাদিকের প্যারাডক্সিক্যাল সাজিদ বই দুটিআমার খুবই ভালো লেগেছে।
এছাড়া হুমায়ূন আহমেদ লেখা প্রত্যেকটা ছোট গল্প ও উপন্যাস আবার দারুন লাগে ।
তাই আপনারা বেশি বেশি করে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বই পড়ুন কারন বই আপনার সবচাইতে কাছের বন্ধু হতে পারে যে আপনাকে ছেড়ে কখনোই দূরে যাবে না।

IMG_20200709_163902-01.jpeg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাকে সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য ।
আরও একটি নতুন লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment