লকডাউন উদ্যোক্তা জীবনের সুচনার স্মৃতিময় মুহূর্ত

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন। আরো একটি নতুন বিষয় নিয়ে লেখার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
আমাদের জীবনে প্রত্যেকটা দিন এক একটা স্মৃতিময় অধ্যায়। আমি চেষ্টা করি জীবনের বিভিন্ন স্মৃতিময় ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য।

FB_IMG_16810502952961532.jpg

Cox's BazarLocation Map

লকডাউনে প্রথম উদ্যোক্তা জীবন শুরু করেছিলাম।যখন কোন কাজ ছিল না ইনকাম সোর্স বন্ধ হয়ে গিয়েছিল তখন বিকল্প ইনকামের জন্য চেষ্টা করেছিলাম একটা অনলাইন পেজ খুলে কিছু একটা করার। প্রাথমিক দিকে যেহেতু আমি অনলাইনে খুব একটা কখনো কাজ করিনি তাই বুঝতে একটু কষ্ট হয়েছিল। পরবর্তীতে কিছুদিন সময় অতিক্রম করার পর বিভিন্ন পেজ দেখে আসতে আসতে আমার পেজটাকে ডেভেলপ করা শুরু করেছিলাম। যদিও বা ফেসবুকে সবাই যেভাবে মার্কেটিং করে আমি সেভাবে মার্কেটিং না করে অনলাইনে নিজের পরিচিতি তৈরি করতে চেষ্টা করেছি।

FB_IMG_16818037394427523.jpg

Cox's BazarLocation Map

প্রথম দুই এক মাস আমি আমাদের এলাকার শুটকি ও বিভিন্ন বার্মিজ পণ্য নিয়ে কাজ করেছিলাম। পরবর্তীতে আমি যখন মোটামুটি একটা অবস্থানে তৈরি করতে পেরেছিলাম তখন আস্তে আস্তে আমি আমার ফ্রেন্ডের সাথে অনলাইনে কিছু একটা করার ব্যাপারে বললাম। আমার ফ্রেন্ডরা আমার সাথে একমত পোষণ করলো এবং আমরা চিন্তা করলাম আমরা সবাই মিলে সম্মিলিতভাবে একটা করি।আমরা এমন কিছু করতে চাইলাম যেটা অনলাইনে একটু ব্যতিক্রম হবে।

FB_IMG_16818037535095437.jpg

Cox's BazarLocation Map

যেমন অনলাইনে রেডিমেড পোশাকের শার্ট পাঞ্জাবি ইত্যাদি উদ্যোক্তা অনেক ছিল তাই আমরা চেষ্টা করেছিলাম হাতের কাজের কিছু নিয়ে আসার জন্য। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশী কাঁথা এবং থ্রি পিস যেগুলো বর্তমানে অনলাইনে খুব একটা জনপ্রিয় ছিল না আমরা সেটা নিয়ে কাজ করতে চেয়েছিলাম। এবং আমরা নিজস্ব ডিজাইন এবং কাস্টোমারদের চিহ্নিত করার ডিজাইন এর মাধ্যমে অর্ডার নিতে শুরু করেছিলাম। যেহেতু আমরা পাঁচজন বন্ধুরা মিলে এই উদ্যোগটা শুরু করেছিলাম তাই আমরা খুব ভালো মার্কেটিং করতে পেরেছিলাম এবং মোটামুটি ভালো একটা সাড়া পেয়েছিলাম।
অনেক চিন্তা ভাবনা করার পর বাংলা এবং ইংরেজি সমন্বয় করে আমাদের পেজের নাম রেখেছিলাম ক্রিয়েটিভ পঞ্চ। যেহেতু আমরা পাঁচজন বন্ধু মিলে কাজ শুরু করেছিলাম তাই আমাদের এই পেজের নাম ছিল এমন। এই পেজটা নিয়ে আমরা লকডাউনে মোটামুটি ভালো কিছু সেল করতে পেরেছিলাম এরপর একেক জন আসলে এক এক দিকে প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর আমাদের অনলাইন এর এই উদ্যোগটা আর আগানো সম্ভব হয়নি। তবে আমাদের এই পেজটা নিয়ে এবং আমাদের পাঁচজন বন্ধুদের সম্মিলিত এ কাজটাকে ভবিষ্যতে কোন একটা দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। ইনশাল্লাহ একদিন আমাদের এই বিশ্বস্ততা বজায় রেখে আমরা ভালো কিছু করব।

FB_IMG_16818037427588925.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments