Betterlife - The Diary Game |  17 days in little business

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন । আরও একটি নতুন লেখা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। দেখতে দেখতে আজকে প্রায় 17 টি রোজা চলে যাচ্ছে। রমজান মাসের প্রথম দিন থেকেই নতুন ভাবে দোকানে বসা শুরু করেছে।

20230409_161630.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

১৭ দিনের মধ্যে অনেকগুলো অভিজ্ঞতা ও অনেক কিছুই শিখতে চাই।প্রতিদিনই নতুন নতুন বিভিন্ন বিষয় জানতে পারছি ও শিখতে পারছি।
আমি নতুনভাবে ব্যবসা প্রতিষ্ঠানচিন্তা নিয়ে ব্যবসা শিখার জন্য বসেছি আমার খালাৱ দোকানে।
প্রতিদিনের মতো একদম মোটামুটি সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রস্তুতি নিয়ে চলে এসেছি চট্টগ্রাম পতেঙ্গার নূর শপিং সেন্টারে।রমজান মাসে খুব একটা সকাল সকাল দোকান খোলা হয় না কিন্তু মোটামুটি 9 টা থেকে সাড়ে নয়টার মধ্যে আমরা দোকান খুলে ফেলি।

20230409_110411.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

আলিৱ দোকান মোড় থেকে অটো নিয়ে কাঠগর. মুলস্টেশনে আসতে সময় লাগে প্রায় ১০ থেকে ১৫ মিনিট।প্রতিদিন আমি আর আঙ্কেল একসাথে বাইকে করে আসলেও আজকে একটু অনিয়ম হয়েছে।আঙ্কেল অন্যদিকে কাজে যাওয়ার কারণে আমাকে আলাদাভাবে অটোর একসাথে করে চলে আসতে হয়েছে।কাঠগর মোড় অনেক জ্যাম ও জনবহুল একটা এলাকা।এখান থেকে মানুষ শহরের বিভিন্ন দিকে কাজের উদ্দেশ্যে চলে যায়।তাই সকাল সকাল এখানে প্রচুর জ্যাম থাকে।বিশেষ করে ৯ টা থেকে ১১ঃ০০ টার সময় টাতে।

20230409_102011.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

কাঠগর মোড়ে নেমে পায়ে হেঁটে এই নূরশপিং সেন্টারে যাওয়া যায়।নূর শপিং সেন্টারের দ্বিতীয় তলায় সারিকা বুটিক্স আমাদের দোকান।মোটামুটি অভিজ্ঞতা অর্জনের জন্য আজকে ১৭ তম দিন পার করছি এই দোকানে।ব্যবসা শিখার জন্যছোট কিংবা বড় যে কোন দোকানে অন্তত দুই থেকে তিন মাস যদি কাজ করতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো।কারণ একজন ক্রেতার সাথে সুন্দর ব্যবহার করার মাধ্যমে পণ্য বিক্রি করতে পারাটাই হচ্ছে ব্যবসার মূল কৌশল।আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে ক্রেতাকে সন্তুষ্ট করতে পারলেই আপনি পণ্য বিক্রি করতে পারবেন।

20230409_161633.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

আর কৌশল কখন বই পড়ে অর্জন করা যায় না এটা সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে হয়।
তাই প্রতিষ্ঠান ছোট কিংবা বড় হোক যে কোনপ্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারলেই হলো।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।
আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment