Betterlife - The Diary Game |  back to my home 19 April 2023

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আরো একটি নতুন লেখা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। চাকরি সূত্রে কিংবা ব্যবসা সূত্রে যারা নিজের কাছের মানুষের থেকে দূরে থাকেন তারা অপেক্ষা করে কখন একটা লম্বা ছুটি পাবে এবং কাছের মানুষের কাছে ফিরে যাবে। ঈদ হচ্ছে এমন একটা সময় যখন একটা লম্বা ছুটি পাওয়া যায়। এ সময় বিভিন্ন জেলা থেকে মানুষ নিজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কাছের মানুষের সাথে ঈদ করার জন্য।

20230419_114541.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

আমি কখনো দীর্ঘ সময় পর্যন্ত আমার কাছের মানুষ অর্থাৎ আমার পরিবার থেকে দূরে কখনোই থাকেনি। এই প্রথম ব্যবসায়িক সূত্রে গ্রামের বাড়ি থেকে অন্য জায়গায় প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ছিলাম। এর মধ্যেই আমার আপনজন কাছের মানুষ জন্য যতটা খারাপ লেগেছে এখনই বুঝতে পারছি যে আসলে প্রিয়জনদেরকে হেরে টাকাটা কতটা কষ্টকর।যারা বছরের পর বছর বিদেশে তাদের জীবন পার করছে তাদের অবস্থাটা কেমন হতে পারে সেটা নিয়েই আমি চিন্তা করছি এখন। আমি গতকাল রওনা দিয়েছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। সকাল থেকেই মোটামুটি ব্যাগ সবকিছু নিয়ে এগারোটা বাজে আমি বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে। একমাস আমি আমার খালার সাথে ব্যবসায়িকভাবে সহযোগিতা করার জন্য গিয়েছিলাম চট্টগ্রাম শহরের।

20230419_114727.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

বাসা থেকে বের হয়ে আলীর দোকান স্টেশন থেকে অটোতে চড়ে চলে এসেছি কাঠগড়ের মোড়ে।কাঠগর মোড় থেকে কিছুদূর হাঁটার পর আবার নতুন করে অটোতে উঠতে হলো। সেই আটোতে করে চলে আসলাম চট্টগ্রাম এয়ারপোর্ট। চট্টগ্রাম এয়ারপোর্ট এর পরে আছে ১৫ নাম্বার ঘাট যে ঘাট থেকে আমাকে নদী পার হয়ে আমার গ্রামের ওইপাশ যেতে হবে।১৫ নাম্বার ঘাট থেকে ছোট ছোট স্টিমার রয়েছে যেগুলোতে করে নদী পার হতে হয়। ২০ টাকা খরচ করে নদীর পার হওয়ার পর পুনরায় অটোতে উঠলাম। এই অটোতে করে আমাকে যেতে হবে আমাদের গ্রামের বাজার পারকি বাজার পর্যন্ত।

20230419_113530.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

যেহেতু লোকাল অটো ছিল তাই প্রথমে অটোতে উঠে কিছুক্ষণ বসে ছিলাম প্রায় দশ মিনিট পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত আমার সাথে একই গন্তব্যের দিকে যাবে এমন মানুষ খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তীতে অটোওয়ালাকে বললাম আপনি সরাসরি চলে যান অন্য জনের ভাড়াটাও আমি দিয়ে দিব। তারপর অটোওয়ালা আমাকে সাথে করে নিয়েই আমাদের গ্রামের বাজার পর্যন্ত চলে আসলো। তারপর বাজার থেকে নতুন কোন অটোতে না উঠে ওনাকে পুনরায় বললাম যে আপনি আমাকে একেবারে আমার বাসার সামনে পর্যন্ত নামিয়ে দিয়ে আসেন। রাজি হলেন এবং আমার বাসার সামনে এসে তিনি আমাকে নামিয়ে দিলেন এবং ৬০ টাকা ভাড়া তাকে দিলাম।
আমার বাসার গেটের পাশেই আমার আম্মু বসে ছিল দেখেই অন্তরটা একদম জুড়িয়ে গেল। আমাকে দেখার সাথে সাথে আমার আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আসলে আপনজনকে ছেড়ে দূরে থাকাটা কতটা কষ্টকর সেটা এভাবে না থাকলে কখনোই বুঝতাম না। বাড়িতে পৌঁছানোর পর থেকেই একটা আলাদা আনন্দ কাজ করছে অন্তরে। ঈদের ছুটিতে আপনারাও সবাই নিরাপদে সবার বাড়ির উদ্দেশ্যে পৌঁছাবেন এবং সবার সাথে সুন্দরভাবে ঈদ পালন করবেন সে আশা করছি।

Screenshot_20230420-175829_Video Player.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।
আরো একটি নতুন লেখা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment