Betterlife - The Diary Game |  Had a good day with grandmother 23 April 2023

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আরও একটি নতুন লেখা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আজকে চলে গেল ঈদের দ্বিতীয় দিন। ঈদের দিন নামাজ শেষ করে আমরা আমাদের কাছাকাছি যত আত্মীয়স্বজন রয়েছিল প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে দেখা করে এসেছে।

20230423_214853.jpg

AnowaraLocation Map

ঈদের দিন আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীর খবর নেওয়া অবশ্যই একজন মুমিন মুসলিমের দায়িত্ব।ঈদের দিন বাড়ির আশেপাশের সকল আত্মীয় স্বজন সাথে দেখা সাক্ষাৎ করার পর। আজকে আমরা পরিচিত আলপনা করলাম আমাদের বাড়ি থেকে একটু দূরে আমার এক দাদু থাকে ওনার সঙ্গে দেখা করার। গতকালকেই আমরা পরিকল্পনা করে রেখেছিলাম পরিবারের সবাই মিলে দাদুকে দেখতে যাব তাই আমরা একটি গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম।
আজকে সকালে ১১ টায় গাড়ি আমাদের সবাইকে নিতে আসলো এবং আমরা আমাদের পরিবারের প্রায় 12 জন সদস্য মিলে দেখতে গেলাম দাদাকে।

20230421_160434.jpg

AnowaraLocation Map

দাদুর বাড়িতে পৌঁছাতে আমাদের সময় লেগেছে প্রায় দুই ঘন্টার মত। দাদু অনেক বয়স্ক হয়ে গিয়েছেন আমি প্রায় সময় অসুস্থ থাকে এবং এখন ঠিকমত হাঁটাচলা করতে পারে না । দাদু রমজান মাসে অনেক অসুস্থ ছিল এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। আমরা উনাকে দেখে অনেক খুশি হয়েছি এবং তিনি অনেকদিন পর আমাদেরকে আমাকে আপুর হয়ে পড়েছিলেন। ছোটবেলায় বেশিরভাগ সময় কেটে গেছে দাদুর সাথে। তখন ঈদের ছুটিতে বাড়িতে আসলে দুই তিন দিন তো দাদুর বাসাতেই থাকা হত।

IMG-20230423-WA0003.jpg

AnowaraLocation Map

11 টার দিকে রওনা দেওয়ার পর প্রায় দুই ঘন্টা পরে দাদুর বাড়িতে প্রচার পর আমরা সবাই মিলে এলাকাটা ভালো করে ঘোরাফেরা করে দেখলাম। দুপুরে সবার জন্য খাবার আয়োজন করা হয়েছিল অতঃপর খাওয়া-দাওয়া করে আমরা আরো কিছুক্ষণ সময় পার করলাম দাদুর সাথে।

IMG-20230423-WA0000.jpg

AnowaraLocation Map

তারপর আমরা বিকাল বেলা নামাজ শেষ করে সবাই একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।অনেকদিন পর দাদুর সাথে দেখা করে খুব সুন্দর একটা সময় কাটল। সেই সাথে সেখানে আমাদের আরো অন্যান্য কাজিনদের সাথেও দেখা হল।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য। আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment