নীতিমালার মাধ্যমে স্বাধীনভাবে বসবাস করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আরো একটি নতুন লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকতে চায়। স্বাধীনতা প্রত্যেকটা জাতির জন্য গৌরবময়। কিন্তু তবুও পৃথিবীর প্রত্যেকটা জাতি কিন্তু বর্তমানে স্বাধীন নয়। আমরাও একসময় পরাধীন ছিলাম এবং অনেক সাধনা ও ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে পেরেছি।

20230109_140632.jpg

Cox's BazarLocation Map

সাধীনতা অর্জন করা যেমন কঠিন ঠিক তেমনি স্বাধীনতা রক্ষা করা আরো বেশি কঠিন। আপনার নিজের দেশ নিজের ভূমি ও নিজের রাষ্ট্রের স্বাধীনভাবে বসবাস করতে পারার মত আনন্দ আর কিছু হতে পারে না। কিন্তু স্বাধীনতারাও একটি নির্ধারিত মাত্রা রয়েছে। স্বাধীনতা মানে এই নয় যে আপনার যখন যেমন খুশি তেমন কাজ বাস্তবায়ন করবেন। প্রত্যেক নাগরিকের নিজস্ব স্বাধীনতা রয়েছে। তবে সেই স্বাধীনতা অবশ্যই নির্ধারিত নীতিমালার মধ্যে। যদি আপনি নীতিমালার মধ্যে না থাকেন তবে কিন্তু আপনি স্বাধীনতা বাস্তবায়ন করলেন না। স্বাধীনতা মানে অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং সেটাকে সঠিকভাবে পরিচালনা করা।

IMG_20200520_160139-01.jpeg

Cox's BazarLocation Map

একটি স্বাধীন দেশের নাগরিক দেশের প্রত্যেক ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ঠিক তেমনি দেশের প্রত্যেকটা সুযোগ সুবিধা ভোগ করার অধিকার পাবে। একজন নাগরিক হিসেবে যদি আপনি যথাযথ ভাবে আপনার দায়িত্ব পালন করেন। তবে অবশ্যই দেশের প্রত্যেকটা উন্নয়ন ও সুযোগ সুবিধা ভোগ করার অধিকার আপনার রয়েছে। আরে অধিকারটাকে যথাযথভাবে ভোগ করতে পারাটাই হলো আপনার স্বাধীনতা। কিন্তু কোন কারনে যদি আপনার অধিকারের উপর আঘাত আসে তার মনে আপনি আপনার স্বাধীনতা থেকে বঞ্চিত। স্বাধীনতা মানে যেমন খুশির তেমন কর্ম বাস্তবায়ন করা নয়। স্বাধীনতা মানে একটি সুশৃংখল দেখে সুন্দর ভাবে বেঁচে থাকার অধিকার।

IMG_20200404_112245-01.jpeg

Cox's BazarLocation Map

আপনার একটি নির্ধারিত ভূমি আছে। আপনি মৌলিক অধিকার ভোগ করে একটি রাষ্ট্রে বসবাস করতে পারছেন তারমানে আপনি স্বাধীনতা অর্জন করতে পেরেছেন। একটি স্বাধীন রাষ্ট্র মানে প্রত্যেক নাগরিকের জন্য সুষ্ঠু মৌলিক অধিকারের ব্যবস্থা করা। অর্থাৎ সকল মৌলিক অধিকার ভোগ করে সুন্দরভাবে বেঁচে থাকতে পারা মানেই হচ্ছে স্বাধীনভাবে বেঁচে থাকা। কিন্তু বর্তমান সময়ে এসে আমাদের স্বাধীনতার উপর বাঁধা তৈরি হয়েছে। দেশের প্রত্যেকটার নাগরিক কিন্তু ভক্ত মানে সব ক্ষেত্রে স্বাধীনভাবে জীবন পরিচালনা করতে পারছে না। নাগরিকের মধ্যে বৈষম্য কাজ করছে। প্রত্যেক শ্রেণীর মানুষ সমপরিমাণ অধিকার ও আইনি ব্যবস্থা সঠিকভাবে পাচ্ছে না। অর্থাৎ বর্তমান সময়ে এসে আমাদের স্বাধীনতা নষ্ট হচ্ছে কিংবা আমরা স্বাধীনতা বঞ্চিত হচ্ছি। স্বাধীনতার রক্ষা করা ও সংরক্ষণ করা দায়িত্ব আমাদেরই। আমরা যদি সর্বক্ষেত্রে সচেতন হয় তবে অবশ্যই স্বাধীনতা রক্ষা করতে পারব

IMG_20191029_133340-01.jpeg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।
আরো একটি নতুন লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।
ইনশাআল্লাহ

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment