Contest - What role does friendship play in your life

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আরও একটি নতুন লেখা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। গ্রুপে নতুন নতুন কনটেস্ট আসছে যেগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন অনুভূতিগুলো জানাতে পারছি। নতুন ভাবে আরো একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমি চলে আসলাম। বন্ধুত্ব নিয়ে যখন কোন কিছু লিখতে বলে তখন চিন্তা করি যে আসলে বন্ধুত্বের কোন কোন ভালো দিকগুলো সম্পর্কে লিখব। আপনার জীবনে অন্ধকারের সময় যখন আলোকিত হয়ে একজন আপনার পাশে এসে দাঁড়াবে সেই আপনার প্রকৃত বন্ধু।

20230413_104331.jpg

Cox's BazarLocation Map

মানুষ কখনোই একা থাকতে পারে না।
আপনাকে যদি অনেকগুলো টাকা দিয়ে একটা জায়গায় থাকতে বলা হয়, তাহলে হয়তোবা আপনি প্রথম কিছুদিন সেখানে সময় অতিক্রম করতে পারবেন।
কিন্তু একটা সময়ে গিয়ে আপনার পক্ষে আর সে জায়গায় থাকা সম্ভব হবে না। কারণ মানুষের সব সময় কারো না কারো প্রয়োজন মানুষ একাকীত্বের মধ্যে সকল সুবিধা ভোগ করেও থাকতে পারে না। আমাদের জীবনে ছোটবেলা থেকে শুরু করে অনেক রকমের সম্পর্ক জড়িত পড়ি। আর এই সম্পর্ক গুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব।

20220206_231544.jpg

Cox's BazarLocation Map

বন্ধু আমার একটা সম্পর্ক যার সাথে আপনি আপনার ফটো বড় ভালো লাগা মন্দলাগা সব রকমের ব্যাপার শেয়ার করতে পারবেন। এমনকি অনেক বিষয় আছে যেগুলো আপনি আপনার পরিবারের নিজের ভাই বোন মা-বাবা কাউকে শেয়ার করেন না কিন্তু বন্ধুকে শেয়ার করছেন। বন্ধুত্বের সম্পর্কটা অনেকটা আত্মার সাথে সম্পর্কের মত। মানুষের শরীরে আত্মা ছাড়া যেমন শরীর টিকে থাকে না ঠিক তেমনি জীবন অতিক্রম করতে চাইলে ভালো বন্ধুর কোন বিকল্প নেই। বন্ধুত্ব হতে হবে নিঃস্বার্থভাবে এখানে কোন স্বার্থ থাকবে না। বন্ধু আপনার সুখের দুঃখে বিপদে আপদে ভালো লাগায় মন্দ লাগায় শান্তি অশান্তি যেকোনো সময় আপনার সাথে থাকবে। যাকে আপনি সব সময় আপনার পাশে পাবেন সেই আপনার পকৃত বন্ধু।

IMG-20221021-WA0010.jpg

IMG-20230321-WA0012.jpg

Cox's BazarLocation Map

আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের সকলের বন্ধুর প্রয়োজন।জীবনে চলার পথে আমাদের অনেক রকমের বন্ধু তৈরি হয়।
সব বন্ধু কিন্তু অন্তরের সাথে সম্পর্ক তৈরি করতে পারে না। আপনার প্রয়োজনে যখন আপনি আপনার বন্ধুকে ফোন দিবেন তখন আপনার একটা কল দেওয়ার সাথে সাথেই যে আপনার জন্য ছুটে আসবে সেই আপনার প্রকৃত বন্ধু। যে আপনার অবস্থান অর্থনৈতিক অবস্থা ও সামাজিক অবস্থা এসব কিছু চিন্তা না করে আপনার সাথে সম্পর্ক বজায় রাখে মনে রাখবেন সে আপনার নিঃস্বার্থ বন্ধু। এমন বন্ধুদের মনে কখনো কষ্ট দিবেন না এবং তাদেরকে সব সময় ধরে রাখতে চেষ্টা করবেন। এরাই হলো সেইসব বন্ধু যারা আজীবন আপনাকে পাশে থেকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে যাবে।

received_680383496962704.jpeg

IMG20230320124403.jpg

Cox's BazarLocation Map

বন্ধুত্ব নিয়ে লিখলে আসলে লেখার অনেক কিছুই আছে কিন্তু সবকিছু সব সময় বিস্তারিত ভাবে লেখা সম্ভব নয়।ক্ষুদ্র পরিসরে আমার অবস্থান থেকে আমাদের জীবনে বন্ধুত্বের গুরুত্ব সম্পর্কে লিখলাম।
ধন্যবাদ আপনাদের সকলকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।
আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব
ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments