Contest "Will you miss any people this Eid"

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আবার নতুন একটি বিষয় নিয়ে লেখার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। একটি কন্টেস্ট দেখলাম যে এই বছর ঈদে আমি কাউকে মিস করবো কিনা। সেই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে।

IMG-20230417-WA0036.jpg

Cox's BazarLocation Map

বন্ধুত্বের বন্ধনের সম্পর্ক পৃথিবীতে অনেকটা আত্মার সম্পর্কের মত। কিছু মানুষের সাথে আমাদের রক্তের সম্পর্ক থাকে না কিন্তু তারপরও তাদের সাথে এমন ভাবে আমরা জড়িয়ে পড়ি যেন তারা আমাদের অন্তরের সাথে মিশে আছে।ঠিক সেরকম কিছু বন্ধু আমার জীবনে পেয়েছি যাদেরকে আমি আমার অন্তরের কাছাকাছি অনুভব করি। ২০২১সালের শেষের দিকে যখন কক্সবাজার থেকে চলে এসেছিলাম। মনে হয়েছিল যেন জীবনের বড় একটা অংশ ফেলে এসেছি।

IMG-20230417-WA0061.jpg

IMG-20230417-WA0038.jpg

Cox's BazarLocation Map

ছোট বেলা থেকে যে এলাকায় বড় হয়েছি সেই এলাকা ছেড়ে, আমার কাছের সব বন্ধুদেরকে ফেলে চট্টগ্রামে এসে একেবারে বেকায়দায় পড়ে গিয়েছিলাম। তাদের ছাড়া একটা ঈদ গত বছর অতিক্রম করেছি।ঈদের আনন্দটা সেই বন্ধু বান্ধবী গুলো ছাড়া মনে হয়েছিল একেবারে ফিকে হয়ে গিয়েছে।ঈদের সময় আমরা কত পরিকল্পনা করতাম। একসাথে কোথায় কোথায় ঘুরতে যাব কার বাসায় দাওয়াত নিব। এবং অবশেষে যখন ঈদের দিন আসতো সেই পরিকল্পনা বাস্তবায়ন করতাম। ঈদের দিনসহ কম করে হলেও এক সপ্তাহ পর্যন্ত আমরা সবাই মিলে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতাম।

IMG-20230417-WA0058.jpg

IMG-20230417-WA0052.jpg

Cox's BazarLocation Map

বন্ধুদের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো এখনো আমার স্মৃতিতে অমলিন রয়েছে। এই বছরও যেহেতু চট্টগ্রামে থাকা হবে তাই আমার সেই বন্ধু বান্ধবী গুলোকে প্রচুর মিস করব। আসলে তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারা সবাই আমার জীবনের একটা অংশের সাথে জড়িত। আমার জীবনের প্রতিটা স্মৃতি তাদের সময় কে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাই আসলে এই বন্ধুগুলো ছাড়া জীবনটা কল্পনা করা যায় না। ভালোবাসি সব বন্ধুদের তোমাদেরকে ছাড়া আসলেই ধূসর মরুভূমির মতো।

IMG-20230417-WA0060.jpg

Cox's BazarLocation Map

IMG-20230417-WA0031.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য। আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments