Creative writing |  রমজান মাস হোক আমাদের সবার জন্য কল্যাণকর by @nijam468

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আজকে আরো একটি নতুন বিষয় নিয়ে লেখার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। মহান আল্লাহ আমাদের সবার উপর রহমত বর্ষণ করুন। রমজান মাস আল্লাহর রহমতের মাস এই মাসে বিশাল ফজিলত আল্লাহ নাযিল করে। এই মাসেই কোরআন নাযিল হয়েছে এবং এই মাসেই আমাদের জন্য একটি বিশেষ রাত চিহ্নিত করা আছে। শবে কদরের রাত যা হাজার মাসের চেয়ে উত্তম।

20230418_113058.jpg

Cox's BazarLocation Map

রমজান মাসে শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ এই বিশেষ সুবিধা প্রদান করেছিলেন। আমরা সবাই সৌভাগ্যশালী যে আমরা এই রাত পেয়েছি। আজকে ২৬ তম রমজান শবে কদরের সম্ভব্য তাদের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য এই রাতকে হিসাব করা হয়। যদিও বা আমাদের নবী রমজানের শেষ দশ রাতে বেজোড় রাতগুলোতে শবে কদর তালাশ করতে বলেছেন। তাই আমাদের উচিত হচ্ছে শেষ বেজোড় রাতের প্রত্যেকটিতে সবে কদর তালাশ করা। মহান আল্লাহ বলেছেন এই রাতের মধ্যে ফেরেশতারা আল্লাহর বিশেষ রহমত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এবং তার একনিষ্ঠ ও মুমিন বান্দাদের মধ্যে তা ছড়িয়ে দেন।

20230331_145924.jpg

Cox's BazarLocation Map

আমরা যারা একমাস রমজানে রোজা রেখেছি তারা এই বিশেষ রাত পাওয়ার পর আল্লাহকে সন্তুষ্ট করার এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের সাধ্য অনুযায়ী মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ইবাদতের মাধ্যমে সময় কাটিয়ে দেওয়া। ২৬ তম দিবাগত রাতের মত আমাদের ২৮ তম দিবাগত রাতেও শবে কদরের উদ্দেশ্যে এবাদত করা উচিত।আর আল্লাহর নির্ধারিত প্রত্যেকটা দিন রহমতস্বরূপ। সুতরাং আপনি যদি আপনার কল্যাণের স্বার্থে অতিরিক্ত ইবাদত করেন তাহলে সেটা আপনার জন্যই কল্যাণকর।

Screenshot_20230418-111436_Gallery.jpg

Cox's BazarLocation Map

আসুন আমরা সবাই পবিত্র রমজান থেকে যে পবিত্রতা অর্জন করেছি সেটা সারা বছর বাস্তবায়ন করি। এবং আল্লাহর রহমতের মাধ্যমে যেমন রমজান মাসে তার বান্দাকে ক্ষমা করে দেয় আমরাও আমাদের অনুগ্রহ মানুষের মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ যেমন তার বান্দার প্রতি কোমল হৃদয় হয়েছেন, আমাদেরও উচিত তার প্রত্যেকটা বান্দার প্রতি কোমল হৃদয় ও সুন্দর আচরণ করা। তবে আমরা একজন প্রকৃত মানুষ একজন প্রকৃত মুমিন ও একজন প্রকৃত মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব।

Screenshot_20230418-111441_Gallery.jpg

Cox's BazarLocation Map

ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করব। এবং মহান আল্লাহর সামনে একদিন সন্তুষ্ট ও সম্মানের সাথে দাঁড়াবো।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য। আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment