The dairy game। গ্রাম্য বাজার এবং গ্রামের পাশের সমুদ্র সৈকত ভ্রমণ 06th November 2023

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।
আরও একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

প্রত্যেকটা গ্রামের ঐতিহ্যবাহী একটা হাট রয়েছে যেখানে গেলে গ্রামের প্রত্যেকটা বিখ্যাত জিনিস পাওয়া যায়। আমাদের গ্রামে একটা সময় একটা হার্ট বসত এবং পাশের গ্রামের মানুষজন প্রতি সোমবার এবং বুধবারে বাজার করার জন্য এখানে চলে আসছে। কিন্তু জীবন যাত্রার মান যত উন্নত হয়েছে মানুষ তত শহর মুখী হয়েছে যার ফলে গ্রামের যে হাট বসত সেগুলো এখন দিন দিন কমে যাচ্ছে।একটা সময় যখন বাড়িতে আসতাম তখন আমাদের গ্রামের বাজারে যে হাটটা বসত সেটা দেখার জন্য চলে যেতাম। কিন্তু এখন গ্রামের বাড়িতে আসছে এই হাত আর তোকে দেখা যায় না। বেশিরভাগ মানুষ শহর মুখে হয়ে যাওয়ার কারণে আমাদের গ্রামের হাটটা বিলুপ্ত হয়ে গিয়েছে।

20231106_123420.jpg

AnowaraLocation Map

গ্রামের বাজারে আমার এক বন্ধুর দোকান থাকার কারণে মাঝেমধ্যে ওর সাথে আড্ডা দেওয়ার জন্য দেওয়া হয়। আজকে অনেকদিন পর আমাদের গ্রামের বাজারের দিকে গেলাম বাজারটা একদম খালি। দেখে বোঝাই যাচ্ছে না এখানে এক সময় প্রতি সপ্তাহে দুইটা হাট বসত।শুধু হাট নয় এখানে প্রতিদিন নিয়ত যে একটা বিশাল মার্কেট ছিল বর্তমান খারাপ। এখানে যে বর্তমানে দোকানগুলো রয়েছে তারা কোন রকমে তাদের জীবন অতিবাহিত করছে। একটা সময় এক গ্রামে যখন প্রচুর পরিমানে চাষাবাদ ছিল তখন হরেক রকমের সবজি সহ বিভিন্ন রকমের জিনিস এই হাট বাজারগুলোতে পাওয়া যেত। কিছুক্ষণ বাজার ভ্রমণ করার উপর চলে গেলাম আমাদের গ্রামের পাশেই ঐতিহ্যবাহী পার্কি সমুদ্র সৈকত এলাকায়।

20231106_123425.jpg

AnowaraLocation Map

আমি অনেক দিক দিয়ে সৌভাগ্যবান কক্সবাজারে ও সমুদ্র সৈকত এলাকার পাশে থাকি এবং আমার গ্রামেও দারুণ সমুদ্র সৈকত রয়েছে। এই সমুদ্র সৈকতটা ও কক্সবাজার সমুদ্র সৈকতের মতই সুন্দর কিন্তু এখনও পর্যন্ত অতটা জনপ্রিয় না হওয়ার কারণে এখানে মানুষের আনাগোনা অনেক কম। কিন্তু পর্যটন কর্পোরেশন একটু ভালোভাবে নজর দিলে এখানে যদি ভালো একটানিরাপত্তা স্থল তৈরি করা যায় তাহলে এখানে প্রচুর পরিমাণে থাকার ব্যবস্থা তৈরি হলে এটা সুন্দর একটা পর্যটন স্পট হিসেবে তৈরি করা যাবে। তো আমার বন্ধুর সাথে বিকালে সুন্দর একটা সময় অতিক্রম করার পর বাড়ির উদ্দেশ্যে ফিরে এলাম।

20230924_171207.jpg

20230924_171233.jpg

AnowaraLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments