The dairy game। গ্রামের বাড়িতে অনেকদিন পর একটি ঐতিহ্যবাহী আয়োজনে অংশগ্রহণ করলাম 11 November 2023

আসসালামু আলাইকুম
আবারো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

গ্রামের বাড়িতে যতবারই আসি ততবারই দারুন দারুন সব রকমের আয়োজন হয়।। এক সপ্তাহ 10 দিনের জন্য গ্রামের বাড়িতে ভ্রমণ করতে আসলে ১/ ২ টা বিয়ের দাওয়াত এবং মেজবান দাওয়াত প্রতিনিয়তই থাকে। কিন্তু এইবারে গ্রামের বাড়িতে আসার পর তেমন কোন উল্লেখযোগ্য দাওয়াত পেলাম না। তবে কয়েক জায়গায় বেড়াতে যাওয়া হয়েছে কিন্তু এগুলো তো প্রতিবারই যাওয়া হয়। আমাদের গ্রামের বাড়িতে একটা ঐতিহ্যবাহী আয়োজন হয় সব সময়। একটা সময় আমরা যখন ছোটবেলায় গ্রামের বাড়িতে আসতাম তখন প্রতি শুক্রবারে জামে মসজিদ দিয়ে বড় ডেকচিতে করে সিন্নি রান্না করা হতো। আমরা সবাই নামাজ শেষ করে লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম সিন্নি নিয়ে নেওয়ার জন্য।

20231111_163142.jpg

Screenshot_20231111-202905_Video Player.jpg

AnowaraLocation Map

এখন যেহেতু বড় হয়ে গেছি এবং এই আয়োজনটা গ্রাম থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। কিন্তু তবুও শীতকাল আসলে এখানে কম বেশি ছোটখাটো দাওয়াত এর আয়োজন করা হয় এবং এখানে দাওয়াত বলতে বড় একটি ডেকচিতে করে সিন্নি রান্না করাটা একটা ঐতিহ্য। এখানে প্রতি বছর বড়-বড় মেজবান আয়োজন করা হয় এবং এই মেচবানের আয়োজনে এর আগে গ্রামের প্রতিটা বাড়ি তে সিন্নি পাঠানো হয়। অনেকদিন পর আজ থেকে আমাদের গ্রামের একটা বাড়ি তে বড় একটি ডেক্সিতে করেছেন রান্না করে সবাইকে ডাকা হয়েছে। এ আয়োজনটা সবচাইতে বেশি উপভোগ করে গ্রামের ছোট ছেলে মেয়েরা বলতো বাচ্চাদের জন্য এই আয়োজন টা করা হয়। সবাই পাহাড় থেকে ছোট ছোট দেখছি কিংবা মগ নিয়ে যাদের বাড়িতে আয়োজন করা হয়েছে তাদের বাড়ি থেকে সিন্নি সংগ্রহ করার জন্য যায়। এটা একটা আনন্দের বিষয় একসঙ্গে গ্রামের সব ছোট বাচ্চারা একসাথে যখন যে বাড়িতে সিন্নির আয়োজন করা হয়েছে সেদিকে যায় দেখতে খুবই ভালো লাগে।

Screenshot_20231111-202846_Video Player.jpg

AnowaraLocation Map

অনেকদিন পর এরকম একটা আয়োজন দেখার পর আমিও বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গেলাম। বাড়ির এক ছোট ভাই আমাদের বাসায় আসলো সিন্নি সংগ্রহ করে নিয়ে আসার জন্য ছোট একটা পাতিল নিতে। আমি দেখলাম তার সঙ্গে আমাদের গ্রামের ছোট ছোট অনেক বাচ্চারা একসাথে যোগ হয়েছে সবাই দলবদ্ধ হয়ে একত্রে যাচ্ছে তিনি সংগ্রহ করতে। তাদের একসাথে যাওয়া দেখে আমার খুবই ভালো লাগলো সেই সুযোগে আমিও চলে গেলাম তাদের সাথে। আমাদের বাড়ি থেকে সামান্য একটু দূরে আয়োজনটি করা হয়েছিল। বাচ্চাদের সাথে দুষ্টামি করে করে সেখানে গেলাম এবং সবার সাথে একত্রে আমিও সিন্নি সংগ্রহ করে ভাষার উদ্দেশ্যে চলে এলাম। অনেকদিন পর এরকম একটা আয়োজন দেখে খুবই ভালো লাগলো।

Screenshot_20231111-202659_Video Player.jpg

AnowaraLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment