The dairy game। বর্ষা মুখর সময়ে লাবনী পয়েন্টের দোকানে একটি ব্যস্ততম দিন। 24 August 2023

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। দীর্ঘদিন বাড়িতে ছুটির কাটানোর পর কক্সবাজারে ফিরে এসেছে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে। আর এখন চলছে বর্ষাকাল বর্ষাকালের ঋতু অতিক্রম হয়ে গিয়েছে কিন্তু বৃষ্টি এতদিন পড়েনি। কক্সবাজারে আসার পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। গতকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। কক্সবাজারের জন্য শুক্রবার হচ্ছে সিজনের দিন এবং এই দিন খুব ভালো বেচাকেনা হয় কারণ পর্যটকদের আনাগোনা বেশি থাকে। কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণ এই সপ্তাহে কক্সবাজারে মানুষজন ওভাবে আসতে পারেনি। তবুও আমাদের নিয়মিত প্রতিশোধ খুলতে হয় সেই পরিকল্পনা করে সকাল ৯ টা দিকে যখন ঘর থেকে বের হওয়ার পরিকল্পনা করেছি। তখন শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি এবং একটানা ব্রিজ থেকে ৪০ মিনিট পর্যন্ত এই বৃষ্টি পড়ছে। ঘরের ভিতর থেকে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরের অবস্থা বোঝার কোন সম্ভাবনা ছিলনা। অবশেষে প্রায় ৪০-৫০ মিনিট পর যখন বৃষ্টি থামল তখন ঘর থেকে সাইকেল নিয়ে বের হলাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে। বের হয়ে গেটের সামনে এসে দাঁড়াতেই দেখি প্রচুর পরিমাণে পানি গেটের সামনে জমে আছে আর একটু বৃষ্টি হলেই এই পানি আমার বাসার ভিতরে ঢুকে যাবে।

20230825_100439.jpg

Cox's BazarLocation Map

আর আমাদের অসচেতনতার কারণে রাস্তা গুলো ব্লক হয়ে যায় যার কারণে জলাবদ্ধতা তৈরি হয় তখন ড্রেনের পানি আর চলাচল করতে না পেরে চারপাশে পানি বৃদ্ধি পায়। আর কোন উপায় নেই রেইনকোট পড়ে সাইকেল নিয়ে রওনা দিলাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে। রেইনকোট পরে কিছু দূর আসার পরে আবার পুনরায় জুড়ে বৃষ্টি শুরু হয়ে গেল এভাবেই মধ্যে সাইকেল চালিয়ে দোকানে উপস্থিত হলাম। বৃষ্টির কারণে অধিকাংশ দোকানদার তাদের দোকান খুলে নিয়ে কারণ যেহেতু এই সময় মানুষের আনাগোনা কম থাকবে তাই তারাও দোকান করার ব্যাপারে তাড়াহুড়া করছে না। যখন বৃষ্টি হয় তখন বাতাসের মাত্রা ও এদিকে বেড়ে যায় এবং সাগর প্রচুর পরিমাণে উত্তাল থাকে। সাগরের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য যখন একটু নেমেছিলাম তখন দেখেছি পানিগুলো ঘোলা হয়ে গিয়েছে এবং ঢেউ গুলো অনেক বড় বড় ও ঘন ছিল। বৃষ্টির পরে কিছুক্ষণের জন্য সাগরের আশপাশ থেকে হেরে গেলাম এবং পরিবেশ পরিস্থিতি একটু দেখে এলাম।

20230826_145336.jpg

20230823_221119.jpg

20230823_214805.jpg

Cox's BazarLocation Map

বৃষ্টির সময় সমুদ্র সৈকতের দৃশ্যটা আলাদা থাকে এই দৃশ্য অন্য কোন সময় উপভোগ করা যায় না। ভয়ংকর সুন্দর নামে একটা কথা আছে বর্ষাকালে সাগরের এই ভয়ংকর সুন্দর রূপটা দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ সাগরের আশেপাশে হাঁটাহাঁটি করে পুনরায় ব্যবসা প্রতিষ্ঠানের দিকে চলে এলাম। শুক্রবার হিসাব দে আমরা যেভাবে পরিকল্পনা করেছি কিংবা যতটুকু বিক্রি হবে মনে করো যে ওইভাবে বিক্রি হয়নি কারণ পর্যটকের আনাগোনা ছিল না। তবুও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ ব্যবসা নিয়ম হচ্ছে কখনো বেশি এবং কখনো কম হবে এভাবেই ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হয়।

20230826_145355.jpg

20230823_221103.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি করার জন্য আরো একটি নতুন রাখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments