The dairy game। one bad day in beach area 30 july 2023

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। একটি ব্যস্ততম জীবন অতিক্রম হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। দীর্ঘদিন পর্যন্ত বেকার জীবন অতিক্রম করেছি এবং বর্তমানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাই দীর্ঘক্ষণ একটা প্রতিষ্ঠানে সময় দিতে হচ্ছে প্রায় সকাল দশটা থেকে রাত বারোটার কাছাকাছি পর্যন্ত বসে থাকি একটা নির্ধারিত ব্যবসা প্রতিষ্ঠানে। কক্সবাজার সমুদ্র সৈকতের কাছাকাছি এই ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করানোর চেষ্টায় রয়েছি।গত দুই দিন কক্স করে লাবনী পয়েন্টের প্রত্যেকটা মার্কেট ছিল বন্ধ। কক্সবাজারের রাষ্ট্রপতির আগমন হবে এমন একটা ঘোষণা দেওয়া হয়েছিল আরো ৭ থেকে ৮ দিন আগে। গতকালকে বাংলাদেশের রাষ্ট্রপতি কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার পাশে ভ্রমণ করার উদ্দেশ্যে আসে। যার কারণে একদম সকাল থেকে নিরাপত্তার খাতিরে কক্সবাজারে লাবনী পয়েন্টের আশেপাশের মানুষের যাতায়াত থেকে শুরু করে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়। এক প্রকার ১৪৪ ধারা জারি করার মত। এই বিষয়টা সম্পর্কে কোন রকমের নির্দেশনা না পাওয়ায় সকাল দশটার মধ্যে যখন লাবনী পয়েন্টের দিকে রওনা দিলাম তখনই পুলিশের বাধার সম্মুখীন হলাম। পর্যন্ত পুলিশের সাথে মোটামুটি বাদ দিবে করে ফিরে গেলাম। যেহেতু রাষ্ট্রপতি লাবনী পয়েন্টের আশেপাশের নামবে এবং সমুদ্র সৌন্দর্য উপভোগ করবে সেটার জন্য লাবনী পয়েন্টের প্রত্যেকটা দোকান বন্ধ করে রাখা হয়েছে। একজন ব্যক্তি একটা এলাকায় ভ্রমণ করার জন্য আসবে তার নিরাপত্তার সাথে একটা এলাকার ব্যবসা পুরাপুরি বন্ধ হয়ে যাবে এটা কোন যুক্তিতে পড়ে সেটা বুঝলাম না। কোনরকমের দোকান এরিয়ার আশেপাশে এসে দেখলাম প্রত্যেকটা দোকান বন্ধ।

20230731_101012.jpg

Cox's BazarLocation Map

একজন রাষ্ট্রপতি তিনি অবশ্যই একটা দেশের গুরুত্বপূর্ণ একটা পোস্টে অবস্থান করছে তার জন্য সম্মান থাকা জরুরি। তুমি যখন কোন জায়গায় ভ্রমণ করার জন্য যাবে তার সিকিউরিটির দায়িত্বটাও প্রশাসন পালন করবে নিঃসন্দেহে। কিন্তু তার কারণে প্রত্যেকটা সাধারণ জনগণ ভোগান্তিতে পড়বে এটা অবশ্যই হতে পারে না। দূর বাংলা দেশের জনগণের ভোগান্তির কথা কেউ চিন্তা করে বলে মনে হয় না। ওই বিষয়টা বাদ দিলাম যেহেতু রাষ্ট্রপতির আগমন হয়েছে তাই সারাদিন দোকানটা বন্ধ ছিল দোকানে যেতে পারলাম না পুনরায় বাঁশার উদ্দেশ্যে রওনা দিলাম। মোটামুটি দুপুর পর্যন্ত সময় কাটানোর পর দোকানের সহকারীর ফোন করে বলল দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। দুপুরে প্রায় তিনটার সময় এসে দোকান খুললাম। যেহেতু আজকের রাষ্ট্রপতি ভ্রমণ শেষ করে চলে যাবেন তাই দুপুরের পর থেকে দোকান খোলার ব্যাপারে আর কোন বিধি নিষেধ থাকলো না। এদিকে আমার দোকানের আরো একজন সহকারী ছুটিতে চলে গিয়েছে যার কারণে আমি একাই দোকানটা সামলাতে হচ্ছে। যেহেতু একটা স্ট্রং নিরাপত্তার ব্যাপার ছিল তাই মানুষজনকে সমুদ্র সৈকত এলাকায় প্রবেশ করতে না দেওয়াই মানুষ এরিয়ার কাছাকাছি নামেনি।

20230731_154959.jpg

20230731_154954.jpg

Cox's BazarLocation Map

তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত তেমন কোন মানুষজনকে সমুদ্র সৈকত এলাকার কাছাকাছি দেখা যায়নি। দুই একজন মানুষ নিরাপদ তা তুলে নেওয়ার পর সমুদ্র সৈকত এলাকায় প্রবেশ করেছে। সন্ধ্যার আগ পর্যন্ত একজন ব্যক্তিকে একটা বাচ্চাদের ফতুয়া বিক্রি করতে পারলাম। এরপর থেকে মাগরিবের সময় পর্যন্ত আর কোন বেচাকেনা হলো না। এমনিতেই কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় সবচাইতে বেশি বেচাকেনা হয় মাগরিবের সময়ের পর থেকে মোটামুটি রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত। এই সময়টার মধ্যে মানুষের আনাগোনা বেড়ে যায় এবং এই সময়টাতেই মানুষ কেনাকাটা করতে পছন্দ করে বেশি। সন্ধ্যার পর থেকে অপেক্ষা করছি ভালো একটা বিক্রি হবে সে আশায় যেহেতু মানুষজন আসে নাই তবুও সারাদিন একটা দোকানে বসলে একটা খরচের প্রয়োজন সে খরচটা যাতে তুলে নিতে পারি সে চেষ্টা
20230731_154853.jpg
ই রত আছি।

Cox's BazarLocation Map

আগামীকাল থেকে আশা করছি পরিবেশ পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হয়ে যাবে মানুষের আনাগোনা আরও একটু বৃদ্ধি পাবে তখন ইনশাআল্লাহ বেজার কেনার একটা ভালো অবস্থান দ্বারা করানো যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment