The dairy game। One busy day 13 June 2023

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। গত দুইদিন যাবত একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তাই কোন বিষয় নিয়ে আপনাদের সামনে লিখতে পারেনি। আজকে একটু সময় বের করে একটি ডায়েরী ব্লগ লেখার জন্য চলে এলাম। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা এখন পর্যটক শূন্য। আর তাছাড়া বর্ষাকাল প্রায় শুরু হয়ে গিয়েছে। বর্ষাকালে এমনিও কক্সবাজার সমুদ্র সৈকতের দিকে পর্যটক আসেনা। যেহেতু পর্যটক নেই তাই দোকান গুলোতে ভালো ব্যবসা হচ্ছে না। তো গতকালকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। ঘুম থেকে উঠে প্রথমে চলে গেলাম ভোট দেওয়ার জন্য কারণ আমাদের এলাকায় নির্বাচন ছিল। এই এলাকার নির্বাচনকে ঘিরে গত ১০ থেকে ১৫ দিন যাবত যে হারে মাইকিং হয়েছে তার জন্য জনজীবন অতিষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও ভোট সবার একটা মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার বাস্তবায়ন করার উদ্দেশ্যে গতকালকে ভোট দিয়ে এলাম আমার পছন্দের প্রার্থীকে। ভোট দেওয়া শেষ করে চলে গেলাম গন্তব্যের দিকে।

20230612_111450.jpg

Cox's BazarLocation Map

ভোটকেন্দ্রে যাওয়ার পথেই প্রচুর মানুষের ভিড় দেখেছি। অনেকদিন পর এইভাবে আগ্রহ নিয়ে মানুষকে ভোটকেন্দ্রে যেতে দেখেছি। কেন্দ্রে যাওয়ার আহময় প্রচুর পুলিশ এবং আর্মির পাহারা ছিল। সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে কক্সবাজার নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রের পাশে নিরাপত্তা বজায় রাখার কারণে এর চারপাশে মোবাইল নিয়ে ছবি তোলার সুযোগ হয়নি। প্রথম মেয়ে চলে গেলাম বাহার চড়া আমাদের ভোটকেন্দ্রে। আমার স্মার্ট কার্ড নিয়ে তিন তলায় চলে গেলাম। তিন তলায় প্রায় ১০-১৫ মিনিট লাইনে দাঁড়ানোর পরে মনে পড়েছে আমার একটা বুটের আলাদা সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটা নিচ থেকে সংগ্রহ করে আসতে হবে। আমি সিরিয়াল নাম্বার সংগ্রহ না করার কারণে কোন রুমে আমি ভোট দেওয়ার জন্য যাবো সেটা বুঝতে পারছিলাম না। পরবর্তীতে আবার নিচে নেমে এসে আমার আইডি কার্ডটা শো করে সিরিয়াল নাম্বার নিয়ে এলাম। আমার সিরিয়াল নাম্বার ছিল ৫৯১। অবশেষে আবার তৃতীয় তলায় গিয়ে আরো ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করার পর ইভিএম পদ্ধতিতে পছন্দের তিনজন প্রার্থীকে ভোট দিয়ে এলাম।

20230602_103025.jpg

20230613_185007.jpg

Cox's BazarLocation Map

ভোট দেওয়া শেষ করে বের হয়ে আমার দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু নির্বাচন চলাকালীন সময়ে কক্সবাজার এলাকায় সব রকমের গাড়ি চলাচল বন্ধ রেখেছে জেলা প্রশাসন। দুই এক জন অটো রিক্সা বের করেছিল তাদের পুলিশ আটকে রেখেছে এবং জরিমানা করেছে। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে লাবনী পয়েন্ট পর্যন্ত আসতে হলো। লাবনী পয়েন্টে এসে প্রথমে একটা বড় বাগান রয়েছে সেই বাগানের চারপাশে একটু ঘুরে বেড়ালাম। বাগানের গাছগুলো এখন অনেক বড় হয়েছে তাই এর চারপাশের প্রাকৃতিক পরিবেশটা একটু সুন্দর হয়েছে এবং ছায়াঘেরা হয়েছে। প্রথম প্রথম যখন এই গাছগুলো ছোট ছিল তখন এই বাগানে এত সুন্দর ছায়া ছিল না।বাগানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে। কিন্তু এখন গরমকাল হওয়ায় এবং পরিচর্যা একটু কম থাকায় ফুল গাছগুলোতে ফুল দেখা যাচ্ছে না। কিন্তু শীতকালে এই বাগানে প্রচুর পরিমাণে নানা রঙের ফুল ফোটে। কিছুক্ষণ এই বাগানের হাটাহাটি করলাম এবং বাগানের চারপাশে দু একটা ছবি তুলে নিলাম। এরপর বাগান থেকে আমার দোকানের দিকে গেলাম।

20230614_181601.jpg

20230613_184953.jpg

Cox's BazarLocation Map

যেহেতু ভোট দিয়ে দোকানের দিকে পৌঁছাতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে ততক্ষণে আমার দোকানের সদস্যরা দোকান খুলে বসে আছে। আর কক্সবাজারে নির্বাচন চলাকালীন সময়ে যেহেতু গাড়ি বন্ধ ছিল এবং পর্যটক করতে পারেনি তাই সারা দিন কোন রকমের বেচাকেনা ছাড়াই বসে ছিলাম। দিন শেষে শুধু মাত্র একটা কাস্টমার এলো যাকে ১০০ টাকা বিক্রি করতে পেরেছি। ব্যবসার নিয়ম হলো এমন কখনো কখনো আপনাকে একেবারেই বিক্রি না করে চলে যেতে হবে। আবার কখনো কখনো বিক্রির পরিমাণ হবে খুবই ভালো। এই ছিল গত একদিনে আমার অভিজ্ঞতা।

20230614_181547.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments