The dairy game। One day visit in old friend house 3 August 2023

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। সুন্দর জীবনের পরিকল্পনা নিয়ে আমরা সবাই অগ্রগামী হয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের সবার পরিকল্পনা মত জীবন সবসময় সুন্দর হয় না। কিন্তু তবুও এই জীবনটা সুন্দরভাবে অতিক্রম করার চেষ্টা করি। একটি সুন্দর জীবন গঠন করার পিছনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হতে পারিবারিক বন্ধন।পর আপনার জীবনের পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে সুন্দর একটি অর্থনৈতিক ব্যবস্থা।আমাদের পারিবারিক এবং আত্মীয়তার বন্ধন । আমাদের সবার ওকে কাছের মানুষগুলোর সঙ্গে ঘৃণা করেছে মানুষগুলোর সঙ্গে নিয়মিত একটা যোগাযোগ রাখা। এসেই ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘদিন পর পরিচিত একটা জায়গায় ভ্রমণ করে আসলাম। কক্সবাজারের এলাকায় আমার সবচাইতে প্রিয় একটি জায়গা খুরুশকুল। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কোন স্কুলে ভ্রমন করার জন্য প্রায় সময় যেতাম। আজকে অনেকদিন পর এক বড় ভাইয়ের সাথে ভ্রমণের উদ্দেশ্যে গেলাম। গতকালকে রাত্রে থেকেই পরিকল্পনা করা ছিল আজকে আমরা সকাল 11 টায় মধ্যে রওনা দিব। আমি স্টেশনে গিয়ে ১০:৪৫ এ উপস্থিত হলাম ভাই আর আসতে একটু সময় লাগলো। অবশেষে মোটামুটি ১১ টার মধ্যে ভাইয়া স্টেশনে চলে এলো এবং আমরা দুইজনে মিলে গাড়িতে উঠে রওনা দিলাম খুরুস্কুল যাওয়ার উদ্দেশ্যে।

20230803_104605.jpg

Cox's BazarLocation Map

এক সময় এই রাস্তাটা দিয়ে যখন যেতাম তখন প্রচুর ভাঙ্গা ছিল চারপাশে কিন্তু বর্তমানে কক্সবাজারের রাস্তাঘাট অনেক ভালো এবং উন্নত করেছেন। কিন্তু এখনও পর্যন্ত যানজটের সমস্যা সমাধান হয়নি। কক্সবাজারের মেন শহরের যে রাস্তাটা রয়েছে সেটা একটু চিপা হওয়ার কারণে এই জায়গায় যানজট সবসময় লেগেই থাকে। মূল স্টেশন থেকে সব সময় গাড়ি পাওয়া যায় কিন্তু যাত্রী পরিপূর্ণ হতে একটু সময় লাগে। তাই আমরা মূল স্টেশন থেকে সিএনজিতে করেন না গিয়ে আলাদা আলাদা যাওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রথমে আমরা বাজারঘাটা এলাকা থেকে অটোরিকশাতে করে খুরুশকুল যাওয়ার জন্য যে প্রধান সড়ক রয়েছে কতটুকু পর্যন্ত গেলাম। এরপর সেখান থেকে আবার আরও একটি অটোর একসাথে করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। গন্তব্য ছিল পালপাড়া মুল বাজারের পাশে। পালপাড়া বাজার অতিক্রম করেই সেখানে আরো একটি পাহাড়ি এলাকার রয়েছে সেই এলাকাটাই আমাদের গন্তব্য। খুরুশকুল ও রাস্তার মাথা থেকে গাড়িতে উঠতে পালপাড়া বাজার পর্যন্ত যেতে খুব একটা বেশি সময় লাগে না। কিন্তু কিছুদূর যাওয়ার পরেই খুরুশকুল যাওয়ার জন্য একটা ব্রিজ রয়েছে সেই লেগে গেল যানজট। নিজের এই জান ছুটতে সময় লেগে গেল প্রায় ১০ থেকে ১৫ মিনিট। তাই আমাদের সময় লেগেছে একটু বেশি। পালপাড়া বাজার পৌঁছানোর পর আমরা যাদের বাসায় বেড়াতে যাব তাদের জন্য হালকা নাস্তা কিনে নিলাম। তারপর রওনা দিলাম আমাদের পরিচিত মানুষের বাড়ির দিকে।

20230803_180452.jpg

20230802_224816.jpg

20230803_115628.jpg

Cox's BazarLocation Map

আরো দুই থেকে তিন বছর আগে যখন এই এলাকায় এসেছিলাম তখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু আজকে গিয়ে দেখলাম খুবই ভালো এবং সুন্দর হয়েছে। তাদের বাড়িও যথেষ্ট পরিমাণ উন্নত হয়েছে আগের চেয়ে নতুন করে বাড়ি নির্মাণ করা হয়েছে এবং বাড়ির চারপাশে অনেকগুলো ফলের উদ্ভিদ লাগিয়েছে। ফলের গাছগুলোর মধ্যে অন্যতম ছিল পেয়ারা গাছ কেটে গাছ এবং কাঁঠাল গাছ। আমরা যাওয়ার পরে অনেক দিন পর আমাদেরকে দেখে তারা অনেক খুশি হল। তাদের গাছের পাকা পেঁপে এবং পেয়ারা দিয়ে আমাদের আপ্যায়ন করা হলো। তারপর বেশ কিছুক্ষণ পর্যন্ত বসে খোঁজখবর নিলাম এবং আড্ডা দিলাম। অনেকদিন পর পরিচিত কোন মানুষের বাসায় গেলে একটা মানসিক শান্তি পাওয়া যায়। আজকে সেরকম একটা মানুষিক শান্তি পাওয়া গিয়েছে। কাছের মানুষগুলোর সঙ্গে সময় সম্পর্ক ঠিক রাখা উচিত। কারণ দিনশেষে আমাদের অর্জিত সম্পদ হলো এই কাছের মানুষের সম্পর্ক গুলোই।

20230803_115635.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment