The dairy game। One normal day 03 August 2023

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। পৃথিবীতে থাকার জন্য প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত পেশা নির্ধারণ করা উচিত। মানুষের আয়ুর সাথে জীবন পরিচালনা করার জন্য অবশ্যই একটা অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজন রয়েছে। সে অর্থনৈতিক ব্যবস্থার চাহিদা পূরণ করার জন্য পৃথিবীতে মানুষ তার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন রকমের কাজ করে থাকে। একই রকম কাজ করতো তাহলে মানুষ একে অপরের সহযোগিতা করতে পারত না। আমার একদম প্রথম থেকেই পরিকল্পনা ছিল পড়ালেখা যতটুকুই করি না কেন একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। অন্যের অধীনে চাকরি করাটা আমার পছন্দের ছিল না। অন্যের অধীনে চাকরি করাটা খারাপ কিছু নয় কিন্তু আমি স্বাধীন ভাবে থাকতে পছন্দ করি তাই ব্যবসা আয়ের উৎস হিসেবে গ্রহণ করেছি। নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার লোককে কক্সবাজারের দোকান দিয়েছিলাম এবং সেটা অগ্রগতির দিকে যাচ্ছি ইনশাআল্লাহ।

20230803_095539.jpg

20230805_130147.jpg

Cox's BazarLocation Map

20230805_104735.jpg

20230805_104720.jpg

গতকাল ছিল শুক্রবার আর শুক্রবার মানেই কক্সবাজার শহরের জন্য জমজমাট একটা পরিবেশ। যেহেতু বন্ধের দিন প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে শুক্রবারে বেড়াতে আসে। গতকাল সকাল বেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রওনা দিলাম দোকানের দিকে। গত কালকে আবার সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়া মানে কিন্তু আবার আরো একটা সমস্যা সেটা হলো পর্যটক এর আনাগোনা কম হয়। বৃষ্টিরে সময় মানুষজন ঘর থেকে বের হতে পছন্দ করে কম। তবুও বৃষ্টির পরিবেশ পরিস্থিতি যখন একটু শান্ত হয়েছে তখন ১০ঃ০০ টার দিকে চলে গেলাম লাবনী পয়েন্টে আমার দোকানের দিকে। লাবনী পয়েন্টে গিয়েই দেখে বৃষ্টির কারণে চারপাশের পরিবেশ মোটামুটি ডুবে গিয়েছে। বর্তমানে কক্সবাজার শহরের পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই ভালো করেছে তাই এখানে বেশিক্ষণ পানি জমে থাকে না।

কিন্তু শুক্রবার হিসাবে যে রকম পর্যটক আসার কথা ছিল সেই পরিমাণ পর্যটক এর আগমন হয়নি।সকাল থেকে দোকান খুলে বসে ছিলাম কিছু ব্যবসা করার আশায়। অন্যান্য শুক্রবারের দিন একদম সকাল থেকেই ব্যথা করা শুরু হয়ে যায় কিন্তু এই শুক্রবারে পর্যটকের আগমন কম হয় বেচাকেনা শুরু হতে একটু দেরি হল। একদম জুম্মা নামাজের আজানের একটু আগে একজন কাস্টমারকে অল্প পরিমাণে কিছু জিনিস বিক্রি করতে পারলাম।

Cox's BazarLocation Map

জুম্মার নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে মানুষের আনাগোনা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। দুইটার পরে আমাদের দুপুরের খাবার চলে আসলো একসাথে বসে দোকানে আমরা তিনজনে মিলে খাবার খেয়ে নিলাম। এরপর গল্প করে সময় কাটায় দেওয়ার পালা কারণ দুপুরের পর থেকে মাগরিবের আগের সময়টা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার দোকানগুলোতে কাস্টমার একেবারে নাই বললেই চলে। সন্ধ্যার পর থেকে ভালো একটা ব্যবসা হবে চিন্তা করেছিলাম সে আশা নিয়েই বসে ছিলাম। কিন্তু আসলে রিজিক জিনিসটা পুরোটাই আল্লাহর উপরে নির্ভরশীল আল্লাহ যখন যেভাবে দিবে সেভাবেই রিজিকটা মেনে নিতে হবে। গত দুই শুক্রবারে যেভাবে ব্যবসা হয়ে ছিল এই শুক্রবারে ঐরকম ভাবে ব্যবসা হয়নি। ব্যবসা একটা পবিত্র জিনিস এটা আল্লাহর নির্ভরশীল হয়ে এগিয়ে যেতে হয়। ধীরে ধীরে সফল হবে ইনশাআল্লাহ।

20230805_130200.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment