The dairy game। passing one day Normal in my town 27 octobor 2023

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।
আরও একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
কক্সবাজার শহর দিন দিন উন্নতির দিকে যাচ্ছে এবং পুরাতন কক্সবাজারের রূপ পরিবর্তন হয়ে এখন আধুনিক হয়ে উঠছে। আমি যেহেতু ছোটবেলা থেকেই কক্সবাজারে বড় হয়েছি তাই এখানকার প্রত্যেকটা পরিবর্তন একদম চোখের সামনে থেকে দেখছি। যখনই কক্সবাজারের পুরাতন কোন রাস্তা দিয়ে হেঁটে যাই এখনো আমার মনে পড়ে কোন জায়গায় কি ছিল। তাই স্বপ্নের এবং প্রিয় এই শহরটা মাঝেমধ্যে ভ্রমণ করার জন্য বের হয়ে পড়ি।

20231026_165927.jpg

20231026_165949.jpg

Cox's BazarLocation Map

এভাবেই কিছুদিন আগে বিকালে একটু ফ্রি ছিলাম চিন্তা করলাম কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টের দিকে একটু হেটে আসি। এছাড়াও আমি যেহেতু অনলাইন উদ্যোক্তা তাই আমার একটা পার্সোনাল অর্ডার ছিল যেটা হোম ডেলিভারি দিতে যাওয়া প্রয়োজন ছিল। যেহেতু গ্রাহক আসতে সময় আছে তাই আমি চিন্তা করলাম অনেক দিন পর্যন্ত কক্সবাজার শহরের লোকালয় পণ্য যে এলাকায় সেদিকে হাটা হচ্ছে না একটু ঘুরে আসি দেখি অবস্থা কেমন হয়েছে। কক্সবাজার সবচাইতে ব্যস্ততম রাস্তা বাজারে ঘাটা এবং বার্মিজ মার্কেট এলাকা। এই এলাকার ঘুরতে বেশিরভাগ ব্যাংক এবং অফিসগুলো থাকার কারণে প্রচুর পরিমাণে যানজট লেগেই থাকে। কক্সবাজার শহরের মধ্যে বড় বড় তিনটা পুকুর ছিল যেগুলোকে সুন্দর করে পরিবর্তন করা হয়েছে। এরমধ্যে অন্যতম একটি বাজার ঘাটা এলাকায় রয়েছে। প্রথমেই চলে গেলাম বাজারের ঘাটা এলাকা যেহেতু রাস্তাটা আগের চেয়ে অনেক অংশ বড় করেছে তাই এখন গাড়ি চলাচলে একটু সুবিধা হয়েছে। একা একা ঘুরতে বের হওয়ার মধ্যেও একটা আনন্দ আছে নিজের মত করে যেদিকে মন চাই সেদিকে যাওয়া যায়।

20231026_165923.jpg

Cox's BazarLocation Map

তাই আমি প্রথমে বাজার ঘাটা এলাকার যে পুকুরটা ছিল সেই পুকুরের পাশে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম এবং পুকুরটাকে যেভাবে সৌন্দর্যমন্ডিতভাবে তৈরি করেছে সেই সৌন্দর্য উপভোগ করলাম। প্রচুর পরিমাণে নোংরা এবং ময়লা আবর্জনা এই পুকুরের মধ্যে ছিল। বলতে গেলে এটা যে একটা পুকুর এবং খুব সুন্দর একটা পরিবেশ যে এখানে তৈরি করা সম্ভব সেটা বোঝাই যেত না। আশেপাশের বাড়িঘর সহ বাজার ঘাটা এলাকায় যত দোকানপাট রয়েছে প্রত্যেকটার দোকানে যাবতীয় ময়লা আবর্জনা এই পুকুরটার মধ্যেই ফেলা হত। পরবর্তীতে কক্সবাজার উন্নয়ন করতে পক্ষের অবদানের পুনরায় পুকুরটার চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং খনন করার পর সুন্দর একটি অবয়বে তৈরি করা হলো। এবং এখানের চারপাশে মানুষজন যেন সুন্দরভাবে ঘুরে দেখতে পারে এবং বসে যাতে ভালো একটা সময় কাটাতে পারে সেটার জন্য বসার স্থান নির্মাণ করা হয়। এছাড়া ও সিড়ির মাধ্যমে উপর থেকে যেন কক্সবাজারের আনুষঙ্গিক করলাম তৈরি করা হয়েছিল। বর্তমান সময়ে এই পুকুরটাকে দেখলে বোঝা যায় না একসময় এটা ময়লা আবর্জনায় পরিপূর্ণ ছিল। এখন খুব সুন্দর করে বিভিন্ন মাছ এখানে ফেলা হয়েছে। উপর থেকে পুকুরের সৌন্দর্য উপভোগ করা যায় এবং মাছগুলোর কারণে পুকুরটাকে এখন চমৎকার লাগে।

20231026_165947.jpg

Cox's BazarLocation Map

কিছুক্ষণ পর্যন্ত বাজারে ঘাটার সুন্দর এই পুকুরের স্থানে অপেক্ষা করার পর আমার যে কাস্টমার ছিল সে আমাকে ফোন দিল তার সঙ্গে দেখা করার জন্য চলে গেলাম কক্সবাজারের আরো একটি বিখ্যাত এলাকা মার্কেট। পারমিস মার্কেটে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমার যিনি গ্রাহক ছিল তিনি চলে আসলো বার্মিস মার্কেটে তার কাছে পণ্যটি হস্তান্তর করার পর সে স্থান থেকে চলে গেলাম। যেহেতু সন্ধ্যার সময় পুনরায় দোকানের দিকে চলে যেতে হবে তাই আর দেরি না করে ফিরে এলাম আমার গন্তব্যে।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment