The Diary Game |  a busy and hardworking day. 13 may 2023

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে লেখার জন্য উপস্থিত হয়েছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। গতকালকেই একটা ডায়েরী ব্লগ লিখেছিলাম সেখানে আপনাদের বলেছিলাম কক্সবাজারের বিপদজনক একটা ঘূর্ণিঝড়ের আবাস পাওয়া যাচ্ছে। ঘূর্ণিঝড়ের অবস্থা আরো ভয়াবহ হয়েছে এবং কক্সবাজার জেলা কে ১০ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৯৯১ সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল এই ঘূর্ণিঝড় যদি আঘাত হানে তাহলে তার চেয়ে ভয়াবহ রূপ নিতে পারে। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় লাইফ গার্ডের পক্ষ থেকে লাল পতাকার মাধ্যমে বিপদ সংকেত চিহ্নিত করা হয়েছে।

20230513_135528.jpg

Cox's BazarLocation Map

ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য যত রকমের কৌশল অবলম্বন করা প্রয়োজন তত রকমের কৌশল অবলম্বন করতে আমরা চেষ্টা করেছি। আর অবশ্যই মহান আল্লাহর অনুগ্রহ ছাড়া আমরা হাজারটা কৌশল অবলম্বন করলেও এর হাত থেকে রক্ষা পাওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু তবুও আমাদের সবাইকে আমাদের সাধ্য অনুযায়ী সতর্কতা অবলম্বন করা উচিত। আজকে সকাল থেকেই কক্সবাজার শহরের আবহাওয়া খুব একটা ভালো ছিল না সারাদিন রোদ ওঠে নিয়ে আকাশ মেঘলা ছিল এবং সাগর ছিল প্রচুর উত্তাল। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। প্রায় ১০:৩০ মিনিটের দোকানের দিকে চলে আসলাম এবং দোকানে এসেই প্রথমে আমরা প্রস্তুতি নিলাম আমাদের দোকানের যত মালামাল আছে সব কিছু গুছিয়ে নেওয়ার।

20230513_143440.jpg

Cox's BazarLocation Map

আমাদের পাশাপাশি দুইটাই বড় দোকান রয়েছে একটি দোকানে আমি বসে এবং অন্য একটি দোকানে আমার এক বড় ভাই বসে।জেলা মহান সুখের পক্ষ থেকে যখন মাইকিং করা হলো তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের দুই দোকানের মালামাল গুলো নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হবে। কারণ যদি মালামাল গুলো আমরা নিরাপদ জায়গায় সরিয়ে না ফেলি তাহলে ঘূর্ণিঝড় যদি আকাশ হারে তাহলে অনেক টাকার ক্ষতি হবে।দুই দোকান মিলে কম করে হলেও ৩০ থেকে ৪০ লক্ষ টাকার মালামাল রয়েছে। তাই নিরাপত্তার সাথে আমরা দুপুর থেকে দুই দোকানের মালামাল গুছানো শুরু করলাম।

20230513_143446.jpg

Cox's BazarLocation Map

আমাদের দোকানটা যেহেতু কাপড়ের আইটেমে পরিপূর্ণ তাই পানি আসলে কাপড় গুলো যদি ভিজে যায় তাহলে বেশিরভাগ কাপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দোকানটাতে মোটামুটি খেলনা এবং জুতা স্যান্ডেল রয়েছে খেলনা এবং রাবারের জুতা গুলো পানির জন্য খুব একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। তাই দুই দোকানের যত রকমের কাপড়ের আইটেম ছিল সবগুলোকে আমরা ছোট ছোট বস্তার মধ্যে পরিপূর্ণ করে পার্শ্ববর্তী একটি হোটেল রুম ভাড়া নিয়ে সেখানে সব নিয়ে গেলাম। দুই দোকানের মালামাল গোছানোর জন্য আমাদের সময় লেগেছে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা। আমাদের পার্শ্ববর্তী দোকানদার ছিল সবাই তাদের মালামাল গুলো আমাদের মতই গোল কাজ করে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে। দুর্যোগ প্রতি বছরে আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করার জন্য আসে। মনে রাখতে হবে ধৈর্যগুলো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আমাদের ভয়ের পরীক্ষা আমাদের বিশ্বাসের পরীক্ষা। এই দুর্যোগ গুলোর মাধ্যমে মহান আল্লাহ আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে আমাদের সটিক পথে ফিরে আসা উচিত। ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করবেন এবং আমরা পুনরায় আবার অবস্থানে ফিরে আসতে পারবো।

20230513_135620-01.jpeg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment